
চোখের রেটিনায় ধরা খায় আমার আহত বিবেক;
দেখি যথাক্রমে-
বন্ধু-বান্ধব, মোড়ল বাড়ির কুকুরের মতো হাঁক দেয়
লালা ঝরায় ততক্ষণে- রোদে শিকার ধরা শিয়ালের ন্যায়।
সেই থেকে আর কোনোদিন বন্ধু-বান্ধব নয়
বুঝি পৃথিবী মতোই ঘুরপাক খায় চোখের পাশে
কুকুরের পৈশাচিক কায়দায় সহস্র জিভের ডগা
শিয়ালের ছিঁড়ে খাওয়া সনাতন দশটি আঙুল
মনের আয়নায় ভাসে উল্লেখিত পশুদের কার্যকরণ;
সদ্য কৈশোরে উত্তীর্ণ ঝুঁটি করা কোমল কিশোরী
ক্যান্সারে আসক্ত স্বামীর কেমোথেরাপি তুল্য শ্রেষ্ঠাঙ্গী
ছিলো, আছে-
আজো কুকুর আর শিয়ালের সারসংক্ষেপিত দৃষ্টিতে।
জীবিকার দায়ে অবিরাম ছুটে যায়- ওরা?
ঝুলে থাকে কোনো শব্দ শ্রমিকের জমকালো শব্দের বহরে
থেমে যাওয়ার শানে নুযুল শুনে অপুষ্টিজনিত রাষ্ট্রের গলায়।
উপসংহারে-
শিয়াল, কুকুর, মানুষ আবারও যদি একবার
দাঁড়ায়- বনফুলের নিমগাছের ছায়ায় নিরব নিঃশ্বাসে
মুখ তুলে দেখবে; নিরাপদে বখাটেহীন আমার শুদ্ধ নগরী।
নেত্রকোনা, ময়মনসিংহ
২৬টি মন্তব্য
তৌহিদ
ছবিটা কিন্তু দারুণ!!
নাজমুল ভাই এত ক্ষোভ কাদের উপরে?? মন শান্ত করুন ভাই।☺☺
কবিতা ভালো হয়েছে,,ক্ষুরধার লিখনীতে শব্দের ব্যবহার অনেক সাবলীল। সোনেলা আপনার মত লেখক পেয়ে গর্বিত ভাই।
প্রতিদিন একবার করে ২০ মিনিটের জন্য হলেও ব্লগে আসবেন কেমন? সবার লেখায় আপনার উপস্থিতি চাই কিন্তু। আমরা সোনেলা পরিবার এভাবেই এগিয়ে যাবো সামনের দিকে।
সোনেলায় আপনার কেমন অভিজ্ঞতা এর অনুভূতি লিখে একটি পোষ্ট দেবেন কিন্তু। অনেক লেখক দিয়েছেন, আরও অনেকেই দেবেন। এটা সোনেলার জন্মমাস চলছে। দারুণ সুযোগ তাইনা?
ভালো থাকবেন ভাই। ভালোবাসা রইলো।
নাজমুল হুদা
ভাইয়া, জন্মমাস নিয়ে লেখা এখনও এডিট করি নাই। আশাকরি এডিট করেই পোস্ট করবো।
আর ক্ষোভ নয় কারো প্রতি,আমার প্রতিই আমার ক্ষোভ কেন আমিও পশুদের বন্ধু । এজন্য আমরা লেখকরা কারো আপন হই না ওরা আপন ভাবেও না, সাপের মতোই যখন তখন ফুঁসে উঠে অন্যায় সয় না।
তাছাড়া সোনেলা আমার অনুপ্রেরণা। আছি থাকবো ইনশাআল্লাহ।
নিতাই বাবু
যথার্থই বলেছেন।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 😍
সাবিনা ইয়াসমিন
বন্ধু-বান্ধবদের আচরন যদি পশুতুল্য হয়ে যায় তবে নির্বান্ধব থাকাই শ্রেয়। ভালো মানুষ যেমন বন্ধু ভাবাপন্ন হয়, তেমনি ঘৃণা করে পাশবিকতার আড়ালে মানুষ নামের অমানুষ গুলোকে। কেউ পথে নামে প্রয়োজনে, কেউ পথে নামে প্রবৃত্তির তাড়নায়।
ভালো হয়েছে। ব্লগে এত কম কম কেন নাজমুল? আরেকটু বেশি আসা যেতেই পারে। নয় কি?
শুভ কামনা 🌹🌹
নাজমুল হুদা
আপু এখন থেকে আসবো।
ধন্যবাদ অনেক অনেক 😍
রেহানা বীথি
ভালো লিখলেন ভীষণ।
ছবিটা খুব সুন্দর
নাজমুল হুদা
ধন্যবাদ আপু 😍
শবনম মোস্তারী
অনেক ক্ষুরধার লেখনী। 👍
বন্ধু নির্বাচনে সতর্ক হওয়াটা সবারই জরুরী।
দশজন খারাপ বন্ধুর চেয়ে একজন ভালো ভালো বন্ধু থাকা অনেক শ্রেয়। 😊
নাজমুল হুদা
অবশ্যই আপু ।
নিজে নিজের বন্ধু হয়ে উঠা আরো উপকারী।
সবসময় ভালো থাকবেন আপু।
মাছুম হাবিবী
লেখাটা পড়ে মনে হচ্ছিলো কেউ একজন কানের কাছে এসে কবিতা পাঠ করতেছে।
নাজমুল হুদা
আপনার মন্তব্যে আমি সত্যিই অনুপ্রেরণায় প্লাবিত।
ধন্যবাদ ভাইয়া 😍
মোস্তাফিজুর খাঁন
খুব ভালো লেগেছে,,, ভাই ।
স্রোতের ন্যায় ক্ষোভ ফুটে উঠেছে ।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাই😍
মনির হোসেন মমি
শিয়াল, কুকুর, মানুষ আবারও যদি একবার
দাঁড়ায়- বনফুলের নিমগাছের ছায়ায় নিরব নিঃশ্বাসে
মুখ তুলে দেখবে; নিরাপদে বখাটেহীন আমার শুদ্ধ নগরী।
আমরাও আশাবাদী তাই যেন হয়।চমৎকার।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 😍
প্রদীপ চক্রবর্তী
বেশ
ভালো কাব্যকথন দাদা।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 😍
আরজু মুক্তা
মিস্টার জ্যাকেল এন্ড হাইড পড়েছেন?
এই মানুষই আমরা ভালো হই, পশু সমতুল্য হই। কার দোষ দিবেন? নিজ থেকে একটু সচেতন হওয়াই ভালো!!
নাজমুল হুদা
ধন্যবাদ আপু 😍
নাজমুল হুদা
পড়ি নাই। পড়ার চেষ্টা করবো ।
ছাইরাছ হেলাল
বখাটে বিহীন শুদ্ধতা আমাদের একান্ত কাম্য।
যদিও কবে তা পাব তা আমরা জানি-না।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 😍
রেজওয়ান
যে বা যারা স্বার্থের জন্য সম্পর্ক করে তাদের চেনা খুবই কঠিন কারণ তারা কখনোই বন্ধু হতে পারে না। আর দিন শেষে আমরা আসলেই একা কারণ একদিকে আমরা যেমন প্রতারিত হই প্রতিনিয়ত অন্যদিকে আমাদের ভালবাসার গুরুত্বও দেয় না এদের সংখ্যাও নেহাৎ কম নয়😭
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 😍
সুন্দর করে মন্তব্য করেছেন
রেজওয়ান
ভাল থাকুন সব সময় ভাই✌