
ঈদের কবিতা
না হয় ঈদ টা দূর্গাপূজা ভাবি
রাস্তাঘাটে সাদা টুপি সাদা পাঞ্জাবি কে ধুতি আর শাড়ি
সাচ্চা মুশলমান র সেই গম্ভীর চোখ মুখ চাপদাড়িখানি—
ঢাকার উপর দিয়ে ঈদ সাদা আর হলুদে বয়ে যাক—
বোরখার ভিতরে ধিকিধিকি রোমান্স
ঈদের চাঁদখানি ও আজ ঘরে বসে আছে
বিবি র হাতের রান্না আদর খাচ্ছে
ঠিক সময় বেরোবে কিনা তাঁর কোন ঠিক নেই—
হাতে মোবাইল ফোন —
বেকারদের পাড়ায় পাড়ায় আড্ডা–
রূপসীদের একগাল মুচকি হাসি
ঈদের দাওয়াতে রোমান্টিক সিনেমার হেলেদুলে চলাফেরা–
প্রেমটা শুধু ঈদের দিন আজান এর ঝঙ্কারে ভয় পাক
অষ্টমী র হাতগুলি আবার একত্রে গোপনে কোন পার্কে রেস্তোরায় কথা বলুক
থাক
ঈদ না হয় ঈদেই থাক
আমার দশমীতে না যাওয়াই ভালো
আমি বরং ভিজে কাকের পাশের ডালটিতে সারাদিন বসে থাকি
চাঁদ দেখব ডেকে দেখাবো সবাইকে
হইহুল্লোড় করব
যদি আবার লুকিয়ে পড়ে চাঁদখানা
দড়ি দিয়ে বেঁধে রেখে আগে
তোমায় দেখাবো—-
আর হিন্দু মুসলিম সবাই কে বলব—-দেখোতো চাঁদের গায়ে কিছু লেখা আছে কি?
দূর্গা মায়ের কোন বাণী!
না
ঈদের বৃষ্টিতে আমি ভিজব না
শুধু আড়াল থেকে ঝড়গুলো গিলে
নিজের মধ্যে রেখে দেব!
সবুজে ভরা প্রকৃতি কে গাড়ির ধোঁয়া থেকে বাঁচিয়ে চাঁদের শান্ত কোলে নিয়ে যাব!
কত শান্তি ওখানে
ওখানে সবসময় আনন্দ
বাচ্চাদের হাসি
ছেলে মেয়েদের খুনসুটি
কলেজের হাতাহাতি
বিধানসভার তর্কাতর্কি
বারমুন্ডা ট্রাইঙ্গেলের যাবতীয় রহস্য
এক বছর ধরে তাকিয়ে থাকব
একবছর আমার ইদ উৎসব আমাতেই বোধন করবে সারাক্ষন–
পূজোর কটা দিন বাড়িয়ে দেব না হয়
মা” কে সাজিয়ে সারা বছর দাঁড় করিয়ে রাখব
প্রত্যেকদিন ঠাকুর দেখতে বেরোবো
প্রত্যেকদিন ইদের সিমাই
দশমী র লেজ পেট কেটে নেব
আমাদের ওই চাঁদে যেন না আসতে পারে—
ঈদ কে না হয় পূজো ই ভাবতে থাকি
দূরে সরে থাকা আনন্দগুলো কেও
আমের সংগে চিনি মিশিয়ে
খাই—-
না হয়
—–
অরুণিমা মন্ডল দাস
কাকদ্বীপ
১৩টি মন্তব্য
তৌহিদ
চমৎকার অনুভূতির প্রকাশ। উৎসব আসলে সার্বজনীন হওয়া উচিত। কিন্তু সামাজিক বিধিনিষেধের বেড়াজালে আবদ্ধ করেছি নিজেরা নিজেদের।
ঈদ মোবারক দিদিভাই।
অরুণিমা মন্ডল দাস
ইদ
ভেজা রাস্তার চারিদিকে রোদ ডাক দিল
ইদ এসেছে
বাস লরি প্রাইভেট কার রিক্সা দশতলা
বিমানবন্দর জিন্স টপ সাদা টুপি বোরখা
লম্বা রেশমী চুল
ফুটন্ত ভার্জিন যৌবন
বিবাহিত হতাশা
বিবি মিঞার দাওয়াত
সন্ধ্যের চাঁদ
চিৎকার করে উঠল—–“ইদের শুভেচ্ছা”–
অরুণিমা মন্ডল
ছাইরাছ হেলাল
দারুন অনুভূতি ঈদকে নিয়ে।
চাঁদের অক্ষর না পড়তে পারি, হৃদয়ের ঈদ জারি থাকুক বছর জুড়ে।
শুভেচ্ছা এমন দিনে।
অরুণিমা মন্ডল দাস
আসলে নিয়মে আঁকড়ে বেড়াজালে ধর্ম হয় না পাপ পুণ্য সব নিজের ভিতর ? ইদের শুভেচ্ছা সবাইকে।
প্রদীপ চক্রবর্তী
চমৎকার প্রকাশ দিদি।
অরুণিমা মন্ডল দাস
আসলে নিয়মে আঁকড়ে বেড়াজালে ধর্ম হয় না পাপ পুণ্য সব নিজের ভিতর ? ইদের শুভেচ্ছা সবাইকে।
মোঃ মজিবর রহমান
ঈদ কে না হয় পূজো ই ভাবতে থাকি
দূরে সরে থাকা আনন্দগুলো কেও
আমের সংগে চিনি মিশিয়ে
খাই—-
না হয়৷ দারুন প্রকাশ দিদি।
—–
সঞ্জয় মালাকার
ঈদ কে না হয় পূজো ই ভাবতে থাকি আমরা
দূরে সরে থাকার আনন্দগুলো কেও
আমের সংগে চিনি মিশিয়ে খাই।
দারুণ প্রকাশ দিদি ভাই শুভেচ্ছারইল।
আরজু মুক্তা
ধর্ম যার যার উৎসব সবার।
জিসান শা ইকরাম
ঈদ আর পুজোকে একসাথে এনেছ কবিতায়,
ভাল লাগলো এই বিষয়টি।
চাঁদের কি কোন ধর্ম আছে?
নিয়মিত লিখছো দেখে ভাল লাগছে।
শামীম চৌধুরী
দারুন লিখেছেন দিদি ভাই।
অরুণিমা মন্ডল দাস
আসলে নিয়মে আঁকড়ে বেড়াজালে ধর্ম হয় না পাপ পুণ্য সব নিজের ভিতর ? ইদের শুভেচ্ছা সবাইকে।
রেহানা বীথি
উৎসব হোক সবার, আনন্দই হোক মুখ্য।
চমৎকার লিখলেন