
ক্ষুধার্ত শরীর,,
ক্ষুধার্ত শরীরে, শুধু জল পান,,
সেই কবে কার কথা মায়ের হাতে খেয়েছিলাম
পান্তা ভাত আর কাচা লঙ্কা,
আজ মা নেই, পথেই কাটে বেলা,
বেলাও দিয়েছে স্হান,শুধু শূন্যতা অবহেলা!
মা-গো আমি বিবেক হীন সমাজে
তোমার সেই কিশোরী মেয়ে,
বিশ্ব মানবের ধারে হাত পাতি
শুধু একবেলা অন্ন’জল পাবো বলে!
মা-গো কত দোয়ারে ঘুরেছি
ক্ষুধার্ত শরীরে,
বিবেক হীন মানবের ধারে!
মা-গো কোথাও পাইনি একটু অন্নজল,
শরীর ভাঙ্গার ঘরে।
মা-গো তোমার কিশোরী মেয়ে ক্লান্ত হয়ে পরে,
কেউ আসেনা ধরে,শরীরে দুর্গন্ধ বলে!
মা-গো রাস্তায় থাকি,রাস্তায় খাই..
মা-গো জীবন আছে,শুধু তুমি নাই!
মা-গো কোথায় গেলে দুদণ্ড শান্তি পাই,
দামী কিছু চাইনি মাগো-
যদি জীবন বাঁচাতে একমুঠো অন্ন পাই!
মা-গো হাসেনি মায়ার পৃথিবী
বিশ্ব মানবের মন,
মা-গো আমরা গরীব, তাই হাসেনি সমাজ,
হাসি ঠাট্টা আর ঘৃণা পেয়েছি সারাক্ষণ!
মা একমুঠো অন্ন পাবার আশায়,
রোজ অলি গলি ঘুরে বেড়াই –
তুমি ছিলে যখন, ছিলোনা মা-গো অভাব অনটন ।
১৯টি মন্তব্য
সুরাইয়া পারভিন
ক্ষুধার্ত অনাহারী মানুষের করুণ হাহাকা
চমৎকার লিখেছেন
সুরাইয়া পারভিন
ক্ষুধার্ত অনাহারী মানুষের করুণ আর্তনাদ হাহাকার
চমৎকার লিখেছেন
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দিদি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেন।
মনির হোসেন মমি
মায়ের অভাব জীবনের পরতে পরতে। সুন্দর হয়েছে।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দাদা ভালোবাসা নিবেন।
এস.জেড বাবু
মায়ের অনুপস্থিতি ক্ষুধার্ত শরীরেও মনকে ব্যাকুল করে তোলে।
কত ভরসা মায়ের প্রতি
বেশ লাগলো লিখাটা
সঞ্জয় মালাকার
সত্যি দাদা মায়ের অনুপস্থিতি মনকে ব্যেকুল করে তুলে।
মায়ের মমতা এখ মা হারা সন্তানই বুঝে মা কতো আপন ছিলেন।
অজস্র ধন্যবাদ দাদা অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন, শুভ কামনা 🌹🌹
ছাইরাছ হেলাল
আহা্, ক্ষুধার্থ কিশোরী শেষ আশ্রয় হিসাবে মাকেই খুঁজছে।
সঞ্জয় মালাকার
দাদা মা-ই তো শেষ আশ্রয়, তাই তো মায়ের কাছে ছুটে চললাম।
অসংখ্য ধন্যবাদ দাদা ছোট ভাইয়ের ভালোবাসা নিবেন।
জিসান শা ইকরাম
ক্ষুধার্থ মানুষের আহাজারি কেউ শুনতে চায় না,
ভাল লিখেছেন দাদা।
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
ঠিক বলেছেন ভাইজান। তবে কেউ শুনুক বা না শুনুক আমি কিন্তু শুনবো।
ধন্যবাদ ভাইজানা ছোট ভাইয়ের ভালোবাসা নিবেন।
রেহানা বীথি
মা- এর মত আর কেউ নেই। বড় মন ছোঁয়া লেখা দাদা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি অনেক অনেক শুভেচ্ছা রইলো।
অনন্য অর্ণব
ক্ষুদার জ্বালা একমাত্র মা’ই বুঝতে পারেন।
সঞ্জয় মালাকার
হু, মা ছাড়া আর কে বুঝব ভাই, ধন্যবাদ দাদা শুভেচ্ছা রইলো।
হালিম নজরুল
সুন্দর অভিব্যক্তি,কিছু বানান শুদ্ধ করে নিলে আরও চমৎকার হবে।
সঞ্জয় মালাকার
আমি সম্পাদনা করে নেবো। ধন্যবাদ দাদা শুভেচ্ছা রইল।
সাবিনা ইয়াসমিন
কারো কাছে জীবন মানেই একমুঠো খাবার। ক্ষুধার জ্বালা আগুনে পুড়ে যাওয়ার যন্ত্রনাকেও হার মানায়। মা ছাড়া সন্তানের ক্ষুধার কষ্ট আর কেউ বুঝেনা। তাইতো সুখে-অসুখে-প্রয়োজনে-যাতনায় মাকেই খুঁজি। মায়ের মাঝেইতো সৃষ্টকর্তার সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত বিদ্যমান।
শুভ কামনা দাদা 🌹🌹
সঞ্জয় মালাকার
হুম, ঠিক বলেছেন দিদি , জীবন মানেই একমুঠো খাবার। ক্ষুধার জ্বালা আগুনে পুড়ে যাওয়ার যন্ত্রনাকেও হার মানায়।
অসংখ্য ধন্যবাদ দিদি শুভেচ্ছা ও ভালোবাসা রইলো, ভালো থাকুন সব সময় শুভ কামনা।