
মহাকাল বিদীর্ণ করে আধভাঙা ঘুমে
ছুটছে দলছুট এক অশ্ব,
তার পায়ে ডঙ্কা বেজে ওঠে দারুণ রোষে
গলিত স্বপ্ন লাভা হতে চায়নি তো কোনোদিন!
আজ সময়ের কার্ণিশে অহেতুক ধুলোমাখা দিন
অজস্র ফানুসের মরে যাওয়া আবদার
পথের বাঁকে দেখেছে কি ডানা মেলা গাঙচিল?
এখানে পৃথিবীর জন্মদিন লেখা হয়নি!
সপ্তর্ষিমণ্ডল কক্ষচ্যুত যোগী হয়ে পেতেছে দুহাত।
আলেয়ার জ্বলে ওঠা মায়াবী আলো
বেদুইন তার সঙ্গী করেছে বালুময় বিছানায়!
এই রাত ক্ষুধিতপাষাণ
অনলের লাল চোখে জ্বলে নীলচে প্রতিচ্ছবি,
ধবধবে কাফনে মোড়া নিশ্চুপ ইতিহাস
নেই কোনো ছবি!
আধমরা দীপশিখা মাঝরাতে মরনের কোলে বাঁচে
এখানে নাটকের মাঝে নাট্যকার চরিত্র আছে!
এখন আর ডাকহরকরা ডাকে না যখন-তখন
কোনো এক বালিহাঁস নদীর গল্প শোনে
জনহীন প্রান্তে তেজস্বী অশ্ব টক টক ছুটে যায়!
১৬টি মন্তব্য
নৃ মাসুদ রানা
ডাকহরকরা ডাকে না যখন-তখন
শফিকুল ইসলাম
আন্তরিক কৃতজ্ঞতা।
মাছুম হাবিবী
আহা কবিতা দাদাভাই
অসাধারণ
শফিকুল ইসলাম
শুভ কামনা অহর্নিশ।
এস.জেড বাবু
এখানে পৃথিবীর জন্মদিন লেখা হয়নি!
সপ্তর্ষিমণ্ডল কক্ষচ্যুত যোগী হয়ে পেতেছে দুহাত।
আলেয়ার জ্বলে ওঠা মায়াবী আলো
বেদুইন তার সঙ্গী করেছে বালুময় বিছানায়!
কি চমৎকার লিখা।
দারুন
শফিকুল ইসলাম
আন্তরিক মন্তব্যে ভীষণ আপ্লুত হলাম, সুহৃদ।
কামাল উদ্দিন
কবিতা এতো কঠিন করে লিখেন কেন ভাই, আমার তো দাঁত ভাঙ্গার অবস্থা………কবির জন্য শুভ কামনা।
শফিকুল ইসলাম
কবিতার প্রয়োজনেই কিছু শব্দের আবির্ভাব হয়, গুণীজন।
আন্তরিক মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
বন্যা লিপি
এখানে পৃথিবীর জন্মদিন লেখা হয়নি।
কবিতার শিরোনাম থেকে শেষতক মহাআকর্ষণী অনুভব ছড়ানো। ভালোলাগা রইলো।
শফিকুল ইসলাম
সময় করে আমার সামান্য লেখাটি পড়ার জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
শুভ কামনা নিরন্তর।
জিসান শা ইকরাম
ভালো লেগেছে কবিতা,
নিয়মিত লেখুন, অন্য লেখকদের লেখা পড়ুন।
শুভ কামনা।
শফিকুল ইসলাম
আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানবেন।
সুরাইয়া পারভিন
প্রত্যেকটা লাইন অনবদ্য। শব্দচয়ন ও দুর্দান্ত
চমৎকার লিখেছেন
শফিকুল ইসলাম
ভীষণ আপ্লুত হলাম, গুণী।
আন্তরিক কৃতজ্ঞতা জানবেন।
শিরিন হক
শিরোনাম, ছবি এবং কবিতায় এক চমৎকার মুনশিয়ানা দেখিয়েে দিলেন কবি।
আপনার কবিতা সত্যি অন্যদের উৎসাহীত করবে কিভাবে একটি চমৎকার কবিতা লেখা যায়।
শফিকুল ইসলাম
চমৎকার মন্তব্যটি ভীষণ মুগ্ধ করেছে।
আন্তরিক প্রীতি ও শুভ কামনা রইলো।