
মা-গো,,
পাইনি মা-গো আলোর গতি
তোমার হাতে আদর,
যেমন তুমি সৃষ্টি দিলে
তেমনি দিলে মরণ!
মা-গো অকারণে মৃত্যু বরণ
পাইনি পিতার স্নেহ,
মা-গো মৃত্যুটাই যে সফল হল
তুমি আমি ধন্য!
মা-গো দাদা দাদি লয়নি কোলে
লয়নি মাসী পিসী,
যাইনি মাগো পাড়াগাঁয়ে
খেলতে কুটুম, কুসুম লাতা!
মা-গো হয়নি শিখা মুষ্টি কথা
চলার মতো অভ্যাস,
মো-গো তোমার কোলে’ই ঝরে গেলো
সকল সুখের প্রভাত।
২০টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
পৃথিবীর আলো দেখতে না পাওয়া অতৃপ্ত এক সন্তানের আর্তনাদ তুলে ধরেছেন। সেইসব সন্তানের আত্মাগুলো হয়তো এভাবে মনের আকুতি জানায়।
শুভ কামনা দাদা 🌹🌹
সঞ্জয় মালাকার
হু ঠিক বলেছেন, এ-ভালোবাসা না পাওয়া এক সন্তানের পিতা আমি নিজেই।
ধন্যবাদ দিদি, শুভেচ্ছা রইলো।
রাফি আরাফাত
বিষয়টা খুবই মনে ধরেছে। তাদের না বলা আকুতি হয়তো এমনি হয়। ভালো লাগলো।
ধন্যবাদ
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা ভালো লাগা অফুরন্ত,
ভালো থাকুন সব সময় শুভেচ্ছা রইল।
এস.জেড বাবু
এ যে খুন
বর্বরোচিত পার্ফেক্ট ক্রাইম-
জানতে ইচ্ছে করে-
কতদিন বয়সে মানুষ মানুষ হয় ?
কতদিন বয়সে খুন হলে মামলা হয় ?
সুন্দর লিখেছেন, ভিন্নতা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা, ভালো থাকুনসব সময় শুভেচ্ছা রইল। মন মুগ্ধ মন্তব্য।
ছাইরাছ হেলাল
হৃদয় ছোঁয়া অনুভব, এক অনাগতের।
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ দাদা শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন।
হালিম নজরুল
বেওদনার পঙক্তিমালা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো।
সুরাইয়া পারভিন
যেনো আজন্ম আলো দেখতে না পাওয়ার ব্যথায় ব্যথাতুর হৃদয়ের করুণ বিলাপ। আলো দেখতে না পারার দোষে সাজাপ্রাপ্ত পরিবার সমাজ চ্যুত এক আসামি।
চমৎকার উপস্থাপন
সঞ্জয় মালাকার
দিদি এই একি স্হানে আমি নিজেই রয়েছি
দোষে সাজাপ্রাপ্ত এক পিতা হয়ে, না দেখার আকুতি বুকে লুকিয়ে।
ধন্যবাদ দিদি অনেক অনেক শুভ কামনা আনন্দে থাকুক সকল পরিবার।
শাহরিন
আহা, কতো সন্তান এভাবে আকুতি করে ভূবনের আলো দেখার। সে আকুতি কবিতায় সুস্পষ্ট ভাবেই ফুটে উঠেছে। আল্লাহ এইসন অনাগত সন্তানের পিতা মাতাকে হেদায়েত দান করুন।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি, আশীর্বাদ করবেন
রেহানা বীথি
খুব মন কাড়া লেখা দাদা
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি, ভালাগা রইল
আরজু মুক্তা
বেদনাহত হৃদয়। ভালো লাগলো।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি ভালোলাগা রইলো।
সাখিয়ারা আক্তার তন্নী
চমৎকার ভাবে উপস্থাপন করেছেন পৃথিবীর রুপ/রস না দেখতে পাওয়া প্রাণদের।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি, কৃতজ্ঞতা ও ভালোবাসা নিবেন, ভালো থাকুন সব সময় শুভেচ্ছা রইল।