সোনার ছেলে ।
নবীন বরণ সোনার ছেলে
স্বপ্ন কুড়াও পথে,
পথকে তুমি সঙ্গী করে
থাকো আউলা বেশে!
বেশ পোষাকে রাজার ছেলে
রাখাল সেজে আছে,
নবীন বরণ সোনার ছেলে
কি খোঁঁজে আজ কাঁদো!
ওরে হও নি তুমি বইয়ের পোকা
নেশায় থাকো মাতাল ,
ওটাই তোমার স্বভাব হলো
তুমি হলে রাখাল!
১৯টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
পড়াশোনা শিক্ষা-দীক্ষা না থাকলে রাজার ছেলে আর রাখাল ছেলের মধ্যে কোনো পার্থক্য থাকেনা। ভালো লেখা।
শুভ কামনা 🌹🌹
সঞ্জয় মালাকার
ধন্যবাদ আপু ধন্যযোগ্য হলাম,
সত্যি বলছেন শিক্ষা ছাড়া কোন সম্মান নেই।
রেহানা বীথি
ভালো লাগলো
সঞ্জয় মালাকার
ধন্যবাদ আপু অনেক অনেক ভালো লাগা রইলো।
প্রদীপ চক্রবর্তী
বেশ ভালো লাগলো দাদা।
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ দাদা
অনেক অনেক ভালো লাগা রইলো।
শুভ কামনা।
মনির হোসেন মমি
পথকে তুমি সঙ্গী করে থাকো আউলাবেশে
চমৎকার বাক্য।খুব ভাল লাগে।
সঞ্জয় মালাকার
ভাইয়া কোটি কেটে ধন্যবাদ আপনাকে৷
অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোলাগা রই।
শুভ কামনা🌹🌹
তৌহিদ
লেখাপড়া করে যে, গাড়িঘোড়া চড়ে সে!!
ভালো লিখেছেন দাদা।
সঞ্জয় মালাকার
হুম ঠিকই বলেছেন ভাইয়া,
ধন্যবাদ আপনাকে অনেক অনেক শুভেচ্ছা শুভেচ্ছা রইলো।
শাহরিন
সঠিক বলেছেন দাদা, শিক্ষাকে কাজে লাগাতে হবে। শিক্ষিত হয়ে কি লাভ যদি মনে অশিক্ষার অন্ধকার থাকে। ধন্যবাদ।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি, অশিক্ষার অন্ধকার থেকে সবাইকেই বেরিয়ে আসতে হবে।
অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালো লাগলো রইলো দিদি।
শাহরিন
আপনাকেও ধন্যবাদ।
সঞ্জয় মালাকার
শুভ কামনা দিদি, অনেক অনেক শুভেচ্ছা রইলো।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি
আপনি ঠিকই বলেছেন, শিক্ষা থাকলেই বিবেক বান শিক্ষিত হওয়া যায় না
যদি কাজে না লাগাতে পারি।
ধন্যবাদ দিদি ভালো থাকুন।
আরজু মুক্তা
পড়াশোনা শুধু চাকরীর জন্য দরকার,তা নয়।প্রতিটি পদক্ষেপে এর পদচারণা বোঝা যায়!!
সঞ্জয় মালাকার
হুম, ঠিকই বলেছেন আপু আমাদের প্রতিটি পদক্ষেপে বোঝা যায় আমারাা কতটা শিক্ষিত।
অনেক অনেক শুভেচ্ছা রইলো আপু।
জিসান শা ইকরাম
শিক্ষাকে ধারন করতে হবে,
সনদ তো মুখস্থ করলেই পাওয়া যায়, শিক্ষিত কজন হতে পারে?
ভাল লিখেছেন।
সঞ্জয় মালাকার
হু ঠিকই বলেছেন ভাই,
সনদ মুখস্থ কের শিক্ষিত হওয়া যায় না।
ধন্যবাদ ভাইয়া অনেক অনেক শুভেচ্ছা রইলো।