
ধোয়া উড়া নিকোটিনে অন্ধকার রেডিং রুম
জানালার গ্লাসে জমে উঠা কিছু শিশিরবিন্দু!
জলোচ্ছ্বাসের মত ধেয়ে আসছে মৃত্যুর মিছিল
অদ্ভুত বেনামী চিরকুটে রক্তিম আমার নাম।
হয়তো কোনো একদিন বেসরকারি টিভি চ্যানেলে
নিউজ হবে আমি আর নেই!
তারপর,শহর জুড়ে মিছিল, মিটিং
আর ভাঙচুরে দাউ দাউ করবে মৃত্তিকা!
সাদা কাফনে মুড়ানো আমাকে দেখে
হাউমাউ করবে মা বাবা এবং কিছু অপরিচিত মুখ।
প্রিয় মানুষটাও মন খারাপ নিয়ে লিখে দিবে
ওপারে ভালো থেকো!
প্রিয় অরুনীমা,
প্রচন্ড অভিমান আর অভিযোগ নিয়ে
কিছু লাশ ওপারে ভালোই থাকে!!
রচনাঃ ৯ অক্টোবর ২০১৯
৯টি মন্তব্য
ছাইরাছ হেলাল
অভিমান আর অভিযোগ আমাদের নিত্য সঙ্গী,
এটি এখন চিয়ায়ত সত্য এপাড়ে, ওপাড়ে-ও।
মাছুম হাবিবী
একদম রাইট বলেছেন ভাইয়া
ধন্যবাদ আপনাকে।
নীরা সাদীয়া
কবিতার শুরুটা কেমন যেন ছবির মত। বর্ননা পড়ে চোখে ভাসছিলো ছবির মত একটা দৃশ্য। শেষে এসে দেখি মৃত্যুর প্রহরা। ভালো লাগলো রিডিং রুম থেকে দাফন পর্যন্ত কাব্যখানি।
মাছুম হাবিবী
অনেক অনেক ধন্যবাদ আপু।ভালো থাকবেন
মনির হোসেন মমি
অসংখ্য আক্ষেপ ক্ষোভ জমা হয়ে আছে মনে আর নিতে পারছি না যেন মেমোরী শেষ। অসাধারণ।
আরজু মুক্তা
অভিমান, অপমান, আক্ষেপ, অভিযোগ এখন ব্যঙ্গ করে। ওপারেও ভালো নেই কেউ।
চাটিগাঁ থেকে বাহার
আপনার চিত্রায়িত দৃশ্যটি এখন অহরহ দেখা যায়।
তৌহিদ
এখন এই ভয় আমাদের মাঝেও বিরাজমান। একদিন হুট করেই শুনবে আমি নেই!
কবিতা ভালো লেগেছে মাছুম। ভালো থেকো ভাই।
সুরাইয়া পারভিন
প্রত্যেকটা লাইন অনবদ্য।
প্রিয় অরুনীমা,
প্রচন্ড অভিমান আর অভিযোগ নিয়ে
কিছু লাশ ওপারে ভালোই থাকে!!
এপারের কিছু জীবন্ত লাশ ভালো থাকে