
চোখে চোখে হঠাৎ বললো, রাগ করছো?
কিছু কিছু রাগের ব্যাখা না করা ভালো
মনে মনে রাগের উৎপত্তি জানতে এসো
অস্থির এক লাজুকতায় বললো, ক্যান ?
অক্টোপাসের মতো জড়িয়ে আমায়
আবার তুমি ভালোবাসতে শিখবে
ভালোবাসার জন্য শুধু ভালোবাসায়
রাগ; তো কামিয়াবী তাবিজ জানবে।
নেত্রকোনা, ময়মনসিংহ।
১৯টি মন্তব্য
মোহাম্মদ দিদার
গভীর অর্থবহ কাব্য।
মুগ্ধ হলাম।
নাজমুল হুদা
অফুরন্ত ভালোবাসা ভাই
কামাল উদ্দিন
কবিতা আমি বরাবরই কম বুঝি, শুভ কামনা জানিয়ে গেলাম নাজমুল ভাই।
নাজমুল হুদা
অফুরন্ত ভালোবাসা ভাই
কামাল উদ্দিন
[ছবি মুছে ফেলা হয়েছে]
এস.জেড বাবু
রাগ অভিমান ভালোবাসার ডালপালা
থাকলে থাক না
তো কামিয়াবী তাবিজ জানবে
বাহ্
কি চমৎকার উপস্থাপনা নাজমুল ভাই।
নাজমুল হুদা
আপনার মন্তব্যগুলো আমায় অনুপ্রেরণা দেয় ।
এভাবেই পাশে থাকবেন ভাইয়া 💞
এস.জেড বাবু
চমৎকার প্রতিটি লিখা-
আপনার লিখা পড়ে কতকিছু শিখি।
শুভকামনা সবসময় ভাইজান।
সাখিয়ারা আক্তার তন্নী
কিছু কিছু রাগের ব্যাখা না করা ভালো
মনে মনে রাগের উৎপত্তি জানতে এসো।
হুম,এটা খুব ভালো ছিলো
নাজমুল হুদা
অফুরন্ত ধন্যবাদ আপু
মনির হোসেন মমি
ভালাবাসা ভাইটি।
সুরাইয়া পারভিন
ওরে ভাই রে “কামিয়াবী তাবিজ”এটা কেমন তাবিজ।
এ নাম আজই প্রথম শুনলাম। আবার চোখে চোখেও কয় রাগ করেছে কিনা,,,,হা হা হা
নতুনত্ব আছে ,,, দারুণ লিখেছেন
নাজমুল হুদা
হা হা হা,, রাগ আমার মতে এক ধরনের তাবিজ ভালোবাসায়।
মনির হোসেন মমি
অস্থির এক লাজুকতায়
ভাইয়া! এতো সুন্দর কি করে লিখেন।চমৎকার শব্দের মিশ্রন।
নাজমুল হুদা
আপনাদের অনুপ্রেরণায় লিখি ভাইয়া।
রেহানা বীথি
ভালোবাসার জন্য শুধু ভালোবাসায় রাগ…
বেশ লাগলো।
নাজমুল হুদা
ধন্যবাদ আপু
মোঃ মজিবর রহমান
কামিয়াবি তাবিজ যথার্ত শব্দ চয়ন।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া