ডাক্তার যেদিন ওপেন হার্ট সার্জারি
করতে গিয়ে খুঁজে পেয়েছিলো আমার মুখ :
তার বহুকাল আগে——–
ফোন কলে এসে
স্টেথিস্কোপ দিয়ে হার্টবিট না মেপে
শুনেছিলো হৃদয়ের বারতা!!
তারও আগে হাত কেটেছিলাম বলে
স্যাভলন না দিয়ে
গাঁদাফুলের পাতা ঘষে দিয়েছিলো
এ্যান্টিবায়োটিক হিসেবে!!
নবীন ডাক্তার আজ প্রবীণ হয়েছে !!
২১টি মন্তব্য
সঞ্জয় মালাকার
গাঁদাফুলের পাতা ঘষে দিয়েছিলো
এ্যান্টিবায়োটিক হিসেবে।
চমৎকার লিখনি পড়ে আনন্দ পেলাম,ধন্যবা।
আরজু মুক্তা
আপনাকে ও শুভেচ্ছা
তৌহিদ
আপু সোনেলায় আপনাকে দেখে ভালো লাগছে। লেখাটিও কিন্তু মজার হলেও শিক্ষণীয়।
শুভকামনা জানবেন।
আরজু মুক্তা
আমারও ভালো লাগলো।অনেকদিন পর লিখলাম।
আপনার মিষ্টি পেলামনা!!
তৌহিদ
দেখা হলে অবশ্যই খাওয়াবো আপু। আর আপনে বড় বোন। আমাকে মুখে তুলে আপনিইতো খাওয়াবেন তাইনা??
রাহাত রাহাত
খুবই ভালো লাগলো,,,, চমৎকার anecdotes এর ব্যাবহার,,৷ ধন্যবাদ।
আরজু মুক্তা
সুস্বাগতম সোনেলা পেজে।কবিতাটি ভালো লাগলো জেনে আরও উৎসাহিত হলাম!!
মনির হোসেন মমি
হৃদয়ের অনুভুতি শুনতে যান্ত্রীক টেলিস্কাপে সম্ভব নয় বুঝতে হলে হৃদয়েস্কোপ লাগে-দারুণ লিখেছেন।নবীন ডাক্তার আজ প্রবীন হয়েছে।হুম ।
আরজু মুক্তা
যন্ত্র তো ভালোবাসা বোঝে না! হৃদয়স্কোপ লাগে,দারুণ বলেছেন।ধন্যবাদ
Nazmul Hoda
দারুণ অনুভূতি, ডাক্তার তবুও ডাক্তার।
আরজু মুক্তা
সেই ডাক্তার, প্রেম ভালো বোঝে।
ধন্যবাদ আপনাকে।
ছাইরাছ হেলাল
তবুও ডাক্তার ডাক্তার ই আছে হৃদয় জুড়ে।
আরজু মুক্তা
থাক অমলিন।কসাই না হলেই হলো।হৃদয়ের কথা বুঝলেই হলো।।
সাবিনা ইয়াসমিন
সব কিছুই নবীন থেকে প্রবীন হয়, ডাক্তারও হয়েছে ;
গাঁদাফুলের রস আসলেই কাজের, রক্তক্ষরণ বন্ধ হয় খুবই দ্রুততায়।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
আরজু মুক্তা
ধন্যবাদ আপু।
শামীম চৌধুরী
মুক্তা আপু.
আমিতো অনুভূতি দিয়েই হার্টবিট অনুভব করতে পাারি। হৃদয় মাপার জন্য মনই যথেষ্ট। ভালো লাগলো কবিতাটি।
আরজু মুক্তা
অনুভূতি গুলো সক্রিয় হলে অনপক কিছু বোঝা যায়
জিসান শা ইকরাম
চমৎকার লিখেছেন। নিয়মিত লেখা চাই।
শুভ কামনা।
আরজু মুক্তা
জি, চেষ্টা করবো
নিতাই বাবু
চমৎকার লিখেছে বটে। শুভেচ্ছা জানবেন। সাথে শুভকামনাও।
আরজু মুক্তা
আপনার জন্যও শুভকামনা