রোহিঙ্গা সমস্যা নিয়ে আমাদের ইসলামিক বক্তাগনের বক্তব্য কেউ ইউটিউবে দেখেছেন? আমিতো দেখিনি। সে কারনেই আমার এলাকায় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দু’জন বিখ্যাত ইসলামিক বক্তাদের সাথে মোশা ভাইকেও আমন্ত্রণ জানিয়েছিলাম সমাবেশের মূল বক্তা হিসেবে রোহিঙ্গা সমস্যা নিয়ে কিছু বলার জন্য। কারন তিনি রোহিঙ্গা ইস্যু নিয়ে অনেক তৎপর। কিন্তু ইদানিং কালে রোহিঙ্গাদের আচার আচরণে ত্যক্ত বিরক্ত রাগান্বিত হয়ে মোশা ভাই আজ সাথে করে রোহিঙ্গা খেদাও আন্দোলনের প্রতীক স্বরুপ একটি বিশাল রাম দা নিয়ে এসেছিলেন।

আমরা ধর্মপ্রাণ আবেগী জাতি। যেকোনো কিছুতেই ধর্মকে যুক্ত করলেই জনগণ এক হয়ে যায়। সেই মোশা ভাই রোহিঙ্গা সমস্যা নিয়ে অনেক জ্ঞানগর্ভ বক্তৃতা দেবার মাঝখানে তার কথায় আর কি কি বলেছিলো তারই সারসংক্ষেপ শুনুন-

কি? তৌহিদ ভাই মানুষটা ভালা আছে না?
— হ্যা আ আ আ আ (সমন্বিত স্বরে)

আমি কি তারে কিছু বলেছি?
— না আ আ আ আ (সমন্বিত স্বরে)

তারে হুমকী দিয়েছি?
— না আ আ আ আ (সমন্বিত স্বরে)

সে কি আমারে দেইখ্যা ডরাইসে?
— না আ আ আ আ (সমন্বিত স্বরে)

আমি কি তারে কোপ দিবাম?
— না আ আ আ আ (সমন্বিত স্বরে)

আপনারা কোপ খাবেন? একটা কোপ দেই? একটু খান? সাইড দিয়া হালকা কইরা দিয়া দেই কোপটা?

— না আ আ আ আ (সমন্বিত স্বরে)

রাম দা হাতে নিয়া চোখ বড় কইরা পাকাইয়া মোশা যাই বলে সেটাই ভাইরাল হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা?(উচ্চস্বরে)

— ঠিই ই ই ই ইক(সমন্বিত স্বরে)

এরপরেও কিছু লোক এসে বলবে তৌহিদ ভাই আমারে দেইখ্যা ডরাইসে, আসলেতো সে ডড়ায়নাই। তিনি সাহসী মানুষ- কি ঠিক কিনা?

— ঠিই ই ইই ইক , ঠিই ই ই ই ইক(সমন্বিত স্বরে)

মাশা আল্লাহ! তৌহিদ ভাই ভালো মানুষ, আজকের এই আলোচনা অনুষ্ঠানের সভাপতি। আমরা সবাই তার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ।

–ইনশাআল্লাহ (সমন্বিত স্বরে)

সবাই বলেন- আমীন।
— আমীইইইন(সমন্বিত স্বরে)

আমিতো ডর দেহাইনা,
ছুড়ি দেইখ্যা ডরাইওনা…..
আমিতো ডর দেহাইনা,
মিছা তুমি ডরাইওনা (গুনগুন সুরে)….

মারহাবা বলেবেন না?
–মারহাবা আ আ আ, মারহাবাবা(সমন্বিত স্বরে)

ওওঅঅঅঅ পর্দার আড়ালের মা বোনেরাআ আ, এই লেখা পড়নেওয়ালা আমার বাবারা ভায়েরা- এতক্ষণ যা কইসি ঠিক কইসি কিনা ?

–ঠিইইইক্ক(সমন্বিত স্বরে)

আরও জোরে বলেন ঠিক না বেঠিক?
–ঠিইইইক্ক(সমন্বিত স্বরে)

এবার সুরেলা কন্ঠে মোশা ভাই বলতে লাগলো-

ও মিয়ানমারের দাঙ্গাবাজ দল শোন শোন, তোমাদের বিপদে আশ্রয় দিয়েছি, নিজেদের জমিনে থাকতে দিয়েছি। আল্লাহ্ রিজিক দিয়েছেন তোমাদের খাওয়াচ্ছি। আর তোমরা এখন পল্টি দিয়েছো। চলে যাও ফিরে যাও। আমাদের শান্তিতে থাকতে দাও। নিজেদের দেশে গিয়ে আন্দোলন করো। আমরা তোমাদের পাশে আছি, পাশেই থাকবো। ( টিস্যু দিয়ে মুখ মুছলো মোশা)

— আহ্ হা (কিছু মানুষ সমন্বিত মোলায়েম স্বরে)

এবার বুক টান করে জোর আওয়াজে –

কিন্তু তোমরা যদি চলে না যাও মনে রেখো- এই বাংলার জমিনে রাম দা হাতে নিয়া মোশা ভাই একাই রোহিঙ্গাদের নেংটি খিইচ্যা ধাওয়া শুরু করবে। যতক্ষণ আমরা তোমাগো কোপা শুরু করি নাই ততক্ষণ তোমরা রোহিঙ্গারা এই দেশ ছাইড়া যাইতন ন। তোমরা নিমকহারাম, বেঈমান,খুনীই থেকে গিয়েছো। রোহিঙ্গারা তোগো যাইতে হপে, যাইতে হপে, যাইতে হপে। আমরা থাকতে এই স্বাধীন বাংলায় তোদের জায়গা হবে এ এ?(চিৎকারিত স্বরে)

–না আ আ (সমন্বিত স্বরে)

হবে এ এ?
–না আ আ আ আ আ (সমন্বিত স্বরে)

আরও জোরে চিৎকার দিয়ে বলেন- ঠিইইইইক কিনা?
– ঠিই ই ই ই ই ই ই ই ই ই ই ইক্ক (সমন্বিত স্বরে)

আল্লাহ্‌ তুমি সাক্ষী- অন্যায়ের বিরুদ্ধে আমরা সবাই এক হয়েছি। তুমি আমাদের কবুল করে নিও। আমীন।

আল্লাহ আমাদের সে তৌফিক দান করুণ। সবাই বলেন আমীন।
-আমীই ই ই ইই ইন(সমন্বিত স্বরে)

আরও আস্তে বলেন মিয়ারা!!
— আ আ আ আ মী ই ই ইন(চিৎকার করে সমন্বিত স্বরে)

আশা করি দেশের যত ইসলামিক বক্তা আছেন সবারই এরকম জোর আওয়াজ ইউটিউবে দেখতে পাবো আমরা।

(ছবিটি প্রতীকী, অভিনেতা মোশারফ ভাইয়ের সাথে আমাদের বক্তা মোশা ভাইয়ের কোন সংযোগ নেই। বুঝলে বুঝপাতা, না বুঝলে… তেজপাতা)

১৪৩৪জন ১৪৩১জন
0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ