স্টেথিস্কোপ

আরজু মুক্তা ২৫ মে ২০১৯, শনিবার, ১১:২০:২৩পূর্বাহ্ন কবিতা ২১ মন্তব্য

ডাক্তার যেদিন ওপেন হার্ট সার্জারি
করতে গিয়ে খুঁজে পেয়েছিলো আমার মুখ :

তার বহুকাল আগে——–
ফোন কলে এসে
স্টেথিস্কোপ দিয়ে হার্টবিট না মেপে
শুনেছিলো হৃদয়ের বারতা!!

তারও আগে হাত কেটেছিলাম বলে
স্যাভলন না দিয়ে
গাঁদাফুলের পাতা ঘষে দিয়েছিলো
এ্যান্টিবায়োটিক হিসেবে!!

নবীন ডাক্তার আজ প্রবীণ হয়েছে !!

 

১০১৫জন ৮১৮জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ