এ কেমন ভালোবাসা

সৌরভ হালদার ২৮ মে ২০১৯, মঙ্গলবার, ০৪:১৯:১১অপরাহ্ন সাহিত্য ৫ মন্তব্য

এ কেমন ভালোবাসা
এসকেএইচ সৌরভ হালদার

এ কেমন ভালোবাসা
যখন তুমি কান্না করো
আকাশ জুড়ে বৃষ্টি ঝরে
কথা নয় নিরবতাই প্রকাশ করো
প্রস্তর এর শিখাখন্ডন,
পরিতাপের ক্রন্দন।

ললাট জুড়ে আছে লেখা,
তোমার এই নিয়তির খেলা।
অম্বর জুড়ে প্রতিক্ষা করো
আসবো আমি অভিলাষ হয়ে
শঙ্কিত এ মনে,
তোমার ক্ষনে।

৭৬৫জন ৭০২জন
0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ