তোমার অপেক্ষায়

সাবিনা ইয়াসমিন ২৪ নভেম্বর ২০১৯, রবিবার, ০৮:৫৯:১৩অপরাহ্ন একান্ত অনুভূতি ১৯ মন্তব্য

তোমার অপেক্ষায়,
রাত কাটছে এপাশ-ওপাশে
দিন কাটে অস্থিরতায়,
চিড় ধরেছে মন-মগজে
সাবধানতার নেই উপায়,

যেদিন চোখে-চোখ আটকে গেলো
বুঝেছিলাম,
মরন হয়েছে আমার ;
কুঞ্চিত ভ্রু, বিগলিত হাসিতে পাগল হতে কি দেরি ছিলো!

তোমায় বুঝতেই হারিয়েছি আমায়,
নৈকট্যের অধিরতায়
হয়েছি এক উত্তাল নদী,
ফাগুনের অন্বেষণে, বুকে নিয়ে অঙ্গার
চলেছি নিরবধি।

ভালোবাসা পূর্ণতা চায় অহর্নিশি জ্বলনে,
ভালোবাসা পুড়ে যায় নিরুত্তাপ ক্ষরণে…

★ অ-কবিতা

১৩০২জন ৯১০জন
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ