
তাজমহলের প্রবেশ দুয়ার।
আমরা এগুলাম তাজমহলে প্রবেশ করার জন্য, ভিতরে প্রবেশ করে আশ্চর্য হলাম কোথাও কোন বাতি নেই, কেমন যেন অন্ধকার ধরণের।
গাইডকে জিজ্ঞেস করাতে বললো, এ পুরানো স্থাপত্য, এইখানে বাতি জ্বালানোর প্রয়োজন কি, এমনিতেই সন্ধ্যার আগে তাজমহল বন্ধ হয়ে যায়।
আমরা ঘুরে ঘুরে দেখতে লাগলাম তাজমহল, তাজমহলের ঠিক মাঝ বরাবর দুইটি কবর মার্বেল টাইলস দিয়ে গড়া, গাইড বললো “এই দুইটির বড়টি সম্রাট শাজহানের আর দ্বিতীয়টি বেগম মমতাজের কবর, কিন্তু দুইটি কবরই কিন্তু আসল না, ডামি কবর”।
আমরা অবাক হয়ে বললাম, ডামি কেন?
ডামি কবর করা হয়েছে সিম্বল হিসাবে।
তাই, তাহলে আসল কবর গুলো কই?
গাইড আমাদেরকে নিয়ে এগুলো সামনের দিকে, সামনে এগিয়ে গিয়ে দেখলাম একটা সিঁড়ি নিচের দিকে নেমে গিয়েছে কিন্তু সিঁড়ির মুখে লোহার গেইট লাগানো।
গাইড বললো, একটু নিচু হয়ে দেখুন, আপনারা উপরের অনুরূপ কবর দুইটি দেখতে পাবেন।
আমরা নিচু হয়ে দেখলাম, দুইটি কবরের কিছু অংশ দেখা যাচ্ছে।
গাইড বলতে লাগলো, আসল দুইটি কবর ঐ নিচেই আছে, কেউ যেন উপর দিকে কবরের উপরে হাটতে না পারে তার জন্য উপরে ডামি কবর তৈরি করা হয়েছে, এছাড়া নিচে এমন কিছু গুহা আছে যা রহস্যে ঘেরা, এই জন্যই এই লোহার গেইট দেওয়া আছে যাতে কেউ নিচে গিয়ে ঐসব গুহাতে হারিয়ে না যায়।
তাজমহলের ভিতরের ছবি।
এরপর আমরা ঘুরে দেখতে লাগলাম ভিতরের তাজমহলকে, ছোট ছোট কিছু ঘুলঘুলি (জানালা বিশেষ) দেওয়া আছে যেন বাইরের আলো ভিতরে আসতে পারে, চারিদিকে নয়াভিরাম কারুকার্য করা তাজমহলের প্রতিটি দেওয়াল, পিলার।
উপরের অনেক উঁচুতে তাজমহলের আসল ঘুম্বুজ গোল হয়ে আছে যা সম্পূর্ণ টাইলস দেওয়া।
ভিতরের কারুকাজ।
গাইড আমাদেরকে এক দেওয়ালের কারুকাজ দেখিয়ে বললো, ” দেখুন এইসব কারুকাজ যা রত্নখচিত, এই পাথর বা রত্ন গুলো কিন্তু আসল যা সুদূর ইরান থেকে আনা হয়েছিলো, এগুলো এমন ধরণের রত্ন যাতে আলো রিফ্লেক্ট করবেনা, আলো সোজা রত্নের ভিতর দিয়ে অপর পাশে চলে যাবে।
কেমন, আমি প্রশ্ন করলাম?
গাইড এদিক ওদিক তাকিয়ে পকেট থেকে ছোট পেন বের করলো যাতে ছোট টর্চলাইট লাগানো, টর্চটি অন করে রত্নের উপর ধরে বললো, দেখুন।
আমরা অবাক হয়ে দেখলাম, টর্চের আলো রত্ন পাথরে রিফ্লেক্ট না করে সোজা পাশ করে গেলো যা ভিতরের দেওয়াল পর্যন্ত দেখা যায়।
মূল্যবান পাথর খচিত কারুকাজ।
আমরা ঘুরে ঘুরে তাজমহলের ভিতরের সৌন্দর্য দেখতে লাগলাম, এর অপরূপ কারুকাজ ও স্থাপত্যকলা দেখে বুঝা যায় ততকালিন মোঘল সাম্রাজ্য কত সমৃদ্ধ ছিলো, খুবই উচ্চমানের কারুকলায় ভরপুর তাজমহল।
সূর্য ঢলতে শুরু করেছে, আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নামবে, আমরা বেড়িয়ে এলাম তাজমহল থেকে, তাজমহলের বের হওয়ার গেইটের কাছাকাছি এসে ফিরে তাকালাম তাজমহলের দিকে, লালাভ হয়ে উঠেছে তাজ, গাইড বললো ওর কাছে উজ্জ্বল সাদা তাজমহলই পছন্দ।
আমরা সবাই গাড়ীতে গিয়ে উঠার পর গাইড বললো, চলুন আপনাদেরকে তাজমহলের কারুকার্য যারা করেছে তাদের বংশধরদের দেখিয়ে আনি।
আমাদেরকে নিয়ে সে এক ছোট মার্কেটে নিয়ে গেলো, যেখানে বেশ অনেক গুলো ছোট ছোট দোকান ঘর, প্রত্যেক দোকানেই বিভিন্ন ধরণের শোপিস তৈয়ার করে বিক্রি করে, আমরা ঘুরে ঘুরে দেখছি প্রতিটি দোকান, এ দোকানের সামনে দেখলাম এক লোক টুক, টাক আওয়াজ করে টাইলসের উপর কেটে কেটে রত্ন বানাচ্ছে আর বসাচ্ছে, অবিকল যেমন তাজমহলে দেখেছিলাম, আমি অবাক হয়ে লোকটার কাজ দেখছিলাম, গাইডকে বললাম ” কি ব্যাপার সবার নাকি আঙ্গুল কেঁটে দেওয়া হয়েছে, এ এলো কোথা থেকে”?
গাইড হেসে বললো, এ এবং সামনে আরও অনেক লোক দেখবেন যারা ঐসব কারুশিল্পীদের বংশধর।
কিন্তু ওদের তো আঙ্গুল কাঁটা হয়েছিলো, তাহলে এরা শিখলো কি করে?
আসলে ওদের আঙ্গুল কাটলেও ওদের বিদ্যা তো কেড়ে নিতে পারেনি, ওরাই তাদের বংশধরদের বংশানুক্রমিক ভাবে শিখিয়ে গিয়েছে।
তাই, খুব সুন্দর।
গাইড বললো, আপনারা চাইলে এইসব কারুকাজ করা টেবিল, ওয়ালসেট ইত্যাদি কিনতে পারবেন।
আমরা টুকটাক কিছু কিনে নিয়ে হোটেলের ফিরতি পথ ধরলাম।
সমাপ্ত।
ছবিঃ গুগল।
৩৬টি মন্তব্য
মনির হোসেন মমি
পুরোটা এক দমে পড়লাম।মুগ্ধ হলাম ভাইজান।
ইঞ্জা
ধন্যবাদ ভাই, এরপরে আসছি নতুন আরেক ভ্রমণ নিয়ে।
তৌহিদ
এমন অসাধারণ সৌন্দর্য পড়ে আর দেখার লোভ সামলাতে পারছিনা দাদা। সত্যি মুগ্ধ হলাম লেখনশৈলীতে।
শুভকামনা রইলো।
ইঞ্জা
ঘুরে আসুন আপুকে নিয়ে, তখন বুঝবেন এর আসল সৌন্দর্য কি। 😊
নিতাই বাবু
তাজমহল না গেলেও, আপনার সুলেখিত লেখনী পড়ে অনেককিছু জানা হলো।
ইঞ্জা
খুব খুশি হলাম দাদা। 😊
মোঃ মজিবর রহমান
সকালে নামাজ পড়ে সব পড়া হলনা পরে আসব ক্ষন।
ইঞ্জা
অপেক্ষায় রইলাম। 😊
মোঃ মজিবর রহমান
অয়েট
ইঞ্জা
😍
রেহানা বীথি
দেখার ভীষণ লোভ হচ্ছে ভাইয়া। এত সুন্দর করে লিখলেন! আপনার লেখায় অনেক অজানাকে জানলাম।
ইঞ্জা
আপু সময় করে ঘুরে আসুন, খুব ভালো লাগবে। 😊
ছাইরাছ হেলাল
অনেক সুন্দর বর্ণনা, পাক্কা পর্যটকের মত।
আপনার এখানের উপস্থাপন খুব সুন্দর।
ইঞ্জা
আন্তরিক ধন্যবাদ ভাইজান, নিজের চোখে দেখা আর শোনা নিয়েই এই লেখা ছিলো, আগামীতে নতুন এক লেখা নিয়ে আসবো। 😊
রেজওয়ান
অসাধারণ ট্যুর ছিলো বলাই যায়😇দেখতে যাওয়াই লাগবে মনেহচ্ছে❤অনেক ধন্যবাদ এত সুন্দর ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করার জন্য✌
ইঞ্জা
যাও যাও বউকে দেখানোর মতো জায়গা, খুব রোমান্টিক প্লেস।
রেজওয়ান
হ্যাঁ ভাই যাবো!🤘তবে ভিড় কম কোন সময়ে থাকে জানাবেন✌
ইঞ্জা
আগ্রাতে ভীড় সবসময় একি থাকে, দিল্লি হয়ে যেও, যাওয়ার আগে আমার সাথে কথা বলে প্ল্যান করে নিও।
মোঃ মজিবর রহমান
দেখার ইচ্ছে রইল সামরথে কুলাবে কিনা জানিনা। আল্লাহ যেন আমার দেখার ভাগ্য দেয়।
ইঞ্জা
ইনশা আল্লাহ, সময়ে সব হবে ভাই।
মোঃ মজিবর রহমান
ঠিক তাই ভাই। আল্লাহ হাফেজ।
ইঞ্জা
ধন্যবাদ, আল্লাহ হাফেজ ভাই।
চাটিগাঁ থেকে বাহার
আপনার মাধ্যমে তাজমহল থেকে ঘুরে আসলাম। খুব ভালো লেগেছে।
ইঞ্জা
অনিঃশেষ ধন্যবাদ ভাই, খুব খুশি হলাম। 😊
সাবিনা ইয়াসমিন
আপনার লেখা যতগুলো ভ্রমন গল্প পড়েছি, সবগুলোর মধ্যে এটা বেস্ট ভাইজান। এত সুন্দর সুন্দর ছবি, আর এত ধিরে সুস্থে বর্ননা গুলো দিয়েছেন, মনে হয়েছে খুব কাছে বসে শুনছি। অথবা আপনার সাথে আমিও এগুলো দেখেছি। 😍😍
দেরিতে মন্তব্য দেয়ার জন্যে দুঃখিত ভাইজান। আমি মনে করেছিলাম লেখাটি প্রকাশের সাথে সাথেই পড়ে কমেন্ট দিয়েছি। আজ এখানে এসে দেখি আমার কমেন্ট নেই 😭😭
ইঞ্জা
ধন্যবাদ প্রিয় আপু, সত্যি বলতে কি অনেকেই তাজমহল দেখতে যান কিন্তু উনারা কোন গাইড নেননা, এতে অনেক কিছুই উনাদের অজানা থেকে যায়, আমি গাইড নেওয়াতে জানার সুযোগটা বেশি পেয়েছি।
মন্তব্য দেরিতে হলেও দিয়েছেন তো, এই জন্য অবশ্যই ধন্যবাদ আপনাকে। 😊
আরজু মুক্তা
ভালো লাগলো।
ইঞ্জা
আপ্লুত হলাম আপু। 😊
নাজিয়া তাসনিম
আপনার পোস্ট পড়ে তাজমহল দেখার সাধ আরো বাড়লো। 🙂
ইঞ্জা
ধন্যবাদ আপু, আপনি কি প্রথম থেকে পড়েছেন?
না পড়ে থাকলে আমার নামের উপর ক্লিক করলেই সকল লেখা পাবেন। 😊
শাহরিন
অনেক ধন্যবাদ ভাইয়া। এতো সুন্দর একটি লেখার জন্য।
ইঞ্জা
আপনাকেও ধন্যবাদ আপু লেখাটি পড়ার জন্য।
কামাল উদ্দিন
আচ্ছা ইঞ্জা ভাই, ওখানে আপনি ছবি তুললেন কিভাবে? আমি তো শুনেছিলাম ক্যামেরা নিয়ে ওখানে ঢুকতে দেয় না।
ইঞ্জা
ভাই আপনি ভুল করছেন, কিছু ছবি আমরা বাইরে তুলেছি বটে কিন্তু ভিতরে একটাও ছবি তুলতে পারিনি, এইখানে যা ছবি দেখছেন তার সবই গুগল থেকে নেওয়া।
কামাল উদ্দিন
মোবাইল ফোন নিয়েও কি ওখানে ঢুকতে দেয় না?
ইঞ্জা
না, বাইরেই জমা নিয়ে নিবে।