
তুমি শিরোনাম দেখে দেখেই-
তাৎপর্য খুঁজ গল্পের ,
আর আমি !
পৃষ্ঠা উল্টিয়ে পাল্টিয়ে,
যথার্থতা মেলাই নামের ।
তুমি ততটা জেনেই খুশি-
যতটা মলাটে আঁকা ,
আর আমি !
নিরন্তর খুঁজে হয়রান-
যে কথা, পৃষ্ঠার গহীনে রাখা ।
তুমি তো মূল্য দেখেই আজও-
পছন্দ করো ড্রেস ,
আর আমি !
পোষাক পছন্দ হলেই,
দাম দেখি শেষমেশ ।
তোমার রুচির পরিচয় মেলে-
পণ্যের রংচটা মোড়ক হলে ,
আর আমি !
স্বাধটা নিয়ে ভাবি-
আমি যে, খানিকটা সেকেলে ॥
তুমিতো তাঁরার রাজ্যের রানী
তোমার স্বপ্নের উপন্যাসে ,
আর আমি !
আমিতো শূন্যতায় ঘুড়ি উড়াই
জমানো বুকভরা নি:শ্বাসে ।
তোমায় বস্তা ভরেই দিলাম-
আমার আস্ত প্রেমের গল্প ,
আর তুমি !
একটুখানি সময় পেলে-
চেটে দেখো অল্প স্বল্প ॥
-০-
০৪/০৯/২০১৯
২৩টি মন্তব্য
ছাইরাছ হেলাল
নিঃশ্বাসের বুকে, শূন্যতার ঘুড়ি উড়াই
স্বপ্নের উত্তাল-উলম্ব উপন্যাসে,
রাংতার চকমকি চুমকিতে তুমি-ই সাজো
অপরূপ সাজে, আমার প্রেমের নৈবদ্যে
একটু পা-ছুঁয়ে দিও অলস সময়ের ফাঁকে!
এস.জেড বাবু
রাংতার চকমকি চুমকিতে তুমি-ই সাজো
দেখতে মন চায়, কেমন লাগে, তেমনি সাজে।
সাজুগুজুর দোকানে বেশ যাওয়া আশা না হলে এত নতুন এপ্লিকেশানে সাজায় কেমনে মানুষ।
অবাক হই
তৌহিদ
ভালোবাসাতো এমনই, নিজের থেকে তার চাওয়া-পাওয়ার মুল্যায়ন করা। কাছে নেই পাশে নেই ক্ষতি কি? আমি সেকেলে, তবুও তাকে ভালোবাসি আমি আমার মতন করে!
ভালো লাগলো লেখা বাবু ভাই।
এস.জেড বাবু
ভালবাসার সাত রং
আর সে রংধনুর হাজারো ঢং
সেকেলে না হয়ে গতি নাই ।
মুগ্ধকর মন্তব্যে ভাললাগা রইলো তৌহিদ ভাই
আরজু মুক্তা
অল্প অল্প করেই বৃহৎ গল্প হোক। জমানো অভিমান কমুক।
এস.জেড বাবু
অভিমান ভাঙ্গানোর মজাই আলাদা
থাক কিছু অভিমান চিরতরে
ভাঙ্গলে আবার আসুক।
ধন্যবাদ প্রিয় আপু
নিতাই বাবু
“আর তুমি !
একটুখানি সময় পেলে-
চেটে দেখো অল্প স্বল্প ॥”
বাস্তব কথা, বাস্তবে দেখা। কবিকে শুভেচ্ছা ।
এস.জেড বাবু
সময় ই তো পায় না সবাই
সময়ের বড়ই স্বল্পতা
যদি চেটে দেখত একবার, প্রাণ চাটনির মত স্বাধ পাইত শিউর। টক-ঝাল
সুরাইয়া পারভিন
তুমি তো মূল্য দেখেই আজও-
পছন্দ করো ড্রেস ,
আর আমি !
পোষাক পছন্দ হলেই,
দাম দেখি শেষমেশ । দারুণ
চমৎকার প্রকাশ
এস.জেড বাবু
বোকা রা এমনি হয়
খানিকটা অবুঝ
খানিক সেকেলে
অনেক ধন্যবাদ আপু
অনেকদিন পর। ভাল আছেন তো আপনি ?
মোঃ মজিবর রহমান
তোমার রুচির পরিচয় মেলে-
পণ্যের রংচটা মোড়ক হলে ,
আর আমি !
স্বাধটা নিয়ে ভাবি-
আমি যে, খানিকটা সেকেলে ॥
ভাল লাগা রেখে দিলাম বাবু। ভাই। দারুন লেখা,
এস.জেড বাবু
ধন্যবাদ ভাইজান,
মন্তব্যে লিখার সার্থকতা খুঁজে পাই।
ভাল থাকবেন সবসময়।
কামাল উদ্দিন
এমন সেকেলে হওয়াই ভালো, কেউ ঠকাতে পারবেনা………..ভালোলাগা জানিয়ে গেলাম।
এস.জেড বাবু
আধুনিক আর হতে পারলাম কই !
না পোষাকে
না আচরণে
তবুও সত্যি বলেছেন, ভালইতো আছি।
অনেক ধন্যবাদ সুপ্রিয় ভাইজান
কামাল উদ্দিন
শুভেচ্ছা
রেহানা বীথি
প্রত্যেকের ভালোবাসার প্রকাশ আলাদা। যে যেমন তাকে তার মত থাকতে দেয়াই ভালো।
সুন্দর লিখেছেন।
এস.জেড বাবু
যে যার মতই থাকুক তবে।
তবুও ভালো থাকুক।
কৃতজ্ঞতা রইল বীথি আপু।
সঞ্জয় মালাকার
“আর তুমি !
একটুখানি সময় পেলে-
চেটে দেখো অল্প স্বল্প ॥”
শুভেচ্ছা শ্রদ্ধে দাদা।
এস.জেড বাবু
অনেক অনেক ধন্যবাদ প্রিয় মিষ্টি ভাইজান।
জিসান শা ইকরাম
অনেকেই আছে মূল্য দেখে জিনিসপত্র কেনে,
বেশী মূল্য অর্থই হচ্ছে তাঁদের কাছে ভালো জিনিস।
জিনিসের মান দেখেনা তারা।
ভালো লেগেছে কবিতা।
এস.জেড বাবু
অনেক বাস্তব একটা কথা বলেছেন।
আমার সবচেয়ে রাগ হয় যখন পছন্দ হয়েছে বলার আগে কেউ দাম জানতে চায়।
তাও আবার গিফট আইটেমে।
শুভেচ্ছা রইলো ভাইজান।
সাবিনা ইয়াসমিন
সেকেলে বা কলি কালের হোক না যে যার মতো,
তফাৎ যদি নাই থাকতো তবে তো পছন্দেও ভিন্নতা আসতো না। ভিন্ন হলেও নদীর দুই পাড়ই জরুরী।
জীবনে বৈচিত্র না থাকলে জীবনটাই পানসে হয়ে যায়। কেউ আনন্দ পায় মলাটে, কেউ সুখী হয় বইয়ের সমাপ্তি লাইনে।
আপনার কবিতা সব সময়ই ভালো লাগে।
শুভ কামনা 🌹🌹
এস.জেড বাবু
আর এতো চমৎকার তাৎপর্যপূর্ণ কমেন্ট আমার ভাল লাগে।
ভিন্ন হলেও দুই পাড়ই জরুরী।
অনেক কৃতজ্ঞতা সহ শুভেচ্ছা রইলো আপু