
পেঁয়াজ কাহিনীর মাধ্যমে পদার্পন করলাম আমি
Follow me লিখে ভাবলাম একটা দিন থামি।
সাবিনা আপু বললো ‘ আপনি ব্লগে আজ নাই কেন ভাই ‘
তারে বললাম একটু ব্যস্ত ছিলাম আপু তাই।
হয়তো পাগল আমি করি একটু পাগলামি
সোনেলার এই গোছানো বাগানটা আমার কাছে অনেক দামি❤️❤️
ব্যস্ত নগরী, ব্যস্ত সবাই, যদি না হয় প্রতিদিন আমার আসা
তবুও সোনেলার সবার প্রতি থাকবে আমার সমান ভালোবাসা ❤️
আমি কবি নই তবু চেস্টা করি লিখতে একটু ছন্দ
হোক সেটা ভালো কিংবা মন্দ।
সবাইকে বলছি হিংসা ভুলে, মন খুলে
চলে আসুন এই সোনেলার পতাকা তলে।
২২টি মন্তব্য
তৌহিদ
ব্যস্ততার মাঝেও আসবেন ভালোবাসার সোনেলার কাছে। সোনেলা প্রতিদিন ডাকে সবাইকে।☺
আহমেদ ফাহাদ রাকা
ইনশাআল্লাহ চেষ্টা করবো
ইঞ্জা
ব্যস্ততা তো সবারই থাকে, এরপরেও ভালোবাসার টানে ফিরতে হয়।
শুভেচ্ছা ভাই।
আহমেদ ফাহাদ রাকা
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা ভাই❤️❤️
ইঞ্জা
কৃতজ্ঞতা।
সাবিনা ইয়াসমিন
ব্যস্ত নগরী, ব্যস্ত সবাই, যদি না হয় প্রতিদিন আমার আসা
তবুও সোনেলার সবার প্রতি থাকবে আমার সমান ভালোবাসা…… এই লাইনগুলো বাদে বাকিটা দারুন হয়েছে 🙂
ভালোবাসুন বা নাই বাসুন সোনেলায় আসতেই হবে। নয়তো সার্চ ওয়ারেন্ট দিয়ে খুঁজে নিয়ে আসবো। যাবেন কই?
আহমেদ ফাহাদ রাকা
হাহা অনেক মজা পেলাম আপু😂এতো মজার ও ভালোমানুষের মধ্যে না এসে কিভাবে আর থাকি
যে হুমকি দিলেন সার্চ ওয়ারেন্ট মনে হয় তো সবই হবে নগদ একটুও নয় বাকী,
নিতাই বাবু
শুভকামনা শ্রদ্ধেয় দাদা।
আহমেদ ফাহাদ রাকা
আপনাকেও অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা ❤️
মোঃ মজিবর রহমান
ব্যাস্ত সবাই ব্যাস্ত মানুস
ঘাটে অফিসে রাস্তায় কস্টে ভরা মানুস
তারমাঝেই খুজে নিই সোনেলা পারনে ভরা।
আপনার আসা যাওয়া ই আমাদের পড়া মাঠ।
আহমেদ ফাহাদ রাকা
ধন্যবাদ মজিবর ভাই ❤️
মোঃ মজিবর রহমান
লাল শুভেচ্ছা
নীরা সাদীয়া
সোনেলায় আপনাকে স্বাগতম। ছন্দের চর্চা করুন, এগিয়ে যান বহুদূর।
আহমেদ ফাহাদ রাকা
অসংখ্য ধন্যবাদ আপনাকে
হৃদয়ের কথা
ভালোই ছন্দ মিলাতে পারেন আপনি। শুভেচ্ছা আপনাকে।
আহমেদ ফাহাদ রাকা
ধন্যবাদ আপনাকেও
মনির হোসেন মমি
জয়তু সোনেলা
জয়তু রাকা ভাইয়া।
অবশ্যই অবশ্যই সময় পেলেই চলে আসবেন আপনার হাসির ঝুড়ি নিয়া।
আহমেদ ফাহাদ রাকা
হাহা হাহা অবশ্যই ভাইয়া ♥️
রেহানা বীথি
ভালো লাগলো আপনার প্রকাশ।
স্বাগত সোনেলায়।
আরজু মুক্তা
সোনেলায় ছুটে আসা; ব্যস্ততাকে ফাঁকি দিয়ে!!
চাটিগাঁ থেকে বাহার
ভালো লাগলো আহবান
ভালো লাগলো লেখা,
মনের ক্যাম্পাসে ছাপা হলো
আসার পথটি আঁকা।
জিসান শা ইকরাম
সোনেলার এই গোছানো বাগানের রাকাও একটি সুন্দর ফুল হয়ে ফুটে আছে।
শুভ কামনা।