
১/সম্পর্ক
যদি সম্পর্ক হয় সত্য প্রয়োজন তুমি ফিরে এসো,
আমি সে সম্পর্কে সাজাতে জীবন?
তবে আমি বলি –
যদি সম্পর্ক হয় তোমার খেলা ঘর
তবে প্রয়োজন নেই
সে সম্পর্কের সাথে দেবো আড়ি!
তুমি আছ থাকবে সহস্র কাল!
যেখানে সমাপ্তি আমার সেখানেই হয় উৎপত্তি,
আমার জীবন জুড়ে রয়েছে ছাঁয়া পরির মুখ,
তুমি থাকতে পারো দূরে…
তবু তোমার মায়াজালে বন্ধী করো মরে
আমি দুপুরকে নিয়েছি সঙ্গে
তোমার সাজানো প্রেম কবিতার ছন্দে,
মন আজ মুক্ত… আকাশে ভাসে
বৃষ্টি ঝরে দুটি চোখে!
চোখ বলতো সত্য… তোমার সাজানো একটা গল্প
সুখ গুলো হয়েছে দেয়াল বন্দী,
হয়েছে অধিকার বঞ্চিত?
আমি এখনো পথ খুঁজে করি আনন্দ
এই বুঝি আসছে নিঃশ্বাস পেলিবার একটা দণ্ড!
তুমি বলতে পারো মিথ্যে কথা..
কিন্তু কখনো ভুলতে পারবেনা আমার সত্য প্রেম কথা,
তুমি কার আনন্দে হয়েছে উৎসাহিত
আমায় দিয়ে যন্ত্রণা ক্ষতবিক্ষত,?
তুমি বলো কার সূরে হয়েছে মগ্ন
আমায় করে পরাজিত।
তুমিই তো সেই সিন্ধু আমায় দিয়েছ যতো মিথ্যে আনন্দ।
২/ সিন্ধু পাড়া,,
বাড়ির ধারে ছোট্ট নদী
সিন্ধু পাড়া গ্রাম,
দুই ধারে কাশ ফুল
পাহাড় সমান,!
রোজ হতো কত মানুষের ঢল
তারি দুই কূলে,
স্নান করিত সবাই…
আনন্দে মেতে!
আপন করিয়া বাঁধিত ঘর
স্মরণী সিন্ধু পারে,
হিংসা বিবাধ নাহি যেন কারো মনে?
কত স্নেহ মমতায় বাঁধিত বুক
একে অন্য কে আপন করে!
দুই ধার ঊচু তার
কোথাও নাই কাঁধা,
বালুর চিকিমিকি
ঝিনুকের খেলা,
বর্ষাতে থই থই,শীত কালে মরা!
আমিও যেতাম তারাও যেতো
সেই নদীটির তীরে,
ভীর জমিত শত মানুষের
সকাল সন্ধ্যা সাজে!
সেই দিনহলো দেখা সিন্ধু নামের মায়ে
রূপ যেন লেগে আছে দুটি নয়নে,!
কল্পনাতে আসিত কিছু
রূপ জাগানো ভাব,
নিত্যদিনের সঙ্গী হলো
সেই নদী টির বাঁক।
৩/ স্বপ্ন আমার
ইচ্ছে ছিলো তোমায় নিয়ে ঘুরতে যবো পূজোয়
ইচ্ছে গুলো মিথ্যে হলো ব্যর্থ. ভালোবাসায়।
জ্বলসে উঠে স্বপ্ন আমার
স্বপ্ন ভাঙা সময়,
স্বজন হারা পাখির মতো
মিথ্যে পরিচয় !
স্বপ্ন কুড়াই রোজ নিশিতে
আশায় বাঁধি বুক,
এই বুঝি আসছে আমার
আঁধার ঘরে সুখ!
নিত্য নতুন ভাবনা জাগে
নতুন কোন সাঁঝে,
বেজায় পুড়ে মনটা আমার
অশ্রু ভাসা চোখে!
স্নেহ মায়া,আদর সোহাগ
শরীর খেলার দাম,
সকাল সন্ধ্যে কাজ আমার
পূজার সম্মান !!
তুমি তো সেই পুরনো সৃতি
অতীত ভাঙা মান,,
তুমি সুখে থাকলেই ভালো, আমি না-হয়
তোমার স্মৃতি ধরে বাঁচব।
ভুল হলে ক্ষমা করবেন ধন্যবাদ,,
১৪টি মন্তব্য
সুরাইয়া পারভিন
চমৎকার লিখেছেন,,২,৩বেশি ভালো লেগেছে।
অতীত মানুষের মস্তিষ্কে এতো সুন্দর ভাবে অবস্থান যে কেউ পারে না অতীতকে ভুলতে
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি পড়ে মন্তব্য করার জন্য, অনেক অনেক ভালো লাগা রইলো।
ছাইরাছ হেলাল
কিছু স্বপ্ন স্বপ্নেই থেকে যায়।
পূজো আসে পূজো যায়, স্বপ্নেরা অধরা-ই থেকে যায়।
সঞ্জয় মালাকার
ঠিক বলেছেন দাদা, স্বপ্নেরা অধরা-ই থেকে যায়।
ধন্যবাদ শ্রদ্ধে দাদা শুভেচ্ছা ভালোবাসা নিবেন।
রাফি আরাফাত
সবগুলো অসাধারণ ছিলো। ভালো লাগলো, ভালো থাকবেন ভাই।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা ভালো লাগা আর ভালোবাসা রইলো।
এস.জেড বাবু
তুমি বলতে পারো মিথ্যে কথা..
কিন্তু কখনো ভুলতে পারবেনা আমার সত্য প্রেম কথা,
আসলেই কি কেউ ভুলতে পারে ? – পারে না
চমৎকার তিনটি লিখা
দারুন লেগেছে
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রেদ্ধে দাদা, সকাল বেলার শুভেচ্ছা নিবন।
চাটিগাঁ থেকে বাহার
অনেক সুন্দর লিখেছেন। ভালো লেগেছে।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা ভালো লাগা রইলো।
মনির হোসেন মমি
খুব ভাল হয়েছে লেখাটি।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দাদা।
জিসান শা ইকরাম
একের মধ্যে তিন ভালোই লেগেছে,
সব স্বপ্ন পূরণ হয় না,
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধে ভাইজানা,