
বারবার কান্না করেছি কত-শত
কোলটা ভিজেছে কতবার অতশত।
আদুরে সোহাগে রেখেছো জঠরে
চুমায় চুমায় বলেছো আব্বারে।
মাঝরাতে উঠেছি জোরেশোরে কেঁদে
হাসিমুখে নিয়েছ তোমার কাঁধে।
দুলে দুলে গেয়েছো ঘুমপাড়ানি
দুচোখ বুঝলেও ঘুম পারনি।
সময়ে সময়ে নিয়েছো খবর
আব্বা আমার ঘুমে বিভোর?
টেলিভিশন জব্দ রিংটোন বন্ধ
আব্বা ঘুমিয়ে খুবই আনন্দ।
সংসারের খরচে কিছু বাচিয়ে
হাতে দিতে আম্মুকে লুকিয়ে।
অভিমানের দুয়ারে আবদার মিটাতে
শতশত বায়না চুপেচুপে সামলাতে।
বুয়েটের ১০১১-তে আবরার মৃত
স্বপ্ন পূরণে আমি ব্যর্থ।
মাফ করো প্রিয় আব্বা
আমি তোমারই কিউউটের ডিব্বা।
২০টি মন্তব্য
মনির হোসেন মমি
স্তব্ধ আমরা কিছুই করার নেই।শুধু অনুতপ্ত।
খুব ভাল হয়েছে কবিতাটি।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয় মনির হোসেন মমি। পাশে থাকুন।
হালিম নজরুল
কষ্ট,অন্তহীন অনুভব
নৃ মাসুদ রানা
খুবই কষ্ট..
এস.জেড বাবু
কিছু প্রশ্ন হয়ত উত্তর হীন থেকে যাবে-
কেন এমন হয় ?
কেন অযথাই এমনটা হয় ?
আর কতকাল সুবিচার কাঁদবে ?
আর কত মৃত্যূর পর সত্যি স্বাধীনতা আসবে ?
চমৎকার লিখেছেন।
নৃ মাসুদ রানা
কেন এমন হয় ?
কেন অযথাই এমনটা হয় ?
আর কতকাল সুবিচার কাঁদবে ?
আর কত মৃত্যূর পর সত্যি স্বাধীনতা আসবে ?
তৌহিদ
অনুতপ্ত হওয়া ছাড়া আর কিই বা করার আছে আমাদের। তার বাবার প্রতি সহমর্মিতা প্রকাশ করছি।
ভালো লিখেছেন ভাই।
নৃ মাসুদ রানা
বাবার প্রতি সহমর্মিতা প্রকাশ করছি।
ছাইরাছ হেলাল
বাবার প্রতি একান্ত সহানুভূতি।
নৃ মাসুদ রানা
সহানুভূতি….
নাজমুল হুদা
আমরা অভিশপ্ত ।
বিবেক জাগ্রত কাব্য
নৃ মাসুদ রানা
হুমম, আমরা অভিশপ্ত ।
জিসান শা ইকরাম
এমন লেখায় মন্তব্য করা কঠিন।
ভালো থাকুক আবরার ওপারে।
নৃ মাসুদ রানা
ভালো থাকুক প্রিয় আবরার..
শামীম চৌধুরী
সব সন্তানেরাই বাবাদের কিউটের ডিব্বা। আবরারের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
নৃ মাসুদ রানা
আসলেই, সন্তানেরাই পিতামাতার সম্পদ
রাফি আরাফাত
কিছু বলার নাই। না বলা কিছু অনুভূতি। ধন্যবাদ
নৃ মাসুদ রানা
শুধু মুখ বুঝে সহ্য করা…
শাহরিন
একটি কাজে গিয়েছিলাম বিশ্ববিদ্যালয় এলাকাতে। হল এর নামটি দেখে ক্ষানিক্ষন এর জন্য চোখ। পাথর হয়ে গিয়েছিল । যখনই আববার বা কারো অকাল মৃত্যুর কথা শুনি মনটা থমকে যায়। বাবা মাকে আল্লাহ এই সব হারানোর কষ্ট সহ্য করার তাওফিক দান করুক।
নৃ মাসুদ রানা
বাবা মাকে আল্লাহ এই সব হারানোর কষ্ট সহ্য করার তাওফিক দান করুক।