ভালোবাসি তাই

আরজু মুক্তা ২৯ মে ২০১৯, বুধবার, ১১:২৫:৩১পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য

সুনীল গাঙুলি পাহাড় কিনতে চেয়েছিলেন
তুমি কিন্তু সমুদ্রই কিনবে!!
একটা ছোট ঘর,ঝাউবাগান
সুশীতল জলরাশি,সবুজ মাঠ
আশেপাশে থাকবে!

নীলরং দারুণ পছন্দ আমার
সাথে নীল সমুদ্র, নীলাকাশ!
আমি নীল শাড়ি পড়ে হাঁটবো
নীল জোসনায়!

বুনো ফুলের সুবাসের সাথে
থাকবে ভাষাহীন নীরবতা!
তুমি ভালোলাগায় ভালোবাসায়
একবার ডুবাবে
একবার ভাসাবে!!

১৫৩৪জন ১৩৮৪জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ