
উপলব্ধি
দালান জাহান
কেমন করে ডাকব তারে প্রাণ গিয়েছে চলে
দুঃখ সুখের হাজার কথা কাঁদে হৃদয় তলে
ভালোবাসার সবুজ বাতি ভাসে নয়ন জলে
হাতের আমে হাত ভরে যা কি নিদারুণ ছলে।
বুক কাঁপানো বুকের ব্যথা বুকেই গেল রয়ে
জনম ভরে কেঁদে গেলাম বলির পাঠা হয়ে।
বলব কারে আপন ক্ষত তেমন কেহ আছে
এখন শুধু নিজের কথা বলি নিজের কাছে
তবুও বলি সোনার মেয়ে একটি কথা শোন
আমায় ভুলে ভুল করেছ পাপ করনি কোন।
দালান জাহান
25/5/19
সখিপুর।
১৫টি মন্তব্য
শাহরিন
কবিতা তেমন বুঝিনা, তবে শব্দ গুলো ভালো লেগেছে খুব। শুভ কামনা আপনার জন্য ।
দালান জাহান
ধন্যবাদ ও কৃতজ্ঞতা
নাজমুল হুদা
এ যেন প্রেমিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ !!
দালান জাহান
ধন্যবাদ ভাই
মাছুম হাবিবী
অনেক সুন্দর লিখেছেন
দালান জাহান
কৃতজ্ঞতা দাদা
মোঃ মজিবর রহমান
আমায় ভুলে ভুল করেছ পাপ করনি কোন।
যাক অভিশাপ নই আশিরবাদ থাকুক।
দালান জাহান
তাই দাদা অভিশাপ আশীর্বাদ
দালান জাহান
তাই দাদা অভিশাপ নয় আশীর্বাদ
জিসান শা ইকরাম
ছন্দে মেলান কবিতা ভাল লেগেছে খুব।
দালান জাহান
ভালোবাসা ভাই
তৌহিদ
৭ টি করে শব্দ প্রায় সব লাইনেই। এমন করে ছন্দ মেলানো কঠিন কাজ। ভালো লিখেছেন ভাই।
দালান জাহান
মাত্রাবৃত্ত
তৌহিদ
জানলাম।
আরজু মুক্তা
যে যাবার সে যাবে।।