
সুনীল গাঙুলি পাহাড় কিনতে চেয়েছিলেন
তুমি কিন্তু সমুদ্রই কিনবে!!
একটা ছোট ঘর,ঝাউবাগান
সুশীতল জলরাশি,সবুজ মাঠ
আশেপাশে থাকবে!
নীলরং দারুণ পছন্দ আমার
সাথে নীল সমুদ্র, নীলাকাশ!
আমি নীল শাড়ি পড়ে হাঁটবো
নীল জোসনায়!
বুনো ফুলের সুবাসের সাথে
থাকবে ভাষাহীন নীরবতা!
তুমি ভালোলাগায় ভালোবাসায়
একবার ডুবাবে
একবার ভাসাবে!!
১৬টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
দারুন চাওয়া পূর্ণ হোক। শুভেচ্ছা অবিরত।
আরজু মুক্তা
প্রতিদিন চাওয়াগুলো বাড়তেই থাকে।কিছু টা পূরণ হলেও ভালো লাগে।ভালোবাসা অবিরাম
নাজমুল হুদা
প্রেমিকার চাওয়াগুলো নীলকে ঘিরেই প্রতিষ্ঠিত হয়।
তবুও নীলিমার জয় হোক 😍
আরজু মুক্তা
কি জানি ওভাবে তো ভাবিনি।।নীল আমার পছন্দের রং।।ধন্যবাদ আপনাকে
ছাইরাছ হেলাল
এ তো দেখছি দারুন ভালোবাসা তুলে ধরেছেন।
আরজু মুক্তা
হুম।কোন কমতি নাই।ভালোবাসায় অবগাহন।।
ছবিটাও আমার তোলা।
মাছুম হাবিবী
অসাধারণ একটি কবিতা
আরজু মুক্তা
সত্যি!!! খুব ভালো লাগলো।। ধন্যবাদ আপনাকে।।আর ছবিটাও আমার তোলা
মনির হোসেন মমি
জয় হোক ভালবাসার।
খুব চমৎকার শব্দ চয়ণ।
আরজু মুক্তা
কি যে বলও?ধন্যবাদ আপনাকে।।আপনাদের ভালো লাগাই আমার উৎসাহ বাড়িয়ে দেয়।।
তৌহিদ
ছবিটা কিন্তু সেই লেবেলের সুন্দর!! সমুদ্রপারে প্রথম গিয়ে আমি আর শবনম তিনদিন সূর্যের দেখা পাইনি। সূর্যগ্রহণ আর সূর্যাস্ত কিছুই দেখা হয়নি আমাদের!!
কবিতা দারুন লিখেছেন আপু। এভাবেই লিখতে থাকুন। আর হ্যা সবাই কবিতা লিখলে এত্ত এত্ত কবিদের ভীড়ে নিজেকে খুঁজে পাবোতো?? ভাবছি ☺☺
শুভকামনা রইলো আপু।
আরজু মুক্তা
ছবিটা গত মাসে তুলেছিলাম।।লাবণী পয়েন্টে।।
কবিতা ভালো লেগেছে জেনে খুশি হলাম।।আপনার মতো যদি রম্য লিখতে পারতাম, তবে ধন্য হতাম।।
আপনার জন্যও শুভকামনা।।
জিসান শা ইকরাম
আবেগপূর্ণ লেখা ভালো লেগেছে খুব,
ছবিটাও সুন্দর, সাগরের জলে সোনালী রোদের উচ্ছাস।
আরজু মুক্তা
ধন্যবাদ ভাইয়া!!আপনার অনুপ্রেরণা আমার কাজ করে।।ছবিটাও আমার তোলা।।
শুভকামনা আপনার জন্য।।
শামীম চৌধুরী
মুক্তা আপু
আপনার জন্য রইলো এত্তোগুলা ভালোবাসা।
আরজু মুক্তা
নিলাম প্রাণভরে।।দোয়া করবেন।।
আপনিও সুস্থ তাকেন।। শুভকামনা।।