মা

সিকদার সাদ রহমান ১২ নভেম্বর ২০১৯, মঙ্গলবার, ১১:৪১:৩৫পূর্বাহ্ন কবিতা ১৫ মন্তব্য

পূর্ণিমার চাঁদ তুমি
লক্ষী সোনা মা,
এই দুনিয়ার আপন জনে
হয়না তুলনা।

গর্ভে মা গো ধারণ করে
সইছো কত কষ্ট
তোমার যা ঋণ শোধ হবে না
বলছি স্পষ্ট!

আমার তরে তোমার চোখে
আসে যদি জল
ক্ষমা করে দিও মাগো
তুমিই আমার বল।

তোমার চোখ, দিয়েই মা গো
এই দুনিয়া চিনি
তোমায় নিয়েই হাজার রকম
স্বপ্ন গুলো বুনি।

তুমি যদি না ডাকো মা
হয় না কোন ভোর
শান্তি মা গো তোমার কোলেই
শান্তি তুমি মোর!

১৭-০৯-২০১৯।

৬৮৬জন ৬৩৩জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ