
💛💛💛💛💛💛💛💛💛💛💛
একটি সম্পর্ক গোপন থাক, খুব যতনে ~
ভ্রষ্ট পথের নস্ট সুখের উষ্ণ আবরণে ~
রাত গভীরে ফিসফিসিয়ে মিষ্টি কথার ফুলঝুরি ~
একলা প্রহর বিষণ্ণতায় আকাশের ঐ নীল চুরি ~
কপাল জুড়ে টিঁপ লাগানো, তাও জানান ~
রেশমী চুড়ি শাড়ী রংয়ে বেশ মানান ~
জানে, জানুক একান্তীয় গোপন লোকে আপন সুরে ~
কষ্ট গুলো সুভাস ছড়াক, শিউলি ঝরা প্রতি ভোরে ~
থাক গোপনে, মিথ্যে প্রেমের সত্য ছোঁয়া অনুভবে ~
স্মৃতি গুলো নষ্ট পাতায় জল রংয়ে আঁকা হবে ~
সাঁঝের বেলা হাঁটবো দুজন পা মিলিয়ে ~
আঁচলের মায়ায় ভরিয়ে দিবো, সব বিলিয়ে ~
জীবন জুড়ে থাক না এমন প্রেমের গল্প, সংগোপনে ~
সুখ যদি পাই , মিছে আলপনায় স্বপ্ন বুনে ।।
~~~~~~~~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ১৩/০৯/১৯
ঢাকা
১৪টি মন্তব্য
হালিম নজরুল
চমৎকার অভিব্যক্তি
কামরুল ইসলাম
ধন্যবাদ
সুরাইয়া পারভিন
থাকুক গোপন সম্পর্ক
সংগোপন অন্তরালে
মিথ্যে প্রেমের সত্য ছোঁয়া অনুভবে
চমৎকার প্রকাশ
কামরুল ইসলাম
ধন্যবাদ
জিসান শা ইকরাম
গোপনই থাকুক সব কিছু,
শুভ কামনা।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই,
সব কিছু কেন?
একটির কথা বলেছি তো !
এস.জেড বাবু
জানে, জানুক একান্তীয় গোপন লোকে আপন সুরে ~
কষ্ট গুলো সুভাস ছড়াক, শিউলি ঝরা প্রতি ভোরে ~
কি মিষ্টি লিখা ভাই
মুগ্ধতা
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই৷
অনেক শুভ কামনা
ব্লগ সঞ্চালক
প্রিয় ব্লগার,
সোনেলার সাথে আছেন বলে সোনেলা ব্লগ টীম এর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও ধন্যবাদ।
আপনার লেখা সোনেলার লেখার ভাণ্ডারকে সমৃদ্ধ করবে।
শুভ ব্লগিং।
কামরুল ইসলাম
ধন্যবাদ
অনেক শুভ কামনা
ছাইরাছ হেলাল
কিছু কষ্ট-স্বপ্ন নীরব-সযতনে গোপন থাকুক,
প্রাণের গভীরে মিছে হলেও।
কামরুল ইসলাম
ধন্যবাদ
অনেক শুভ কামনা
সৈকত দে
খুব ভালো লিখেছেন।
কামরুল ইসলাম
ধন্যবাদ