
বাংলা ব্লগিং জগতে জ্বলজ্বলে একটি নক্ষত্রের নাম সোনেলা। সোনালী রোদের আলোয় উদ্ভাসিত হোক সকলের জীবন- এই বিশ্বাস থেকেই কোনোএক শুভক্ষণে যাত্রা শুরু হয়েছিল সোনেলার। চলমান সে যাত্রা সেই যে চলা শুরু হয়েছে, অদ্যবধি তা চলছে আপন মহিমায়। তীব্র রোদ, ঝড়-বৃষ্টি কোন কিছুই সামান্যতম থামাতে পারেনি সোনেলাকে।
সোনেলার যাত্রাপথে যতবার বন্ধুরতা এসেছে, আবার আমরা সবাই মিলে ততবারই মসৃণতার রুপ দিয়ে সে যাত্রাকে এগিয়ে নিয়ে চলেছি অদ্যবধি। কারণ আমরা বিশ্বাস করেছিলাম সোনেলার সোনালী আভার ছোঁয়া যার লেখাতেই লেগেছে এবং লাগবে- তিনি অদম্য হয়ে পাঠক সমাজে সমাদৃত হয়েছেন, হচ্ছেন স্বনামধন্য।
সোনেলা ব্লগের যখন যাত্রা শুরু হয় তখন সময়টা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আপামর জনসাধারণের অংশগ্রহণে রাজাকার বিরোধী আন্দোলনের প্রথমার্ধের কথা। চারিদিকে গুনগুন, ফিসফিস আওয়াজে সেই আন্দোলন মহীরুহ রুপে শুরু হতে যাচ্ছে যাচ্ছে ভাব। দেশে তখন রাজাকারদের ফাঁসির বিচারের বাণী শোনানোর অপেক্ষায় সবাই। এমন একটি শুভমাসের শুভক্ষণে জন্ম হয়েছিলো সোনেলার। সে কারনেই নিজের মন-প্রাণ দিয়ে বাংলা ভাষাকে, বাংলাদেশকে ভালবাসে এমন প্রতিটি মানুষের শরীরে সোনেলার সোনালী আভা লাগবে এটাই স্বাভাবিক এবং লেগেছিলও কিন্তু তাই।
অন্যান্য বাংলা ব্লগের তুলনায় সোনেলা ব্লগের প্রতিটি লেখায় পাঠক সংখ্যা, মন্তব্য সংখ্যা এবং অনলাইন শেয়ারের অংকটা দেখলে গর্বে বুক ফুলে যায়। আমিও যে এই পরিবারেরই একজন সদস্য। আমাদের নিজেদের সাথে কিংবা অন্যদের সাথে কারও কোনো দ্বন্দ্ব নেই, দম্ভ নেই, ন্যূনতম অহমিকা নেই। সবার শেষ বিন্দুটুকুও সোনালী ভালোবাসা আর মমতার মোড়ানো। সত্যিই অন্যান্য ব্লগের সবার থেকে আমরা সোনেলা পরিবার ভালো আছি, অনেক অনেক ভালো।
সোনেলা ব্লগ এগিয়ে যাক তার আপন গতিতে। সোনেলা ব্লগের জন্মমাসের প্রথম দিনে সোনেলায় বিচরণকারী সকল ব্লগার, পাঠক এবং শুভাকাঙ্ক্ষীদের আমাদের সাথে থেকে পাশে থেকে আমাদের উৎসাহ দেবার জন্য মন থেকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই।
যেদিন দেখবো সোনেলায় আমার লেখার মন্তব্যের ঘর ফাঁকা, সেদিন বুঝে নেবো সাহিত্য জগতে আমার বিচরণের সময় শেষ। সেদিন মৃত্যু হবে নিজের অস্তিত্বের, লেখক সত্ত্বার। সমাধি হবে আমার সোনালী স্বপ্নের।
সোনেলার পাঠকদের জন্য আমার একটি কবিতা-
কৈশোরত্তীর্ণ বাসনা-
তুচ্ছ প্রলাপের পুচ্ছকে শুন্যে মেলে
ক্ষণিকসময় কৌতুকের ছেলে খেলাখেলিতে,
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা কামনারা আজ;
বেলা অবেলার ভাবের মেলায়
লজ্জিত বিহনে হয়েছে নিষ্পেষিত।
অভিসারিকার আগমনে আনন্দরুপে উদ্বেলিত
মুক্ত বিহঙ্গমার সুপ্ত চৈতন্যরা,
ঝড়ের বেগের মৃদুমন্দ দোলনে পর্যবেসিত;
কিশোর অক্ষরলিপিতে আঁঁকা রংতুলিতে
আড়ালে আবডালে এসেছিল যে- সে অবন্তিকা।
গহনে গ্রহণে আলোর সঙ্গমে মিলিত জোনাকীরা
বিশ্বপ্রাণের স্পর্শরসে তন্দ্রাচ্ছন্ন আকাশতলে,
কবিত্বহীন বিধাতার হিসেবের যাতাকলে;
দেহরসের অস্তিত্বরা বিলীনতায় মত্ত ধীরলয়ে-
শরীরতত্ত্বের বক্রতায় জ্যামেতিক ত্রিভূজে।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
৫২টি মন্তব্য
নিতাই বাবু
সোনেলা ব্লগ এবং ব্লগের সবার জন্য শুভেচ্ছা অভিনন্দন সহ শুভকামনা সারাক্ষণ। আর তৌহিদ দাদার জন্য এক্সট্রা এক নদী ভালোবাসা। শুভ ব্লগিং।
তৌহিদ
আপনিও সোনেলা পরিবারের একজন সম্মানীত সদস্য। আপনার গঠনমূলক সমসাময়িক লেখাগুলি মুগ্ধ করে আমাদের। এভাবেই পাশে থাকবেন দাদাভাই।
শুভকামনা জানবেন।🌹
নিতাই বাবু
মনে হয় আছি। তবে আমার হাতে সময় বেশি থাকে বলেই, নিয়মিত হতে পারি না। সমস্যা শুধু এখানেই দাদা।
সাবিনা ইয়াসমিন
সোনেলা ব্লগের জন্মমাসের সূচনা শুভেচ্ছা। ভালোবাসি প্রিয় এই উঠোনকে। শুভ কামনা রাখি উঠোনবাসি সবার জন্যে। 🌹🌹
তৌহিদ
আপনাকেও অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার। আপনার মেধা, শ্রম, সময় দিয়ে সোনেলার উঠোকে এভাবেই আলোকিত করবেন সবসময়।
আপনাকেও সোনেলার জন্মমাসের সূচনা শুভেচ্ছা জানাই 🌹🌹
তৌহিদ
কবিতা কেমন লাগলো সেটা বলেন ☺☺
মাঝেমধ্যে লিখবো নাকি কবিতা লেখা ছেড়ে দেব?
সাবিনা ইয়াসমিন
উহু, ছেড়ে দেয়া যাবে না। আরও বেশি বেশি লিখুন। শক্ত-পোক্ত লেখার ভীরে কবিতার ভেতর নিঃস্বাস নিতে ভালোই লাগে।
আচ্ছা,প্রেয়সীর নাম বুঝি অবন্তীকা 😜
তৌহিদ
তবে দাঁত নড়বড়ে হলে বলবেন কিন্তু!! ☺☺
একজন ভালো কুবিরাজের সন্ধান আছে আমার কাছে।😊😊
অবন্তিকাতো সেই সোনেলার সোনালি আভা যার গায়ে প্রথম লেগেছিলো। ☺☺
সাবিনা ইয়াসমিন
কুবিরাজের সন্ধান আপনার জানা আছে? আমাকে একটু তার ঠিকানা দিন, কবিতা লেখা শিখতে চাই 😊
তৌহিদ
আরে বলেন কি? তার ঠিকানা জানেননা? এই নিন ক্লিক করুন – কুবিরাজ
ছাইরাছ হেলাল
এখানে কেউ কি কাউকে গালমন্দ শেখাচ্ছে!!
সাবিনা ইয়াসমিন
@তৌহিদ প্রকাশ্যে ঠিকানা দিলেতো সেইইই রকম লাভ! ক্লিক করার আগেই গন্তব্য হাজির 😜😜
তৌহিদ
না হেলাল ভাইজান, ডাক্তারের ঠিকানা নিচ্ছে একজন। ☺☺
মোস্তাফিজুর খাঁন
সোনেলা ব্লগ এবং আপনাদের সবাইকে সোনেলা ব্লগের জন্মমাসে পদার্পণের জন্য প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি । 💝 🌷🌹 ।
সোনেলায় যুক্ত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি ।
সবাই দোয়া করবেন, যেন সব সময় সোনেলায় থাকতে পারি ।।
তৌহিদ
আপনিও সোনেলা পরিবারের একজন সদস্য। অভিনন্দন আপনারও প্রাপ্য ভাই।
শুভেচ্ছা জানবেন।☺
মাসুদ চয়ন
শুভেচ্ছা রইলো দাদা।আগামীর পথ চলা আলোক উচ্ছ্বাসে ভরে উঠুক
তৌহিদ
আপনাকেও অভিনন্দন ভাই। লিখুন মনের মতন করে।
ইঞ্জা
সোনেলা ও সোনেলার সোনাদের জন্য রইলো অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা।
অসাধারণ এক পোস্ট দিয়ে সোনেলাকে সুন্দর এক উপহার দিলেন ভাই, ধন্যবাদ অফুরান। ❤💕
তৌহিদ
এসবতো সিনিয়রদের কাছ থেকেই শিখেছি দাদা। ☺☺
শুভেচ্ছা জানবেন।
ইঞ্জা
😊
ভালোবাসা 😍
তৌহিদ
ভালোবাসা ঠু দাদা 😍😍
ইঞ্জা
লাভ ইউ টু ভাই 😍
তৌহিদ
লাভ ইউ ঠু ঠু ঠু ঠু ঠু ঠু দাদা 💜💜
রেহানা বীথি
শুভেচ্ছা অভিনন্দন আর ভালোবাসা সোনেলার জন্য। আজ অনলাইনে এসেই পোস্টটি সামনে এলো। ভালো লাগলো খুব। কবিতাও চমৎকার।
তৌহিদ
আপনি সোনেলার গর্ব। পাশে থাকবেন সবসময় আপু। শুভেচ্ছা রইলো।
ছাইরাছ হেলাল
সোনেলাকে নিয়ে কেউ আবেগ প্রকাশ করলে আবেগের বাঁধ-ভাঙ্গা স্রোত আমাকে-ও,
হ্যা আমাকে-ও বহুগুণ আপ্লুত করে। সবার একান্ত ঐকান্তিক ভালোবাসাই আমাদের যাত্রা-পথের মসৃন প্রশস্ততার-ই প্রমাণ।
আপনারাই সোনেলাকে এগিয়ে নিয়ে যাবেন দূর-বহুদূর, এ বিশ্বাস সতত-ই রাখি।
অনেক ধন্যবাদ।
তৌহিদ
ভালোবাসি সোনেলা। শুভেচ্ছা জানবেন ভাই।
প্রদীপ চক্রবর্তী
অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা প্রিয় সোনেলা।
অজস্র ধন্যবাদ প্রিয় সোনেলাকে চমৎকার একটি কবিতা উপহার দেওয়ার জন্য।
তৌহিদ
আপনি সোনেলা পরিবারের অন্যতম প্রিয় সদস্য। এভাবেই পাশে থাকবেন দাদা।
মনির হোসেন মমি
সোনেলার সূচণালগ্নের শুভ কামনা ও শুভেচ্ছা সকল ব্লগার শুভাকাঙ্খিদের।
খুব ভাল একটি পোষ্ট। আমরা আপনাকে ভুলবো না হে সোনেলার সোনালী কলম সৈনিক।
তৌহিদ
সোনেলার সিনিয়র ব্লগারদের মধ্যে আপনি অন্যতম ভাই। সুখে দুঃখে আপনাকে পেয়েছে সোনেলা। এভাবেই পাশে থাকবেন ভাইটি।
শুভেচ্ছা জানবেন।
আরজু মুক্তা
যারা সোনেলার প্রথম থেকে আজ পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য দারুণ এক প্ল্যাটফরম দিয়েছেন, তাদের সকলকেই এবং নতুন ও পুরাতন ব্লগারকে জানাই অভিনন্দন।
শুভ ব্লগিং!
শুভকামনা তৌহিদ ভাইয়ের জন্য!
তৌহিদ
আপনারা সোনেলার প্রাণ। হাসি খুশি দেখতে চাই আমাদের সোনেলাকে আপু।
শুভেচ্ছা রইলো।
রুদ্র আমিন
সোনেলা ব্লগ এগিয়ে যাক তার আপন গতিতে এমনটাই প্রত্যাশা। খুব সুন্দর করে বর্ণনা করেছেন। কবিতাটিও ভালো হয়েছে।
তৌহিদ
ধন্যবাদ ভাই। সোনেলায় আবার লিখছেন দেখে সত্যিই ভালো লাগছে।
শুভেচ্ছা জানবেন।
মনির হোসেন মমি
পোষ্টটি স্টিকি করায় ব্লগ কর্তৃপক্ষকে ধন্যবাদ।
তৌহিদ
আমার পক্ষ থেকেও ধন্যবাদ।
নাজমুল হুদা
সোনেলার মঞ্চে গুণীদের কাতারে আমাকে স্নেহের সহিত আপন করে নেওয়ায় আমি নিজকে গর্বিত মনে করি।
সোনেলা ও সোনেলার সকল লেখককে অবিরাম ভালোবাসা জানাচ্ছি 😍
তৌহিদ
নাজমুল আপনি হচ্ছেন সোনেলার কিউটি বয়। এভাবেই পাশে থাকবেন সবসময়।
শুভেচ্ছা রইলো।
মাছুম হাবিবী
প্রিয় ভাই আপনার হাত ধরেই ‘সোনেলায় এসেছিলাম। ঠিক আপনার মত ভালো একজন লেখক হয়ে সোনেলা থেকে ফিরতে চাই।
কবিতাটা সুন্দর হইছে
তৌহিদ
আপনাকে সোনেলায় সবার উপরে দেখতে চাই। লেখালিখি চালু রাখুন। সত্যি বলছি আপনার লেখার হাত ভালো।
শুভেচ্ছা রইলো ভাই।
শাফিন আহমেদ
সোনেলা ব্লগের একজন হয়ে আমি গর্বিত খুব। সোনেলা ব্লগ সবার ভালোবাসায় আরো সমৃদ্ধ হোক এই কামনা করি।
সোনেলার সোনালী মানুষদের অনেক অনেক শুভেচ্ছা।
তৌহিদ
দেশে বিদেশে যেখানেই থাকুন, সোনেলা পরিবারের পাশেই থাকবেন কিন্তু। আপনার লেখার অপেক্ষায় থাকলাম।
শুভেচ্ছা রইলো ☺☺
নাজমুল আহসান
সুন্দর সোনেলা।
তৌহিদ
ভালোবাসি সোনেলা।
তৌহিদ
স্টিকি থেকে লেখাটি পালিয়ে এলো!! মডারেটর সাহেব ঘটনা কি!! 😞😞
জিসান শা ইকরাম
এই ব্লগের মডারেটর কে? যেই হোক তারা খুবই খ্রাফ 🙂
তৌহিদ
মডারেটরের নাম তিনি কোনদিনও আমাদের জানাননি। ০০৭ নাকি?? ☺☺
জিসান শা ইকরাম
সোনেলাকে নিয়ে আপনার কবিতা ভালো হয়েছে খুবই ভাই।
সোনেলার জন্মমাসের প্রথম পোষ্ট দিয়ে সোনেলাকে নিয়ে নিজের অনুভুতি প্রকাশের পোষ্ট এর একটি ধারা সৃষ্টি করেছেন আপনি। ব্লগারদের সোনেলা সম্পর্কে ধারনা আবেগ সম্পর্কে আমরা জানতে পারছি।
এর কৃতিত্ব সম্পুর্নটাই আপনার।
সোনেলাকে নিয়ে আপনার আবেগ, ভালোবাসায় সোনেলা টিম মুগ্ধ এবং কৃতজ্ঞ।
আপনার সাহসী পদক্ষেপ সোনেলাকে আরো বেগবান করেছে।
আপনাকে অনেক অনেক শুভেচ্ছা তৌহিদ ভাই।
সোনেলার গর্ব আপনি।
তৌহিদ
আমরা সোনেলার সবাই একএকটি রত্ন। আপনিও এর বাইরে নন ভাইজান। ☺☺
রোকসানা খন্দকার রুকু
শুভ কামনা সোনেলা।
শুভ কামনা ভাই।।।
তৌহিদ
আপনাকেও শুভেচ্ছা আপু। পুরাতন লেখা পড়লেন দেখে আপ্লুত হলাম।