
পোড়া গন্ধ,,
চার পাশে কিসের এত পোড়া গন্ধ
এত কান্নাকাটি’ই বা কীসের,
দূর থেকে কীসের এত আওয়াজ আসছে
কিছুই বোঝতে পারছিনা,
আবার যেনো কোন মায়ের বুক খালি হচ্ছে।
রাত অনেক কান্নার শব্দ শুনা যাচ্ছে
কলেজ ক্যানভাস্ রক্তে ভাসছে,
আবারও কোন মায়ের বুক খালি হচ্ছে,
চারিদিকে অন্ধকার মা-টা বোধ হয় না খেয়েই আছে,।
চারপাশে কীসের এত গন্ধ – এত কান্নাকাটি’ই বা কীসের,
লাশের গন্ধ পেয়ে শকুন উড়ছে
যমরাজ বোধহয় আঙুলে দিন গুনছে,
আবারও কোন মায়ের বুক খালি হচ্ছে।
মানুষ মনুষ্যত্ব বোধ অন্ধকার ডুবছে
মানুষ মানুষের রক্ত পিপাসি হয়ে উঠছে,
শ্মশান কবরে চিরনিদ্রায় মায়ের স্বপ্ন গুলো ডুবছে,।
চারপাশে কীসের এত গন্ধ, এত কান্নাকাটি’ই বা কীসের,
সন্ত্রাস দমনে বেশ কিছু সমাবেশ, আইন অনিয়মে মন্ত্রীর আদেশ,
আলামত না পাওয়া, আত্নহত্যা চালিয়ে দিলো দেশ,
কেউ পায়নি ক্ষমা, সাদা কাপড়ে কবরে শ্মশানে হয় বিছানা।
১৮টি মন্তব্য
সুরাইয়া পারভিন
মানুষ মনুষ্যত্ব বোধ অন্ধকার ডুবছে
মানুষ মানুষের রক্ত পিপাসি হয়ে উঠছে,
শ্মশান কবরে চিরনিদ্রায় মায়ের স্বপ্ন গুলো ডুবছে।
চমৎকার প্রকাশ
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবা দিদি।
কামরুল ইসলাম
সুন্দর লিখেছেন
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা শুভেচ্ছা রইল।
নাজমুল হুদা
একেকটা মৃত্যু যেন আবার জাগিয়ে তুলে প্রতিরোধ প্রতিবাদের উদ্দেশ্যে।
অনাঙ্ক্ষিত মৃত্যু কারো কাম্য নয় ।
ভালো লেগেছে কবিতা 💞
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দাদা, ভালো লাগলো রইলো,
ছাইরাছ হেলাল
মৃত্যু বিভীষিকা প্রতিনিয়ত আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে।
সঞ্জয় মালাকার
ঠিক বলেছেন দাদা,
অজস্র ধন্যবাদ আপনাকে।
কামাল উদ্দিন
বাংলার মানুষ সংবেদনশীল, অতিথীপরায়ন, শুধু মাত্র কিছু মানুষ এমন হায়েনা হয়ে যাচ্ছে।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা মন্তব্যে মুগ্ধতা, ভালো থাকুন সব সময়।
এস.জেড বাবু
সন্ত্রাস দমনে বেশ কিছু সমাবেশ, আইন অনিয়মে মন্ত্রীর আদেশ,
আলামত না পাওয়া, আত্নহত্যা চালিয়ে দিলো দেশ,
চরম বাস্তবতা-
কবে হবে মুক্তি ?
সুন্দর লিখেছেন ভাই
সঞ্জয় মালাকার
দাদাভাই মুক্তি বলতে বলতে জীবন হয়ে যায় সমাপ্তি, তবুও হয়না মুক্তি।
ধন্যবাদ দাদা ভালো লাগা ও ভালোবাসা নিবেন।
রেহানা বীথি
এ কোন সময়ে বাস করছি আমরা! আশঙ্কায় কাটছে প্রতিটি দিন।
খুব ভালো লিখেছেন দাদা।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দিদি ভালো থাকুন সব সময় শুভ কামনা।
জিসান শা ইকরাম
অনেক অনেক ভালো লেগেছে দাদা,
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ শ্রদ্ধে ভাইজান,
আপনাকে কোটি কোটি প্রণাম ও ভালোবাসা।
মাহবুবুল আলম
হৃদয় ছোঁয়া কথামালা। এমন কান্না আর যেন শুনতে নায় হয়। অবিরাম শুভেচ্ছা!!
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দাদা ভালোবাসা নিবেন।