কি জানি,
তোমারে দেখলে আমার নিজেরে গরিব মনে হয় ……………
আমি এতো দুঃখে নাই গো মিনা মাঝি………..

আমার কুয়াশা আছে,ঘাসের উপর বিন্দু কণা জল আছে।
শীত/বসন্ত আছে
সুখের একখান কোকিলও আছে…………

ঝাপির ভীতর একখান সোনার নোলক আছে,
সাথে আছে লাল পার ডোরের আসমানী রঙের গরদ………….
আমার ঘরের বেড়ায় কাজলের কালি যত্নে রাখা আছে।

আমার শরীর জুইরা কালা অইন্ধার আছঁড়াইয়া  পরে……………

আর আছে কি জানো?
সতীন কাঁটা!
সতীন কপাল আমার……………

তোমারে আমার গরিব মনে হয় মাঝি,
বড় নিচু জাতের তুমি……….

১২৪৬জন ১০৫২জন
0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ