
নীল পোষাকের দারোয়ান
কলাপসিবল গেট
একখন্ড সবুজ ঘাসের বিছানায়
সর্পিল ঢংয়ের পাথুরে কালো পথ ।
সদর দরজার পর প্রসস্ত সিড়ি
পার্কিং এ ধবধবে সাদা ল্যান্ড ক্রুইজার
24/7 জেনারেটর সহ লিফট ছুঁয়েছে ডুপ্লেক্সের প্রথম ধাপ।
ওক কাঠের মেঝেতে 400 sq feet ড্রইং
রক্তজবা রংয়ে অর্ধেকটায় গালিচা
পূবের খোলামেলা জানালায়, পরিচ্ছন্ন কিচেন।
তিনটি লিভিং উইথ এটাচ্ড বাথ
দখিনের ল……..ম্বা ঝুল বারান্দা
মিটি মিটি বর্ণচোড়া আলো
বর্ষার ভেজা পাগলা হাওয়ায় টায়ার পোড়া গন্ধ।
গ্রীল জুড়ে বাহারী পাতাবাহার
ঝুলন্ত পোড়ামাটির টবের ফাঁকে বিস্তীর্ণ সবুজ
কয়েকটা ক্যাকটাস
গা দুলিয়ে তেমনি করে হাসে কিছু ফুল।
পাশাপাশি দুটি চেয়ার
একটায় স-টান কুশন,
আর নড়েনি শ্রাবণের শেষে।
টেবিলে একটা গ্লাসে হিমশীতল প্রকৃতির নির্যাস।
মালতির টবের নিচে অন্যটার ভাঙ্গা টুকরো !
হেডলাইনগুলি পুরুনো, ইচ্ছে নেই কারো খবরে
লিভিং রুম থেকে হাওয়ায় ভেসে, মৃদূ সুরের পিছুটান—
যদি মন কাঁদে তুমি চলে এসো
চলে এসো
এক বরষায়…………..।
এইতো ভাল.বাসা-
যার সত্যিই কোন শব্দার্থ নেই_____॥
-০-
০৪/০৭/২০১৯
২৬টি মন্তব্য
সুরাইয়া পারভিন
শব্দার্থ না থাকলে না থাকুক
কিন্তু এমন একটি গৃহে বসবাস করতে তো মন চায়ই বলুন।
চমৎকার উপস্থাপন
এস.জেড বাবু
তবু এ গৃহে কেমন শূণ্যতা
সেই শ্রাবন থেকে কার্তিক- স-টান কুশনে ভাঁজ ফেলে, কেউ বসে- হেলে দুলে হাসে না ফুলগুলির মতো।
ক্ষণকালের ঝড়ের এতকাল পরও আলাপনে ভেসে আসে সেই পুরুনো খবর, সেই সেদিনের ঝড়ের হেডলাইন। কেউ কেন ভুলে না একটা কাঁচের গ্লাস ভাঙ্গার মত টুকরো অনুরাগ ?
টবে পড়ে থাকা গ্লাসের ভাঙ্গা টুকরো সরিয়ে কেউ নিয়ে আসেনি জোড়া মিলিয়ে আর একটা জুসের গ্লাস- একজনের পছন্দে এই ভাল.বাসায় যে কিছু নেই।
সংসার জীবনের অভিমান যতটা তীব্র, তার চেয়ে অধিক তীব্র হয় শূণ্যতা- এ লিখায়, যা একজনই অনুভব করে- অন্যজনের মধ্যে এ শূণ্যতা পূরনের সাহস বা ইচ্ছে কোনটাই হয়ত আপাতত নেই।
শূণ্য চেয়ারটা তেমনি আছে, হয়ত আসবে বসন্ত- একদিন ল্যান্ডক্রুইজার পার্কিং এর সৌন্দর্য না বাড়িয়ে এক জোড়া কপোলের লং ড্রাইভে সঙ্গি ও হবে হয়ত।
অনেক ধন্যবাদ প্রিয় আপু।
শুভেচ্ছা।
সুরাইয়া পারভিন
সংসার জীবনের অভিমান যতটা তীব্র, তার চেয়ে অধিক তীব্র হয় শূণ্যতা- এ লিখায়, যা একজনই অনুভব করে- অন্যজনের মধ্যে এ শূণ্যতা পূরনের সাহস বা ইচ্ছে কোনটাই হয়ত আপাতত নেই,,, সত্যিই তাই।
আজীবন যেনো শূন্য পড়ে না রয় শূন্য চেয়ার। প্রিয়জনের আগমনে পূর্ণতা পাক এ শূন্য ঘরে,এ শূন্য চেয়ার। শুভ কামনা সতত
এস.জেড বাবু
আমিন-
দুনিয়ার সকল শূণ্য ঘরের তরে পূর্ণতা এসে যাক।
পরিপূর্ণ হয়ে যাক শূণ্যস্থান।
অনেক শুভেচ্ছা আপু
কামাল উদ্দিন
বিরহ সব জায়গায় একই রূপে আছে, হোকনা সেটা অত্যাধুনিক স্যুইট………কবিতায় ভালোলাগা।
এস.জেড বাবু
অভিমান, অনুরাগ, বিরহ বলেন আর শূণ্যতা- সে তো পূর্ণতার মাংসে বেড়ে উঠা ভাইরাস। শূন্যস্থানে কখনও শূণ্যতা আসেনা- বরং পূর্ণতায় শূণ্যতা দেখা দেয়।
অনেক ধন্যবাদ প্রিয় ভাইজান
কামাল উদ্দিন
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই
ছাইরাছ হেলাল
আপনার দারুন ভালোবাসা তো বিপুল ঠাটবাট ওয়ালা বড়লোক!
এখানে ঐ গান শুনতে আসবে বলে মনে হয় না।
করপোরেট ভালবাস লাগবে।
অবশ্য বর্ণনার মুনশিয়ানার জন্য ধন্যবাদ আপনি পাচ্ছেন।
এস.জেড বাবু
তাহলে অপেক্ষায় থাকি,
দেখি বছরের কোন সময়ে আকর্ষনীয় অফারে কর্পোরেট ভাল.বাসার খোঁজ পেয়ে যাই।
শুভেচ্ছা প্রিয় ভাইজান।
শুভকামনা
হালিম নজরুল
“টেবিলে একটা গ্লাসে হিমশীতল প্রকৃতির নির্যাস।
মালতির টবের নিচে অন্যটার ভাঙ্গা টুকরো !
হেডলাইনগুলি পুরুনো, ইচ্ছে নেই কারো খবরে
লিভিং রুম থেকে হাওয়ায় ভেসে, মৃদূ সুরের পিছুটান—
যদি মন কাঁদে তুমি চলে এসো
চলে এসো
এক বরষায়…………..।
এইতো ভাল.বাসা-
যার সত্যিই কোন শব্দার্থ নেই_____”
———চমৎকার লাগলো।
এস.জেড বাবু
হয়ত কেউ জানে না একার পছন্দে জোড়া মিলিয়ে গ্লাসটা কেনা হয়নি- তাইতো তার মন কাঁদে না এই বরষায়।
শুভেচ্ছা প্রিয় ভাইজান।
নৃ মাসুদ রানা
আহারে ভালো.বাসা …
এস.জেড বাবু
আমিও বলবো-
আহা’রে ভাল.বাসা
অনেক ধন্যবাদ ভাই
চাটিগাঁ থেকে বাহার
ভাল বাসার বর্ণনা ভাল লেগেছে।
শুভ কামনা।
এস.জেড বাবু
আমিও বলবো-
আহা’রে ভাল.বাসা
ধন্যবাদ ভাই
এস.জেড বাবু
অনেক অনেক শুভেচ্ছা সহ কৃতজ্ঞতা রইলো প্রিয় বাহার ভাই
সঞ্জয় মালাকার
শব্দার্থ না থাকলে না থাকুক।
কিন্তু এমন একটি গৃহে বসবাস করতে মন চাইবে।
যদি মন কাঁদে তুমি চলে এসো
চলে এসো
এক বরষায়…………..।
একান্ত অনুভূতি ভালো লাগা আর ভালোবাসা।
এস.জেড বাবু
কেউ নিজের মত করে শব্দার্থ খুঁজে নিক না।
মেনে নিলেই তো কুশনে ভাঁজ ফেলে হেলে দুলে- হেসে খেলে পাশের চেয়ারটায় পূর্ণতা এনে দিতে পারে।
অনেক শুভেচ্ছা প্রিয় ভাইজান
সঞ্জয় মালাকার
শুভেচ্ছা দাদা🌹🌹
তৌহিদ
ভালো বাসা না হলে এখন ভালোবাসাও পাওয়া যায়না। ভালো বাসার যে বর্ণনা দিলেন তাতে লোভ হচ্ছে। এমন ভালো বাসা আমি সবসমই চাই।
এস.জেড বাবু
একটা ভাল বাসা বরদান হয়ে আসুক আপনার জন্য।
মজবুত থাকুক ভালবাসা।
একরাশ শুভ কামনা তৌহিদ ভাই।
শুভেচ্ছা
জিসান শা ইকরাম
ভাল বাসার সুন্দর ছবি দেখালেন লেখায়।
শুভ কামনা।
এস.জেড বাবু
তবু কেমন যেন শূণ্যতা
টেবিলে আর একটা গ্লাস থাকলে ভালই হতো
নয়ত কারও পছন্দের দুই কাপ রং চা
অনেক ধন্যবাদ প্রিয় ভাই
শুভেচ্ছা
ব্লগ সঞ্চালক
প্রিয় ব্লগার,
সোনেলার সাথে আছেন বলে সোনেলা ব্লগ টীম এর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও ধন্যবাদ।
আপনার লেখা সোনেলার লেখার ভাণ্ডারকে সমৃদ্ধ করবে।
মন্তব্যে শীর্ষে থাকার জন্য অভিনন্দন আপনাকে।
শুভ ব্লগিং।
এস.জেড বাবু
অসংখ্য সুন্দর মনের ভালো লিখকদের নিয়ে এই প্লাটফরম ধরে রাখার জন্য সোনেলার ব্লগ টিম সহ সবার প্রতি কৃতজ্ঞতা।
বছরের এই সময়টা অবসর কাটে, সোনেলার সাথেই আছি। অনুপ্রেরনার জন্য কৃতজ্ঞতা রইলো।
এবং গুণী সকল লিখকদের প্রতি অঘাত ভালবাসা রইলো।
ধন্যবাদ প্রিয় সোনেলা টিম।
বন্যা লিপি
যা দেখালেন না!!! এরপরে আর শুন্য চেয়ারের কুশন সটান থাকতে নাও পারে।
ল্যান্ড ক্রুজারের ড্রআইভিং সিটের পাশের সিটটায় কর্পোরেট লেডি নিয়ে লংড্রাইভে যাবার জন্য এলো বলে।
শব্দ উপস্থাপনের মুন্সিয়ানা উপভোগ্য।