প্রায় ১৫ দিন পর প্রিয় ব্লগ সোনেলায় এসেছি! এই কয়দিনে অনেকটাই ব্যস্ত ছিলাম। এক্সাম, ব্যবসা, পারিবারিক ক্রাইসেস সবকিছু নিয়ে খুব ব্যস্ত সময় পার করে এসেছি। কিন্তুু অাজ অনেকটাই সস্তি পেলাম! পরীক্ষা শেষ, সমস্যাগুলো শেষ হয়নি তবে কুলিয়ে উঠতে পারবো। অনেক মিস করছিলাম সবাইকে।প্রিয় ব্লগ সহ ব্লগের ভাইয়া-অাপু পাঠক/পাঠিকা সবাইকে খু্ব মিস করছিলাম! অাজ মনে হচ্ছে অাবার সতেজ প্রাণ ফিরে পেলাম অামি।
গত ২৩/০৯/২০১৯ তারিখে প্রিয় ব্লগ সোনেলার জন্মদিন ছিল। অামি অান্তরিক ভাবে দুঃখিত সোনেলার জন্মদিনে প্রিয় ব্লগ সোনেলাকে কিছু উপহার দিতে পারিনি। সবাই অামাকে ক্ষমা করবেন সাথে সোনেলাও ক্ষমা করুক। অাসলে ‘সোনেলা ব্লগে এসেছি প্রায় ৫ মাস হবে। শ্রদ্ধেয় তৌহিদ ইসলাম ভাইয়ার অনুপ্রেরণায় সোনেলায় অাসা। উনার হাত ধরেই ব্লগে লেখা-লেখির সুযোগ হয় অামার। অামি প্রথমেই শ্রদ্ধেয় তৌহিদ ভাইয়ার নিকট চিরকৃতজ্ঞ! অামাকে এরকম একটি ব্লগে লেখা-লেখির সুযোগ করে দেয়ার জন্য। সোনেলাকে নিয়ে অামার তেমন কিছু বলার নেই। এতদিনে হয়তো সবাই অামার কথাগুলো তাদের মত করে বলে দিয়েছেন।
তবে কিছুতো না বললে নয়!অামি সোনেলাকে একটি বিশাল বিদ্যা’সাগর মনে করি। এখানে প্রতিদিন হাজার হাজার শব্দের নাচ হয়, গান হয়। সোনেলার প্রতিটি অক্ষর যেন একেকটা পারমানবিক বোমা। বাংলাদেশে যদি এক হাজারটা ব্লগ থাকে তাদের দশটা মধ্যে একটি অামার সোনেলা। অামি বিভিন্ন ব্লগের লেখা পড়েছি কিন্তুু সোনেলার মত বিজ্ঞ পাঠক এবং লেখক কোথাও দেখিনি। সোনেলা একটি ব্লগ নয় একটি পরিবার। এখানে প্রত্যেকটা সদস্য খুব ভালো। তাদের কমেন্টিং দেখলেই মন ভরে যায়। অামি সত্যি ধন্য এরকম একটি ব্লগের সদস্য হতে পেরে।
স্বপ্নের সোনেলা দেশও জাতির কল্যাণে সব সময় পাশে অাছে! দেশের সময় সাময়িক বিষয় নিয়ে সোনেলা সদাপ্রস্তুত। সোনেলা সর্বদা চেষ্টা করে সমাজের ঘটে যাওয়া চিত্রগুলোকে তুলে ধরতে। অার এই সোনেলার হাত ধরেই অনেক তরুণ লেখক ও সাহিত্যিকগণ পৌছে গেছেন সাফল্যের শেষপ্রান্তে! তাই দেশের প্রত্যেকটা সাহিত্যপ্রেমী মানুষদের কাছে অামার বিশেষ অনুরোধ অাপনার অন্তত একবার সোনেলা ব্লগে ঘুরে অাসুন। অামি চ্যালেঞ্জ করে বলতে পারি কোনোদিন ব্লগের মায়া কাটাতে পারবেন নাহ। অামার প্রিয় ব্লগ সোনেলা। অামার জীবনে প্রথম যে ব্লগটিতে লেখার সুযোগ হয়েছে সেই ব্লগটাই সোনেলা। অাই লাভ সোনেলা, মাই ড্রিম সোনেলা।’দেরিতে হলেও শুভ জন্মদিন সোনেলা।
এখন থেকে সর্বদা ব্লগে পাবেন ইনশাঅাল্লাহ্
১৯টি মন্তব্য
ইঞ্জা
প্রায় নতুন এক ব্লগার সোনেলাকে এতো ভালোবাসতে পারে তার প্রমাণ আপনি, খুব সুন্দর করে আপনার ভালোবাসার কথা গুলো বলে গেছেন যা শুনে সত্যি আনন্দবোধ করছি।
ধন্যবাদ ভাই সুন্দর পোস্টির জন্য। 😍
মাছুম হাবিবী
আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকবেন
মোঃ মজিবর রহমান
আপনার ল্বখার মাত্রাই আপনাকে আরো ভাল ভাব্বে। সুন্দর ভাবনা ও সুন্দর শব্দ মালায় সাজানোও সোনেলার ভাল লাগা ও ভালবাসা প্রকাশ। আপনারাই সোনেলার ভবিতাওত কান্ডারি। ওগিয়ে নিয়ে যাবেন আউন্দর সুন্দর লেখার দ্বারা। ভাল থাকুন, লেখুন।
মাছুম হাবিবী
জ্বী ভাই। দোয়া করবেন যেন জীবনের সর্বোচ্ছ সময়টা সোনেলার তরে ব্যয় করতে পারি।
মোঃ মজিবর রহমান
আল্লাহ মেহেরবান।
ছাইরাছ হেলাল
এত অল্প সময়ে আপনার সোনেলা ভাবনা, আপনার সাথে আমাদের আপ্লুত করেছে।
লিখবেন, পড়বেন পরম আনন্দে আমাদের প্রিয় সোনেলায় এ কামনাই করি।
মাছুম হাবিবী
জ্বী ভাইয়া অনেক ধন্যবাদ দোয়া করবেন আমার জন্য।
মোহাম্মদ দিদার
বেশ ভালো লাগলো।
সোনেলার প্রতি আপনার সচ্চ ভালোবাসা পেলাম
মাছুম হাবিবী
অনেক ধন্যবাদ
জিসান শা ইকরাম
জন্মদিনেই যে পোষ্ট দিতে হবে এমন নয়,
এই প্রথম সোনেলা ব্লগ তার অষ্টম বর্ষে পদার্পন উপলক্ষে সোনেলা ভাবনা নিয়ে লেখার আয়োজন করেছে।
সেপ্টেম্বর মাসের মধ্যে দিয়েছেন এই তো অনেক।
সোনেলার উপর আপনার আস্থা এবং ভালোলাগা মুগ্ধ করলো আমাকে।
ঠিক বলেছেন, সোনেলা একটি পরিবারের মতই,
সোনেলার উঠোনে সবাই বিচরণ করুক তার স্বাধীন স্বত্ত্বা নিয়ে।
শুভ কামনা।
মাছুম হাবিবী
জ্বী অনেক ধন্যবাদ ভাইয়া
মনির হোসেন মমি
আসলে সোনেলাকে ভালবাসা কোন নিদিষ্ট দিনে ফেলানো যায় না। গত হলেও জন্মদিন আপনার এ পোষ্টটিই প্রমান করে সোনেলাকে আপনি কতটা ভালবাসেন।শত ব্যাস্তার মাঝেও সোনেলার জন্য লেখা নিয়ে আবারো এসেছেন। এটাই সোনেলা চায়।
শুভ কামনা আপনার জন্য।পারলে সোনেলার জন্ম বার্ষীকির পোষ্টগুলো একটু পড়ে নিলে জানতে পারবেন সোনেলার অতীত বর্তমান স্মৃতির অনেক কিছু।ধন্যবাদ।
মাছুম হাবিবী
লাভউ মমি ভাইয়া। ভালো থাকবেন
তৌহিদ
তোমার ভালোবাসায় মুগ্ধ হলাম ভাই। এভাবেই পাশে থেকো সবসময়।
মাছুম হাবিবী
ভাইয়া আমার সবকিছুতে আপনি।
আরজু মুক্তা
ভালো থাকবেন। পাশে থাকবেন। শুভ ব্লগিং।
মাছুম হাবিবী
আপনিও ভালো থাকবেন
চাটিগাঁ থেকে বাহার
“আমি সোনেলাকে একটি বিশাল বিদ্যা’সাগর মনে করি। এখানে প্রতিদিন হাজার হাজার শব্দের নাচ হয়, গান হয়। সোনেলার প্রতিটি অক্ষর যেন একেকটা পারমানবিক বোমা। বাংলাদেশে যদি এক হাজারটা ব্লগ থাকে তাদের দশটা মধ্যে একটি আমার সোনেলা।”
-আপনার মূল্যায়ণটি ভালো লেগেছে। আমার বিশ্বাস আপনি অনেকদূর এগিয়ে যাবেন। শুভকামনা!
মাছুম হাবিবী
অনেক ধন্যবাদ দাদা