রাঙা বউ

সঞ্জয় মালাকার ২৯ মে ২০১৯, বুধবার, ০১:৩৩:৩০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

শুভ বিবাহ…..৭ ম বর্ষ

নববধূ ,

খুঁজতে খুঁজতে পেয়েছি যে তোকে
দূরের কোনও গাঁয়ে,
আনবে তোরে আমার গাঁয়ে নববধুর সাজে

সাজবে রে তোর মায়া কায়া
আমার গাঁয়ে এসে…
অতীত ভুলে থাকতে হবে
নতুন পরিবেশে!

দেখবি যখন অচেন মুখে..
ঘুমটা দিবি মাথায়….
লজ্জ তোর আঁচলে বাঁধিস , প্রতি কথায়!

লাল শাড়ীতে বউ সাজিয়ে
ঘুমটা দেবে লাজ..
আলতা রাঙা নুপুর পায়ে দিবি সাত পাঁক!

আনবো তোরে আমার গাঁয়ে
সাজিয়ে বধূর সাজে…
অচেনা মুখ দেখবি যখন ঘুমটা দিবি তুলে!

লাল শাড়ীতে ঘুমটা টেনে
নুপুর পরে পায়ে-
কলসি কাঁকে যাবি যখন
জল আনতে গো ঘাটে!

দেখে তোমায় বলবে সবাই
ওই সঞ্জয়ের বউ….
লাগছে তো বেশ দারুণ দেখতে
লজ্জুক নদীর ঢেউ!

ভাইটু হেসে বলবে যখন….
ঐ তো রাঙা বৌদি,
দেবর ননদী আঁচলে বেঁধো
ওটাই আমার দাবি!

খুঁজতে খুঁজতে পেয়েছি তোকে
দূরের কোন গাঁয়ে
সঞ্জয় বলে অচেনা মেয়ে
সে তো এখন আমার গাঁয়ে।

সঞ্জয় মালাকার //

৩৬০৮জন ৩৫১০জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ