
শুভ বিবাহ…..৭ ম বর্ষ
নববধূ ,
খুঁজতে খুঁজতে পেয়েছি যে তোকে
দূরের কোনও গাঁয়ে,
আনবে তোরে আমার গাঁয়ে নববধুর সাজে
সাজবে রে তোর মায়া কায়া
আমার গাঁয়ে এসে…
অতীত ভুলে থাকতে হবে
নতুন পরিবেশে!
দেখবি যখন অচেন মুখে..
ঘুমটা দিবি মাথায়….
লজ্জ তোর আঁচলে বাঁধিস , প্রতি কথায়!
লাল শাড়ীতে বউ সাজিয়ে
ঘুমটা দেবে লাজ..
আলতা রাঙা নুপুর পায়ে দিবি সাত পাঁক!
আনবো তোরে আমার গাঁয়ে
সাজিয়ে বধূর সাজে…
অচেনা মুখ দেখবি যখন ঘুমটা দিবি তুলে!
লাল শাড়ীতে ঘুমটা টেনে
নুপুর পরে পায়ে-
কলসি কাঁকে যাবি যখন
জল আনতে গো ঘাটে!
দেখে তোমায় বলবে সবাই
ওই সঞ্জয়ের বউ….
লাগছে তো বেশ দারুণ দেখতে
লজ্জুক নদীর ঢেউ!
ভাইটু হেসে বলবে যখন….
ঐ তো রাঙা বৌদি,
দেবর ননদী আঁচলে বেঁধো
ওটাই আমার দাবি!
খুঁজতে খুঁজতে পেয়েছি তোকে
দূরের কোন গাঁয়ে
সঞ্জয় বলে অচেনা মেয়ে
সে তো এখন আমার গাঁয়ে।
সঞ্জয় মালাকার //
১৪টি মন্তব্য
ছাইরাছ হেলাল
গাঁয়ে যখন তুলে নিয়েছেন তখন আর চিন্তা কী!!
সঞ্জয় মালাকার
চিন্তা নাই…
চলেযেতে পারলেই ভালো,।
ধন্যবাদ ভাই শুভ কামনা🌹🌹
আরজু মুক্তা
অচেনা থেকে জানা হোক
সঞ্জয় মালাকার
হুম , একদিন হবে
ধন্যবাদ আপু।
মনির হোসেন মমি
সাজবে রে তোর মায়া কায়া
আমার গাঁয়ে এসে…
অতীত ভুলে থাকতে হবে
নতুন পরিবেশে!
চমৎকার অনুভুতি।
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ ভাইয়া
ভালো লাগা আর ভালেবাসা দুইটি আপনার জন্য রইল শুভ কামনা🌹🌹
তৌহিদ
সোনেলাতো কবিদের কবিতায় মুখরিত হচ্ছে। দারুন লিখেছেন সঞ্জয়। কিন্তু আপনার কবিতায় যা পড়লাম আর বাস্তবতা কি এক হয় সবসময়?
শুভকামনা রইলো।
সঞ্জয় মালাকার
অল্প কিছুটা মিলআছে বড় ভা।
ধন্যবাদ আপনাকে শুভ কামনা 🌷🌹
প্রদীপ চক্রবর্তী
অনবদ্য লেখনী।
শুভকামনা আপনার জন্য।
সঞ্জয় মালাকার
শুভেচ্ছা রইলো দাদা।
জিসান শা ইকরাম
প্রচুর লিখতে পারেন আপনি,
ভালো হচ্ছে লেখা।
প্রবাসে ভালো থাকুন।
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ ভাইয়া, দোয়া রাখবেন সব সময়।
আপনিও ভালো থাকবেন শুভেচ্ছা রইলো।
রাফি আরাফাত
অনন্য লিখা। ভালো লাগছে। ভালো থাকবেন। ধন্যবাদ
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ আপনাকে
ভালো লগা রইলো।