হেমন্ত আকাশে কালো মেঘ লয়ে,,

এখনো যৌবনের শরীরর বেয়ে জীবন আসে,
এখনো ঋতুর পরিবর্তনে ঋতু আসে নতুন রূপে
হেমন্ত আকাশে কালো মেঘ লয়ে,
আষাঢ়ে পূর্ণমা রাতে যৌবনে প্রেম ভালোবাসা বাসে!

এখনো শ্রাবণী আলোতে স্বপ্ন গুলো নাচে
ভাদ্রমাসে পাখিরা গান গায় আমার প্রিয়া’র কাছে,
ভাদ্র শেষে যখন আশ্বীন আসে, ঋতু তখন রং বদলায় আমার প্রিয়া’র হাতে!

এখনো রাত গুলো রঙিন জীবনে স্বপ্ন দেখায়
দিন গুলো যায় উড়ে সবুজ শাখায়,
মা বলতো শিশিরের দুব্বা ঘাসে যখন কুয়াসা প্রেম মিলায়,
আমি বলতাম হেমন্ত ফুল বাঁগিচায় প্রেমিকের মন রাঙায়!

এখনো প্রভাত আসে, শিশিরের কোল জুড়ে আসে
দিন গুলো যায় মেঘের মতো উড়ে,
এখনো স্বপ্ন আসে স্বপ্ন ভাঙ্গে,তবু রেখে যায়
স্মৃতির পাতায় ,
জীবনের সূর সবুজ গাছে দোল খায়।

এখনো যৌবনের শরীর বেয়ে জীবন আসে
প্রেম মোহিত হেমন্তের গানে।

সঞ্জয় মালাকার //
ধন্যবাদ ভুল হলে ক্ষমা করবেন ,

১৪০৪জন ১২৭০জন
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ