
তোমারও কি মনে পড়ে আমাকে?
তুমিও কি ভাবো আমাকে নির্জনে গোপনে চুপিসারে?
নাকি এই আমি বড্ড ম্লান হয়ে যাওয়া অপরিচিতা কেউ!
যে কিছুতেই আর স্মৃতিতে তোমার আসে না ফিরে।
প্রেমের আসন পেতে বসে না হৃদয়ের করিডোরে।
ভুলেও কি মনে রাখো নি তোমার আমি’কে!
নাকি কখনো কেউ ছিলামই না তোমার আমি?
আঁকতে পারিনি কি তোমার হৃদয় ক্যানভাসে প্রেমের ছবি?
একটুও কি আঁচড় কাটতে পারিনি তোমার মনের কোণে?
জানি নতুন করে আর শুরু হবে না কিছুই,
উত্তর মেরু আর দক্ষিণ মেরুতে রয়েছি দু’জন।
শুধু সমান্তরালে বয়ে চলতে হবে আজীবন।
তবুও কি একটু ভালোলাগা দিতে পারতে না তুমি?
হতে পারতে না কি ভালো থাকার অবলম্বন আমার?
যদি কখনো খুব আঘাতে কষ্ট পেয়ে হয়ে যাও একা,
স্মৃতি ডাইরিটা খুলে সেই পৃষ্ঠায় নিও তুমি হাত বুলিয়ে,
যেখানে আমি এখনো রয়েছি তোমার প্রতীক্ষাতে।
খুঁজে পাবে আমায় আর আমাদের ফেলে আসা সময় তুমি।
#উৎসর্গ_কাজিন
১২/১০/২০১৯
১২ঃ৫৩ এ এম
৩৫টি মন্তব্য
আকবর হোসেন রবিন
আপনার কবিতাটা পড়ে খুব কষ্ট হচ্ছে আমার। হারিয়ে যাওয়া প্রেমিকার কথা মনে পড়লো।
সুরাইয়া পারভিন
স্মৃতি শুধু দগ্ধে দগ্ধে পোড়ে
কষ্টে কষ্টে তিলে তিলে নিঃশেষ করে
আন্তরিক ধন্যবাদ জানবেন
আকবর হোসেন রবিন
“স্মৃতি শুধু দগ্ধে দগ্ধে পোড়ে
কষ্টে কষ্টে তিলে তিলে নিঃশেষ করে”
দারুণ বলেছেন।
তবে, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ এর কবিতার লাইন গুলো সবসময় মাথায় রাখি।
“কষ্ট পাও, কষ্ট পেতে পেতে তুমি হয়ে ওঠো ফাল্গুনের প্রথম পূর্ণিমা। তবুও নষ্ট করো না নিজেকে।”
নীরা সাদীয়া
আমরা সবসময় চাই, আমরা যাকে পছন্দ করি সেও আমাকে মনে রাখুক, পছন্দ করুক, আমার কথা ভাবুক। কিন্তু তা কি আদৌ হয়? জানি না অপরজন কি ভাবে, কি করে। রাতে যখন ঘুম না আসে তখন সেসব আরও বেশি মনে পড়ে। এর থেকে বের হতে পারে কজন?
সুরাইয়া পারভিন
হয়তো কেউ কেউ এর থেকে বের হতে পারে,,, আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ইঞ্জা
আপু কবিতাটি পরে পড়ে কমেন্ট করবো, আগে বলে নিই, ব্লগে একটি লেখা দেওয়ার ঠিক ২৪ ঘন্টা পার নাহলে আরেকটি পোস্ট দেওয়া নিষিদ্ধ, আগামীতে এইটি একটু দেখবেন প্লিজ।
ইঞ্জা
ফেলে আশা স্মৃতিটুকু বারে বারে ফিরে এলোও, স্মৃতির অপর পাশ থেকে মানুষটা ফিরে আসেনা।
চমকার প্রকাশ।
সুরাইয়া পারভিন
বাস্তবতার কাছে হেরে যাওয়া মানুষ গুলো চাইলেও আর ফিরতে পারে না অতীতে
শুধু স্মৃতি হাতড়ে মরতে হয় রোজ,,,
আন্তরিক ধন্যবাদ জানবেন
ইঞ্জা
সত্যই বলেছেন আপু।
সুরাইয়া পারভিন
হয়তো অজান্তেই ভুল হয়েছিল,,,পরের বার আর ভুল হবে না ,,, আন্তরিক ভাবে দুঃখিত আমি
ইঞ্জা
জ্বি আপু, বুঝতে পেরেছিলাম বলেই জানিয়ে দিয়েছি, ধন্যবাদ।
আরজু মুক্তা
এতো কষ্ট কেনো ভালোবাসায়।
স্মৃতিগুলো বড় কাঁদায়।
সুরাইয়া পারভিন
আমরা সবাই জানি ভালোবাসা কষ্টে
তবুও নির্বোধের মতো বার বার ভালোবাসার ফাঁদে পড়ি,,,আর কষ্ট পেয়ে বলি কেনো এতো কষ্ট ভালোবাসায়,,, আসলে আমরা কষ্টে পুড়তে ভালোবাসি
অসংখ্য ধন্যবাদ আপু
শাহরিন
অনেক সুন্দর করে বর্ননা করেছেন। না পাওয়ার বেদনা খুবই কষ্টদায়ক। বাস্তব মেনে নিলে কষ্ট একটু কম হয়।
সুরাইয়া পারভিন
হুম হয়তো ঠিক বলেছেন
মনকে সে কথা কে বুঝাতে বলেন
ধন্যবাদ অশেষ
চাটিগাঁ থেকে বাহার
তারও যে মনে পড়ছে না তা নিশ্চিত করে কিভাবে বলবেন!
হয়তো সেও নির্জনে একাকি গুনগুন করে আওড়াচ্ছে,
মনে পড়ে তোমার লাজুক সম্বোধন
আবার হবে দেখা— রইলো নিমন্ত্রণ…
সুরাইয়া পারভিন
বাহ্ দারুণ বলেছেন
যদি মনেই পড়তো একবারও কি নিত না খবর
বেঁচে আছি নাকি মরে গেছি?
আন্তরিক ধন্যবাদ জানবেন
সাবিনা ইয়াসমিন
তোমার আমিকে ভুলে যাওয়া যায়না। স্মৃতিতে, জাগরণে ফিরে ফিরে তাকে আসতেই হয়। আমার তুমিকে কেবল বদলে দিতে নেই।
দারুন লেখা। যত পড়ছি ততোই আবিষ্ট হচ্ছি। 🙂
শুভ কামনা অফুরান 🌹🌹
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন আপু❤️❤️
জিসান শা ইকরাম
হৃদয়ে একবার যে স্থান করে নেয়, সে কখনো ভুলতে পারেনা,
হয়ত যোগাযোগ থাকে না,
তারপরেও হৃদয়ের গহীনে দাগ কাটা স্থানে হাত বুলায় যে গভীর মমতায়,
আমরা হয়ত তা দেখিনা।
কবিতা ভালো লেগেছে আপু।
সুরাইয়া পারভিন
হয়তো ঠিকই বলেছেন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
নিতাই বাবু
নিজের স্বার্থই যেখানে বড়, সেখানে কোনও প্রশ্নই খানে না। স্বার্থের দুনিয়া।
আপনার কবিতা পড়ে মুগ্ধ আফসোস করতে লাগলাম। শুভকামনা সবসময়।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
মনির হোসেন মমি
যা গত হয় তা কি ফিরে আসে।কিন্তু গভীর ভালবাসায় মন তার নৈকট্য চায় কিন্তু উটকো কারন বাধা হয়ে দাড়ালে মন বিষিয়ে পড়ে কেবলি তার স্মৃতিতে মন সাতরায়। খুব ভাল লাগল।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
মোঃ মজিবর রহমান
তবুও কি একটু ভালোলাগা দিতে পারতে না তুমি?
হতে পারতে না কি ভালো থাকার অবলম্বন আমার?
সময় যে বয়ে গেছে এখন আর ভালবাস্তে নেই, সমাজ খারাপ বলবে। হইত হতে পারতাম সেই সময়ে এখন আর না।
হৃদয়ের অভ্যন্তরে আঘাত আসবে, সৃতি নাড়া দেবে কিন্তু ঘটনা আর ঘটার সম্ভাবনা নাই। তা নিহচিত।
অতীত হৃদয়ে আবেগি করে তোলে মনে ঝড় তোলে কস্ট দেই কিন্যু এগুতে দ্বি না যে…..।
সুরাইয়া পারভিন
চমৎকার লিখেছেন
বাস্তবতার কাছে পরাজিত ,,, কিন্তু মন কি আর তা বোঝে,,,বেহায়া মন এখনো চায় তার আগমন
মোঃ মজিবর রহমান
হ্যা আমরা চাই। বাস্তব অন্য কথা বলে যে। তবে ক্ষতি কি !!! জানিনা খুজি নাই উত্তর।
তৌহিদ
আহা প্রেম!! স্বর্গীয় অনুভূতি বুঝি একেই বলে। মনের গভীরে জায়গা করে নেয়া এসব অনুভূতির সাথে আর কিছুরই তুলনা হয়না।
দারুন অনুভাবী লেখা আপু।
সুরাইয়া পারভিন
এ প্রেম বুকের উপর মস্ত পাথর চাপা দিয়ে রেখেছে
আমি দেখেছি তাকে গুমরে গুমরে কাঁদতে
অসংখ্য ধন্যবাদ জানবেন ভাইয়া
জিসান শা ইকরাম
পোষ্ট দিয়ে কোথায় গেলেন?
নতুন লেখা চাই 🙂
সুরাইয়া পারভিন
আসলে ভাইয়া এই কয়দিন খুব ব্যস্ত ছিলাম,,, তাড়াতাড়ি এক্টিভ হবো ইনশাআল্লাহ
জিসান শা ইকরাম
আমরা চাই আপনারা সবাই একটিভ থাকুন।
নতুনরাই এগিয়ে নিয়ে যায় সোনেলাকে তার গন্তব্যে।
মোঃ মজিবর রহমান
ঠিক বলেছেন জিসান ভাইয়া। নতুন্দের বয়ে যাওয়া সক্ষমতা করাতে পারাই পরম সৌভাগ্য।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়