ঈদের কবিতা

অরুণিমা মন্ডল দাস ৫ জুন ২০১৯, বুধবার, ০৯:৫৩:০১পূর্বাহ্ন কবিতা ১৩ মন্তব্য

ঈদের কবিতা

না হয় ঈদ টা দূর্গাপূজা ভাবি
রাস্তাঘাটে সাদা টুপি সাদা পাঞ্জাবি কে ধুতি আর শাড়ি
সাচ্চা মুশলমান র সেই গম্ভীর চোখ মুখ চাপদাড়িখানি—
ঢাকার উপর দিয়ে ঈদ সাদা আর হলুদে বয়ে যাক—
বোরখার ভিতরে ধিকিধিকি রোমান্স
ঈদের চাঁদখানি ও আজ ঘরে বসে আছে
বিবি র হাতের রান্না আদর খাচ্ছে
ঠিক সময় বেরোবে কিনা তাঁর কোন ঠিক নেই—

হাতে মোবাইল ফোন —
বেকারদের পাড়ায় পাড়ায় আড্ডা–
রূপসীদের একগাল মুচকি হাসি
ঈদের দাওয়াতে রোমান্টিক সিনেমার হেলেদুলে চলাফেরা–
প্রেমটা শুধু ঈদের দিন আজান এর ঝঙ্কারে ভয় পাক
অষ্টমী র হাতগুলি আবার একত্রে গোপনে কোন পার্কে রেস্তোরায় কথা বলুক
থাক
ঈদ না হয় ঈদেই থাক
আমার দশমীতে না যাওয়াই ভালো
আমি বরং ভিজে কাকের পাশের ডালটিতে সারাদিন বসে থাকি
চাঁদ দেখব ডেকে দেখাবো সবাইকে
হইহুল্লোড় করব
যদি আবার লুকিয়ে পড়ে চাঁদখানা
দড়ি দিয়ে বেঁধে রেখে আগে
তোমায় দেখাবো—-
আর হিন্দু মুসলিম সবাই কে বলব—-দেখোতো চাঁদের গায়ে কিছু লেখা আছে কি?
দূর্গা মায়ের কোন বাণী!

না
ঈদের বৃষ্টিতে আমি ভিজব না
শুধু আড়াল থেকে ঝড়গুলো গিলে
নিজের মধ্যে রেখে দেব!
সবুজে ভরা প্রকৃতি কে গাড়ির ধোঁয়া থেকে বাঁচিয়ে চাঁদের শান্ত কোলে নিয়ে যাব!

কত শান্তি ওখানে
ওখানে সবসময় আনন্দ
বাচ্চাদের হাসি
ছেলে মেয়েদের খুনসুটি
কলেজের হাতাহাতি
বিধানসভার তর্কাতর্কি
বারমুন্ডা ট্রাইঙ্গেলের যাবতীয় রহস্য

এক বছর ধরে তাকিয়ে থাকব
একবছর আমার ইদ উৎসব আমাতেই বোধন করবে সারাক্ষন–

পূজোর কটা দিন বাড়িয়ে দেব না হয়
মা” কে সাজিয়ে সারা বছর দাঁড় করিয়ে রাখব

প্রত্যেকদিন ঠাকুর দেখতে বেরোবো
প্রত্যেকদিন ইদের সিমাই
দশমী র লেজ পেট কেটে নেব
আমাদের ওই চাঁদে যেন না আসতে পারে—

ঈদ কে না হয় পূজো ই ভাবতে থাকি
দূরে সরে থাকা আনন্দগুলো কেও
আমের সংগে চিনি মিশিয়ে
খাই—-
না হয়
—–

অরুণিমা মন্ডল দাস
কাকদ্বীপ

১৬১৪জন ১৫০২জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ