
হেমন্ত আকাশে কালো মেঘ লয়ে,,
এখনো যৌবনের শরীরর বেয়ে জীবন আসে,
এখনো ঋতুর পরিবর্তনে ঋতু আসে নতুন রূপে
হেমন্ত আকাশে কালো মেঘ লয়ে,
আষাঢ়ে পূর্ণমা রাতে যৌবনে প্রেম ভালোবাসা বাসে!
এখনো শ্রাবণী আলোতে স্বপ্ন গুলো নাচে
ভাদ্রমাসে পাখিরা গান গায় আমার প্রিয়া’র কাছে,
ভাদ্র শেষে যখন আশ্বীন আসে, ঋতু তখন রং বদলায় আমার প্রিয়া’র হাতে!
এখনো রাত গুলো রঙিন জীবনে স্বপ্ন দেখায়
দিন গুলো যায় উড়ে সবুজ শাখায়,
মা বলতো শিশিরের দুব্বা ঘাসে যখন কুয়াসা প্রেম মিলায়,
আমি বলতাম হেমন্ত ফুল বাঁগিচায় প্রেমিকের মন রাঙায়!
এখনো প্রভাত আসে, শিশিরের কোল জুড়ে আসে
দিন গুলো যায় মেঘের মতো উড়ে,
এখনো স্বপ্ন আসে স্বপ্ন ভাঙ্গে,তবু রেখে যায়
স্মৃতির পাতায় ,
জীবনের সূর সবুজ গাছে দোল খায়।
এখনো যৌবনের শরীর বেয়ে জীবন আসে
প্রেম মোহিত হেমন্তের গানে।
সঞ্জয় মালাকার //
ধন্যবাদ ভুল হলে ক্ষমা করবেন ,
১৯টি মন্তব্য
সুরাইয়া পারভিন
মা বলতো শিশিরের দুব্বা ঘাসে যখন কুয়াসা প্রেম মিলায়,
আমি বলতাম হেমন্ত ফুল বাঁগিচায় প্রিমিকের মন রাঙায়! আরে বাহ্ দারুণ
এ যেনো ঋতু নিয়ে নয়
সদ্য প্রেমে পড়া প্রেমিক তার প্রেয়সীকে নিয়ে লিখতে বসেছে,,, অনবদ্য
সঞ্জয় মালাকার
দিদি সব মিলিয়েই প্রেম প্রেয়সী- ঋতু রং
হেমন্ত আমন্ত্রণ, পড়াপ্রতিবেশী সদ্য প্রেমের আলিঙ্গন।
ধন্যবাদ শ্রদ্ধে দিদি ভালোবাসা নিবেন।
নিতাই বাবু
এই হেমন্তে আমার দিনগুলোও উড়ে উড়ে যাচ্ছে!
সঞ্জয় মালাকার
না দাদা দিনগুলো উড়ে উড়ে যাচ্ছে না, আপনার দিন গুলো উড়ে ইড়ে আসছে আনন্দে দিতে।
ধন্যবাদ শ্রদ্ধে দাদা, ভালো থাকুন সব সময়।
নিতাই বাবু
প্রত্যুত্তরের জন্য ধন্যবাদ!
সাবিনা ইয়াসমিন
এখনো যৌবনের শরীর বেয়ে জীবন আসে,
এখনো ঋতুর পরিবর্তনে ঋতু আসে..
তাতো আসবেই। প্রকৃতি চলবে তার নিজস্ব নিয়ম-গতিতে। বিদায়ের অপূর্ণতা পূর্ণতা পাবে পরবর্তি আগমনে। হেমন্ত এসেছে শরতকে বিদায় দিয়ে, শীত এসে দখল করবে হেমন্তের বৈভব!
শুভ কামনা দাদা 🌹🌹
সঞ্জয় মালাকার
হু, ঠিক দিদি আশা যাওয়ার খেলা চলতেই থাকু
আমরাও বরণ করতেই থাকবো।
ধন্যবাদ শ্রদ্ধে দিদি, শুভেচ্ছা রইলো।
ছাইরাছ হেলাল
আপনি যে ভাবে হেমন্ত-বরণে এলেন তা সত্যি সুন্দর।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দাদা, ভালো লাগা অফুরন্ত।
মনির হোসেন মমি
এখনো প্রভাত আসে, শিশিরের কোল জুড়ে আসে
দিন গুলো যায় মেঘেন মতো উড়ে,
এখনো স্বপ্ন আসে স্বপ্ন ভাঙ্গে,তবু রেখে যায়
স্মৃতির পাতায় ,
জীবনের সূর সবুজ গাছে দোল খায়।
সত্যিই তাই। খুব সুন্দর হয়েছে।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দাদা ভালো লাগা ও ভালোবাসা নিবেন, ভালো থাকুন সব সময় নিরন্তর কামনা।
তৌহিদ
হেমন্ত নিয়ে লেখা দিয়েছেন দেখে ভালো লাগলো। হেমন্তের এসব স্মৃতি কি করে ভোলা যায়!!
ভালো থাকবেন দাদা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ প্রিয় দাদা, ভালোবাসা ও ভালো লাগা নিবে, ভালো থাকুন সব সময় শুভেচ্ছা রইল।
জিসান শা ইকরাম
হেমন্তকে অনেক সুন্দর ভাবে নিয়ে এলেন,
ভাল লেগেছে খুব।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে ভাইজান, ভালো লাগা ও ভালোবাসা নিবেন, সন্ধ্যা কালীন শুভেচ্ছা।
রেহানা বীথি
অনেক অনেক ভালো লাগলো দাদা আপনার হেমন্তের কবিতা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেন।
এস.জেড বাবু
এখনো যৌবনের শরীর বেয়ে জীবন আসে
প্রেম মোহিত হেমন্তের গানে।
হৃদয়ে যদি ঋতূ থাকতো, আমি হেমন্ত টাকে বেঁধে রাখতাম।
চমৎকার লিখেছেন ভাই,
নৈসর্গিক হেমন্ত বন্দনা।
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ শ্রদ্ধে দাদা শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন, শুভ সকাল।