
প্রিয় কবিতা৷
জাগবে আবার নতুন আলো,
ভাংবে আকাল ঘুম,
ঘুম পুড়ালেই হবে সকাল
সত্য মিথ্যের মূল!
পাঠশালাতে চলবে খোকা
খোকন সোনার হাসি,
খুলতে বাঁজে উড়বে যখন
সদেশ কবির বুলি!
জাগবে আবার নতুন আলোয়
প্রিয় পাঠকের মন,
সত্য মিথ্যে দিয়েই হবে কবির আয়োজন?
সাজবে যখন সাদা কাগজ
নতুন বইয়ের পাতা,
সব মানুষের মন জুড়াবে প্রিয় কবিতা!
তুমি আমি সত্য সদাই…
এমন ছেলে বেলা,
মা বললেই রাগ হবে খেলছো সারা বেলা!
যাওনি তুমি পাঠশালাতে.
নাও নি হাতে বই….
কেমন করে সাজবে জীবন
বলতো দেখি সই?
সত্য মিথ্যে আলোর ধারে
কবির কথাই কই।
নতুন আলো জাগবে যখন
সত্য কথাই বলবো,
শিক্ষা গুরু কবির মতো
আদেশ গুলো মানবো?
মা বললে রাগ হবনা…মায়ের কথাই মানবো।
শিক্ষা তোমার, শিক্ষা আমার
শিক্ষা আমরা বাই,
বইয়ের বাজে রত্ন উড়ে
পড়লে পাবে সই”
সই গো জ্ঞানী গুণী যত ধনী
যতো বড়বাবু…
সবাই কিন্তু পাঠশালাতেই সেজেছিল সাধু,
সই গো তুমিও চলও আমিও চলি
জীবন হবে মধু!
সত্য মিথ্যে নিয়ে হবে নতুন আলোর খেলা
বেলার ঘরে থাকব একা কে সাজাবে বেলা।
সঞ্জয় মালাকার //
২০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
কোথা থেকে কোথায় নিয়ে গেলেন!!
সঞ্জয় মালাকার
ভাইয়া কোন ভুল করেছি কী, ভুলহলে ক্ষমা করবেন
ধন্যবাদ ভাইয়া ।
সাবিনা ইয়াসমিন
নতুন আলোয় ভরে উঠুক প্রতিটি শিশুর পৃথিবী।
শুভ কামনা দাদা 🌹🌹
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ আপু
শুভেচ্ছা রইলো 🌹🌹
মোঃ মজিবর রহমান
সত্য মিথ্যে নিয়ে হবে নতুন আলোর খেলা
বেলার ঘরে থাকব একা কে সাজাবে বেলা। এটা ভাল লাগ্ল।
সঞ্জয় মালাকার
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া –
ভালো থাকবেন।
প্রদীপ চক্রবর্তী
অনবদ্য লেখনী দাদা
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দাদা।
মনির হোসেন মমি
সত্য মিথ্যে নিয়ে হবে নতুন আলোর খেলা
বেলার ঘরে থাকব একা কে সাজাবে বেলা।
চমৎকার আপনি বলতে হবে।
সঞ্জয় মালাকার
কোটি কোটি ধন্যবাদ ভাইয়া
ভালো থাকবেন সব সময় শুভ কামনা 🌹🌹
তৌহিদ
সবার ঘুম ভাঙুক, সত্য মিথ্যের পার্থক্য চোখে পড়ুক।
শুভকামনা।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ ভাইয়া
শুভেচ্ছা রইলো 🌹🌹
তৌহিদ
ভালো থাকবেন ভাই
আরজু মুক্তা
সবাই ঘুম থেকে জেগে উঠুক,নতুন স্বপ্ন দেখুক।।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ আপু শুভেচ্ছা রইলো 🌹🌹
শামীম চৌধুরী
সত্য মিথ্যে নিয়ে হবে নতুন আলোর খেলা
বেলার ঘরে থাকব একা কে সাজাবে বেলা।
আসলেও তো কে সাজাবে বেলা।
কবিতাটি উপহার দেবার জন্য ধন্যবাদ।
সঞ্জয় মালাকার
কোটি কোটি ধন্যবাদ ভাইয়া
ভালো থাকবেন নিরন্তর কামনা রইলো।
জিসান শা ইকরাম
আপনি সম্ভবত খুব দ্রুত লিখে পোস্ট দিয়ে দেন,
যে কারনে কিছু বানান ভুল হয়।
অন্যদের কবিতা পড়ুন আরো অনেক।
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
না ভাইয়া দ্রুত লেখা লিখিনা.
আমার মোবাইল টাইপ টা একটু সমন্য করে
হয়তো এ জন্যও হতে পারে।
ধন্যবাদ ভাইয়া।
সঞ্জয় মালাকার
ভাই যে শব্দগুলো ভুল হলে একটু বলবে প্লিজ
আমি ঠিক করে নেবো।