
বিবাহ
ময়না মতি,,
মা’গো, আমার করুণ কান্না
হয়না তো আর বারণ,
মরণ খেলায় চলছে মা’গো
আমার দুটি চরণ!
মাগো ভাবনা হল নিত্য সঙ্গী
যেমন কাঁদে সুখ,
তোমার মেয়ে দেখবে মাগো
পরপুরুষের মুখ!
মাগো হেসে খেলে যাচ্ছি চলে
সুখ মাখা ঘর ভুলে,
চুলোর পাড়ে পুড়বে মাগো
তোমার সোনার মেয়ে!
মাগো করুণ মতি ভাবনা আমার
শৈশব খেলার সাথী,
সব ছেড়ে আজ চলছি মাগো
পরপুরুষের বাড়ি!
মাগো মায়ার যত স্বপ্ন ছিল
তোমার আঁচল ঘরে,
মাগো আঁচল গেলে ভাবনা গেলো
ওই পুরুষের হাতে!
মাগো দেখিনি তো জন্মে তারে
আলোয় ভাসা মুখ,
তবুও তার সঙ্গে মাগো
কাটবে যুগ যুগ।
মাগো যেমন তোমার ময়না মতির
ফুল ফুঁটাতো হেসে,
মাগো তোমায় ছেড়ে যাচ্ছি আজ
পরপুরুষের হাতে।
মা’রে তুমি কন্য সন্তান ….স্বামীর ঘরেই তো তোমার সম্মান।
তুমি জন্মেছ মায়ে জাতি তাই যেতে হবে শ্বশুর বাড়ি
সঞ্জয় মালাকার/
১৬টি মন্তব্য
রাফি আরাফাত
মাগো তোমায় ছেড়ে যাচ্ছি আজ
পরপুরুষের হাতে। কথাটা ভালোই লেগেছে। কিন্তু পরপুরুষ কেন?
সঞ্জয় মালাকার
মেয়ে হয়ে জন্মালে পরপুরুষের সঙ্গেই সংসার হয় তাই ধন্যবাদ আপনাকে ।
ছাইরাছ হেলাল
আহারে যদি যাওয়া না লাগত তাহলে কতই না ভাল হতো!!
সঞ্জয় মালাকার
হুম , ধন্যবাদ ভাইয়া- শুভ কামনা।
তৌহিদ
ধন্যবাদ ভাই।
তৌহিদ
কাটবে যোগ যোগ নাকি যুগ যুগ?
তবুও যেতে হয়। সমাজ এই নিয়ম করে দিয়েছে যে!
সঞ্জয় মালাকার
যুগ যুগ হবে ভাইয়া- লিখ ভুল হয়ে াামি ঠিক করে নেবো
সঞ্জয় মালাকার
ধন্যবাদ ভাইয়া-শুভ কামনা।
তৌহিদ
ধন্যবাদ ভাই।
সঞ্জয় মালাকার
আপনাকেও ধন্যবাদ ও শুভ কামনা।
মনির হোসেন মমি
মাগো ভাবনা হল নিত্য সঙ্গী
যেমন কাঁদে সুখ,
তোমার মেয়ে দেখবে মাগো
পরপুরুষের মুখ!
একজন নারীর জীবন কতইনা বিচিত্র।জয় হোক মানবতার।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সব সময় শুভকাম।
আরজু মুক্তা
মেয়েরা শুধু ছেড়েই যায়!! কেউ বোঝেনা
সঞ্জয় মালাকার
সবাই বুঝে -শুধু বুঝেন ক’জন।
ধন্যবাদ আপু শুভ কামনা।
নিতাই বাবু
ভালোলাগা একটা কবিতা পড়লাম। সত্যি অনেক ভালো লাগলো।
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ দাদা,আপনার জন্য আরও ভালো লাগা রইলো।