
তোমার অপেক্ষায়,
রাত কাটছে এপাশ-ওপাশে
দিন কাটে অস্থিরতায়,
চিড় ধরেছে মন-মগজে
সাবধানতার নেই উপায়,
যেদিন চোখে-চোখ আটকে গেলো
বুঝেছিলাম,
মরন হয়েছে আমার ;
কুঞ্চিত ভ্রু, বিগলিত হাসিতে পাগল হতে কি দেরি ছিলো!
তোমায় বুঝতেই হারিয়েছি আমায়,
নৈকট্যের অধিরতায়
হয়েছি এক উত্তাল নদী,
ফাগুনের অন্বেষণে, বুকে নিয়ে অঙ্গার
চলেছি নিরবধি।
ভালোবাসা পূর্ণতা চায় অহর্নিশি জ্বলনে,
ভালোবাসা পুড়ে যায় নিরুত্তাপ ক্ষরণে…
★ অ-কবিতা
১৯টি মন্তব্য
তৌহিদ
ভালোবাসা বুঝি এমনই হয়। তার মাঝে চোখের পলকে নিজেকে বিলীন করে দেয়া, অস্থিরতায় এপাশ ওপাশ, গুনগুনিয়ে গান গাওয়া।
মনের আড়ালে আবডালে খেলা করে রংবেরঙের প্রজাপতি, ধরা যায়না ছোঁয়া যায়না অনুভব করা যায় তাদের পরশ। জ্বলেপুড়ে ছাড়খাড়, তবুও তাকে ভালোবেসে যাই নিরন্তর আবেগী কামনায়।
দারুণ কবিতা আপু।
সাবিনা ইয়াসমিন
” মনের আড়ালে আবডালে খেলা করে রংবেরঙের প্রজাপতি, ধরা যায়না ছোঁয়া যায়না অনুভব করা যায় তাদের পরশ। জ্বলেপুড়ে ছাড়খাড়, তবুও তাকে ভালোবেসে যাই নিরন্তর আবেগী কামনায়।”
কত সুন্দর করে বললেন!
দারুণ মন্তব্যে একরাশ গোলাপের শুভেচ্ছা 🌹🌹🌹🌹🌹
ছাইরাছ হেলাল
ভালোবাসা অপূর্ণতার অহর্নিশি জ্বলনে,
ভালোবাসা বেঁচে থাকে নিরুত্তা্পের নিদারুণ ক্ষরণে!
আরজু মুক্তা
ভালোবাসা এমনি। চোখের আড়াল হলেও দোষ। কাছে থাকলেও দোষ।
ভালো লাগলো অভিমানী লিখা!
প্রদীপ চক্রবর্তী
প্রিয় মানুষের অপেক্ষায় ভালোবাসা এমনি হয়।
ভালেবাসায় অভিমান থাকবেই।
দারুণ লেখনী দিদি।
এস.জেড বাবু
কারও অপেক্ষায় মগজে চির ধরলে সাবধান হওয়ার সুযোগ কই!!
পূর্ণতায় মগ্ন হলেই মগজ শান্ত হয়ে যাবে আবার।
এতো সুন্দর হলে অ-কবিতা ই ভালো
জিসান শা ইকরাম
চোখে চোখ আটকে যেতেই মরন!
বিগলিত হাসিতেই পাগল!
তাকে বুঝতে গিয়েই নিজেকে নিখোঁজ করা!
এতো ভয়ানক অবস্থা।
প্রেমে তো জ্বলে পুরে অংগার হয়ে যাওয়া দেখছি।
এমন প্রেম পাগলকে সাবধান করে লাভ নেই 🙂
নদীতে জ্বলোশ্বাস হোক ফাগুনের আগমনে।
ভাল লেগেছে খুব।
নিতাই বাবু
প্রেমের আনন্দ থাকে শুধু অল্পক্ষণ! আর প্রেমের বেদনা থাকে সারাটি জীবন।
শ্রদ্ধেয় কবি দিদির জন্য শুভকামনা সবসময়।
সুরাইয়া পারভিন
ভালোবাসা পূর্ণতা চায় অহর্নিশি জ্বলনে,
ভালোবাসা পুড়ে যায় নিরুত্তাপ ক্ষরণে…দারুণ
চমৎকার উপস্থাপন
সঞ্জয় মালাকার
কারও অপেক্ষায় মগজে চির ধরলে সাবধান হওয়ার সুযোগ কই!!
ভালোবাসা পূর্ণতা চায় অহর্নিশি জ্বলনে,
পূর্ণতায় মগ্ন হলেই মগজ শান্ত হয়ে যাবে আবার।
অসাধারণ লেখা পড়ে ভালো লাগলো খুব।
শুভ কামনা শ্রদ্ধে কবি দিদি 🌹🌹
কামাল উদ্দিন
প্রথম দর্শনেই প্রেম, বাঁচা মরা যে কোন দিকে মোড় নিতে পারে, সাবধান থাকতে হবে খুব 😀
ফজলে রাব্বী সোয়েব
অপূর্ব। শেষের লাইনদুটো মন ছুঁয়ে গেল।
অনন্য অর্ণব
ইশ কি মধুর প্রেম !!! অপেক্ষার অবসান হোক এই কামনা।
রেহানা বীথি
মিষ্টি মিষ্টি প্রেমের অনুভব!
আহা, বেশ লাগলো।
নাজমুল হুদা
ভালোবাসা ভালোবাসা বললেই কেমন জানি ভালো লাগে।
ভালোবাসা পেলেও যেন মনে হয় ভালোবাসা নাই, অস্থিরতায় কাটে।
শেষের লাইন দুটো অনেক সুন্দর । আপনার অ- কবিতা কবে বড়ে হয়ে কবিতা হবে? আমি তো মনে করি কবিতা বড় হয়ে গেছে !
বন্যা লিপি
ভালোবাসা পুড়ে যায় নিরুত্তাপ ক্ষরণে…
পুড়ছে গহন
পুড়ছে অতল।
বসন্তআশে আজ হয়েছি উতল,
ঢেউ ভাঙে অহর্নিশি
তোমার দেখা পাই যদি।
হবো আমি হরিৎ বর্ণা
ছুঁয়ে গেলে তোমার ছায়া।
ও চোখে চোখ পড়েছে যখনি
আমি হলেম তোমার বসন্তরাগিনী!!
হলেম যেন নিটোল তটিনী।
তুমি আমি দু’জন মিলে
একটাই বসন্তনদী।
সখী,আমার দোষ নেই কোনো 😊
তোমার লেখা আমাকে এটুকু লিখতে বাধ্য করলো।
দারুন প্রেম কাব্য।
ভালবাসা ভালবাসায় বেঁচে থাকুক আজীবন❤💚❤❤❤💚
শাহরিন
প্রেম মনে হয় পুরনো হয়না, ভালোবাসাময় কবিতা ☺
নিরব সাগর
এতো ভালো করে ভাবেন কি করে ।
সৈকত দে
দ্রোহের অনল ।
অপ্রাপ্তির স্পর্শ