নবীন বরণ সোনার ছেলে

সঞ্জয় মালাকার ১৮ জুন ২০১৯, মঙ্গলবার, ০৪:২০:৫২অপরাহ্ন কবিতা ১৯ মন্তব্য

সোনার ছেলে ।
নবীন বরণ সোনার ছেলে
স্বপ্ন কুড়াও পথে,
পথকে তুমি সঙ্গী করে
থাকো আউলা বেশে!

বেশ পোষাকে রাজার ছেলে
রাখাল সেজে আছে,
নবীন বরণ সোনার ছেলে
কি খোঁঁজে আজ কাঁদো!

ওরে হও নি তুমি বইয়ের পোকা
নেশায় থাকো মাতাল ,
ওটাই তোমার স্বভাব হলো
তুমি হলে রাখাল!

৭৭৮জন ৬৩৮জন
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ