হা হা হা
এখনকার যুগের মায়েরা অনেকটা আলসে ও মহা ব্যাস্ত হয় আগের মা চাচীদের মতন বাচ্চাদের ঘুম পাড়ানীর গান আর শুনাতে চান না।তাই হয়তো ওরাাও বুঝে গেছে মাদের কাছ হতে গল্প শুনা কি ভাবে আদায় করতে হয়।খুব ভাল লাগল।লিখুন যা ঘটছে আপনার চারপাশ।।
দারুন! বাচ্চাদের সাথে খেলতে, চলতে, ধৌরজ্য খুবই দরকার। আমি মাঝে মাঝে খেই হারিয়ে বকা দিই কিন্তু পরক্ষনেই নিজেকে সাম্লে অদের সাথে খেলি।
এই আমি মানিব্যাগ থেকে টাকা বাহির করছি ছেলে বলে মানিব্যাগ! আমি বললাম তোমার মানিব্যাগ কই। ছেলে বলে তুমি! এবার বোঝেন ঠেলা।
বকা দেওয়ার যুক্তিই নাই। তাঁদের আমি প্রয়োজনে কৌশলে তাদ্র যুক্তি দিয়ে বুঝায় তাতে অনেক সময় কঠিন হই তবে মাঝে মাঝে খব বিরক্ত হই কিন্তু বকাও বাহির হই পরে কষ্টও পাই।
১৯টি মন্তব্য
মনির হোসেন মমি
হা হা হা
এখনকার যুগের মায়েরা অনেকটা আলসে ও মহা ব্যাস্ত হয় আগের মা চাচীদের মতন বাচ্চাদের ঘুম পাড়ানীর গান আর শুনাতে চান না।তাই হয়তো ওরাাও বুঝে গেছে মাদের কাছ হতে গল্প শুনা কি ভাবে আদায় করতে হয়।খুব ভাল লাগল।লিখুন যা ঘটছে আপনার চারপাশ।।
শাহরিন
আমি তো লেখক না কিন্তু ভালো লাগার কথা গুলো আপনাদের সাথে শেয়ার করি। ধধন্যবাদ ভাইয়া।
জিসান শা ইকরাম
কত গুলো গল্প বলে ফেললো অল্প সময়ের মধ্যে,
গল্প বলা শেখা লাগবে আমারো তোমার মেয়ের কাছ থেকে।
শুভ কামনা তোমার মেয়ের জন্য।
শাহরিন
ঠিকই বলেছো চলে এসো। ম্যাডাম বেশী কড়া। একা ছাত্রী পেয়ে বেশি বকা দেয় দুজন হলে বকা ভাগাভাগি করে নিব।
জিসান শা ইকরাম
সময় নিয়ে আসবো একদিন,
তোমার মেয়ের জন্মদিনের গিফট পাওনা আছে আমার কাছে।
শাহরিন
দাদা তুমি আসলেই আমি অনেক খুশী হব।
নাজমুল হুদা
খুব চালাক , মায়ের কাছ থেকে গল্প শুনার অভিনব কৌশল।
আমার বাবা- আমাকে অনেক গল্প শুনাতো , এখন বড় হয়ে যাওয়াতে গল্প শুনা হয় না ।
শাহরিন
জ্বি ভাইয়া, দোয়া করবেন। আমরা আমাদের মায়েদের মত হতে পারি না। তাদের অনেক ধৈর্য ছিল।
তৌহিদ
আমিও আব্বুর কাছে গল্প শুনতে চাইতাম ছোটবেলায়। এরপর নানার কাছে। মিস করি সেসব দিন।
শাহরিন
আমার মা একটু কম শুনিয়েছে 😉 আমরা চাচা আর খালার কাছ থেকে শুনেছি ☺
মোঃ মজিবর রহমান
দারুন! বাচ্চাদের সাথে খেলতে, চলতে, ধৌরজ্য খুবই দরকার। আমি মাঝে মাঝে খেই হারিয়ে বকা দিই কিন্তু পরক্ষনেই নিজেকে সাম্লে অদের সাথে খেলি।
এই আমি মানিব্যাগ থেকে টাকা বাহির করছি ছেলে বলে মানিব্যাগ! আমি বললাম তোমার মানিব্যাগ কই। ছেলে বলে তুমি! এবার বোঝেন ঠেলা।
শাহরিন
হা হা হা। ওর আম্মু নিশ্চই অনেক অনেক খুশী হয়েছে।
আমি ওকে বকা দেই না ও মাশাআল্লাহ বকা খাওয়ার মতো কিছুই করে না।
মোঃ মজিবর রহমান
বকা দেওয়ার যুক্তিই নাই। তাঁদের আমি প্রয়োজনে কৌশলে তাদ্র যুক্তি দিয়ে বুঝায় তাতে অনেক সময় কঠিন হই তবে মাঝে মাঝে খব বিরক্ত হই কিন্তু বকাও বাহির হই পরে কষ্টও পাই।
সাবিনা ইয়াসমিন
যেবার গল্প শুনে আমার গল্প লেখা বন্ধ হয়ে গেছে। ভাবছি ওর মতো পুরো গল্প না লিখে সংক্ষেপে লিখবো গল্প, গল্প,গল্প, গল্প, গল্প… হাহাহাহা
শাহরিন
ফাকিবাজ করা যাবে না। আর কেউ যেবাকে কপি করলে ও কিন্তু ভিষণ ক্ষেপে যায় 😉
রেহানা বীথি
দারুণ তো!
শাহরিন
ধন্যবাদ আপু। দোয়া করবেন ।
আরজু মুক্তা
আমার মেয়ে বলতো””এপপর কী বববো!””
ভালো লাগলো
শাহরিন
অনেক ধন্যবাদ আপু।