
সা দা মা ঠ…..
জীবনটা আজ শূন্য পাখি
মৃত্যু টাই বাঁকি…
সত্য টাই সমান সমান
মিথ্যের পরিপাটি….
অনিয়মের যতো কাঁটা
মায়া কাঁটা পায়ে…
শ্মশানে যাবার কাঁটা
মৃত্যু কাঁটা হাতে….
জীবনটা আজ শূন্য পাখি
যে মুখে তে হাসি…
নিয়তির সুবিচারে
সাঁরে তিন হাত মাটি…..
ধর্ম কর্ম বিবেক বুদ্ধি
জ্ঞান বিজ্ঞান সমাজ…..
হিংসা নিন্দা লুভ লালসা
মানব জাতির প্রাণ…….
২১টি মন্তব্য
জিসান শা ইকরাম
ছবিটা লেখার সাথে প্রাসংগিক কিনা বুঝতেছিনা, লেখার চেয়ে ছবিটার দিকেই চোখ যাবে সবার। কিছুটা ভয়ের ব্যাপার আছে ছবিটায়। অন্য একটা ছবি দেয়া যায় না?
লুভ > লোভ
সঞ্জয় মালাকার
ছবিটা বদলে অন্য একটা ছবি দেবো ধন্যবাদ ভাইয়া শুভেচ্ছা রই।
জিসান শা ইকরাম
আপনাকেও ধন্যবাদ,
ছাইরাছ হেলাল
আরো মন দিয়ে লিখতে হবে, পড়লাম।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আপনাকে।
ভালো থাকবেন।
রাফি আরাফাত
কিছু জিনিস সংশোধন করা দরকার। ভালো হয়েছে লেখা ভাই
সঞ্জয় মালাকার
সংশোধন করে নেবো..
ভালো থাকবেন শুভ কামনা রইলো।
রাফি আরাফাত
শুভ কামনা ভাই। ধন্যবাদ। ভালো থাকবেন
সঞ্জয় মালাকার
আপনিও ভালো থাকবেন নিরন্তর কামনা রইলো।
রোবায়দা নাসরীন
অসংখ্য নেগেটিভের মাঝে পজেটিভ হলো বেঁচে থাকার আনন্দ।
সুন্দর লিখলেন।
সঞ্জয় মালাকার
সহস্র ধন্যবাদ আপনাকে….
ভালো থাকবেন।
মোঃ মজিবর রহমান
কিছু কিছু কথা মাথার উপর দিয়ে গেল।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ আপনাকে
ভালো থাকবেন শুভ কাম।
তৌহিদ
কিছু অমোঘ সত্যকে তুলে এনেছেন লেখায়। দিনশেষে সেই সাড়ে তিনহাত মাটিই জায়গা জমি বাড়ি ঘড়।
বাকী সব শুন্য। ভালো থাকবেন দাদা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ ভাইয়া ভালো লাগা রইলো
আপনিও ভালো থাকবেন সব সময়
শুভ কামনা 🌹🌹
আরজু মুক্তা
আপনার বানানের প্রতি যত্নবান হতে হবে।চন্দ্রবিন্দুর ব্যবহার বেশি
সঞ্জয় মালাকার
হুম ঠিক আছে আপু ভালো থাকবেন
শুভ কামনা রইলো 🌹🌹
সাবিনা ইয়াসমিন
প্রান টা এক পাখিই বটে। যতক্ষন দেহের ভিতরে থাকে ততোক্ষনই উড়তে থাকে। তারপর হঠাৎ করে দেহ-খাঁচা ছেড়ে বেরিয়ে যায় অনন্ত পথের সন্ধানে। পাওয়া-হারানো, হাসি-আনন্দ-দ্বন্দ অথবা লোভ-ক্রোধ, সব কিছু মিলিয়েই প্রান পাখি কে পৃথিবীতে বিচরণ করতে হয়।
ছবিটি রুপক অর্থে ভালো হয়েছে। প্রান ছাড়া ঝিনুক এক শূন্য খাঁচার মতোই। শূন্য প্রান, শূন্য পাখি…
শুভ কামনা রইলো সঞ্জয় দাদা। ভালো থাকবেন 🌹🌹
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ আপু, ভালো থাকবেন
শুভেচ্ছা রইলো 🌹🌹
শামীম চৌধুরী
নিয়তির সুবিচারে
সাঁরে তিন হাত মাটি….
চিরন্তন সত্য কথা।
সঞ্জয় মালাকার
হুম ঠিকই বলেছেন ভাইয়া
ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সব সময়
নিরন্তর কামনা রইলো।