মন্তব্য অসহায়ত্ব।

মোঃ মজিবর রহমান ২৬ অক্টোবর ২০১৯, শনিবার, ০৬:৫১:৪৮অপরাহ্ন একান্ত অনুভূতি ৩১ মন্তব্য

 

আমি একজন অতি নগন্য পাঠক। পাঠক হয়েই আছি। লেখা যতনা কঠিন তার চেয়েও কঠিন মনে হয় মন্তব্য দেওয়া। বা প্রতিউত্তর দেওয়া।

সময় সময় পড়তে ভাল লাগলেও মন মত মন্তব্য ইচ্ছা থাকা সত্বেও প্রকাশ করা অতি কঠিন আমার নিকট। মন বা পরিস্থিতি সঠিক ভাব প্রকাশে অনীহা দেখায়।

অনেক লেখা প্রচন্ড ভাল লাগে কিন্তু মন্তব্য লিখতে গেলেই যত ঝামেলা। সেই রকম মন ফুটলেও কলম চলেনা। কলমের ডগায় লেখা আসেনা।

হইতো বা এই যুক্তি শুধুই আমার । একমাত্র আমারই। মাঝে মাঝে কিচ্ছুই লাগেনা ভাল।  হয়তো আমি অক্ষম অযোগ্য হয়ে পড়ি। এই সময়টা নিজেকে খুব অসহায় ও নির্বুদ্ধি মান মনে হয়। কিচ্ছু মনেও আসেনা।

সর্বোপরি সবাই ভাল থাকুক। সবার মন উত্ফুল্ল হোক অহর্নিশ। সবার ভাল থাকা আমারও ভাল লাগা ও ভাল থাকা বজায় থাকে।

১৮২৫জন ১৬৯৬জন
0 Shares

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ