হঠাৎ ভাসমান কচুরীপানার মতো
দেহবিহীন চোখ তাকায় স্থির পলকে
হরিণীর চোখ বললে উপমায় কমতি হবে;
তাই বলি- উন্মাদ প্রেমিকের তাড়া খাওয়া
মেঘ বালিকা এক জোড়া আহত চোখ।
চোখের ব্যাখ্যা হয়- শুধু আমার মতো
প্রেমিকের পরিচর্যাহীন চোখে মুখ ডুবিয়ে,
আঁকা হয়নি-অসম্পন্ন রয়ে গেছে
কালের গুহা থেকে আজ অব্দি খরা কাগজে।
৯৩৪জন
৮১৬জন
১৯টি মন্তব্য
ছাইরাছ হেলাল
চোখের যে রূপ ধরা পড়েছে
তা আঁকা কঠিন বৈকি!!
নাজমুল হুদা
চোখের রূপ সীমাহীন
রেহানা বীথি
ভালো লাগলো
নাজমুল হুদা
ধন্যবাদ আপু 😍
আরজু মুক্তা
আ হা!! দেখেছি তোমার কালো হরিণ চোখ।।
নাজমুল হুদা
আহা! উপমায় কমতি হয় দেখেছি তোমার বহুপ্রশ্নবিদ্ধ চোখ!
ধন্যবাদ আপু 😍
আরজু মুক্তা
তাইতো
সাবিনা ইয়াসমিন
আহত চোখের ছবি আঁকা দুঃসাধ্যই বটে, রঙ হীন অনন্য বিমূর্ত একজোড়া চোখ শুধু কবির ভাবনার ক্যানভাসে পড়ে রয়। সব প্রেমিক কি কবি হতে পারে? …
শুভ কামনা নাজমুল, সুন্দর উপমায় চমৎকার একটি লেখা দিলে। 🌹🌹
নাজমুল হুদা
প্রেমিক মানে কবি নয় , কবি মানে প্রেমিক নয়।
দৃষ্টি যার প্রখর সে প্রেমিক
কল্পনা যার সীমাহীন সে কবি।
ধন্যবাদ দিদি 😍
মোঃ মজিবর রহমান
চোখের রুপ রুপেরই আরেকটি রুপ।
নাজমুল হুদা
দারুণ বলেছেন ভাইয়া 😍।
অনেক ধন্যবাদ আপনাকে
মনির হোসেন মমি
চোখ যে মনের কথা বলে…তেমনি একটি চমৎকার কবিতা লিখলেন।ভাল লাগল।
নাজমুল হুদা
চোখ অতীত আর ভবিষ্যতের কথাও বলে।
ধন্যবাদ ভাইয়া 😍
তৌহিদ
আচ্ছা চোখের ছবিতে ইংরেজীতে before লেখা কেন? এত্ত সুন্দর ছবিতে কেমন বেমানান লাগছে।
চোখের এমন অভিব্যক্তি বোঝার সাধ্য আমার নেই। আমি নাকি কারও দিকে তাকালে মনে হয় রাগী রাগী চোখে তাকাচ্ছি! বুঝেন অবস্থা!!
ভালো লিখেছেন নাজমুল।
নাজমুল হুদা
ভাইয়া, আমারো তো আপনাকে রাগী রাগী মনে হয়।
before পিকচারের সাথেই এ্যাড করা ছিলো।
জিসান শা ইকরাম
চোখ ভাল লেগেছে,
নিয়মিত লিখুন।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 😍।
নিয়মিত লেখার চেষ্টা আছে , ইদ যাক।
শামীম চৌধুরী
বাহ।
নাজমুল হুদা
আন্তরিক ধন্যবাদ ভাইয়া 😍