ইচ্ছে করে রবিঠাকুর নিয়ে লিখি
লেখাগুলো বারবার ফ্রিজে রেখে আসি
তাও কোথা থেকে জল হয়ে যায়
বুঝতে পারি না
পঁচিশে বৈশাখ” খুব হাঁফাচ্ছিল
তাই
আমার কাছে এসে দাঁড়ায় নি
আমি ছবি” না দেখে লিখতে পারি না
শুভ জন্মদিন” বলতেও পারি না
পায়েসের “এক প্লেট চাল” আমার দিকে তাকিয়ে হাসাহাসি করে
হয়তো আমার পোড়া কপালের ছাই” গুলো দেখে ফেলেছে
ইচ্ছে করে
সারাদিন কবিতা লিখি
গান করি
সুরের মদ্যপান করে
কোন বাগানে বসে থাকি
গাছের তলায় দখিনা হাওয়া
আমাকে জড়িয়ে ধরুক
বারবার প্রেমে পড়ে পুড়ে পুড়ে মরতে কার না ভালো লাগে
হোক না একপক্ষীয়
তবুও তো ভালোবাসা”
চোখের দিকে আঁচড় দিলেই
সারা হৃদয়টা মুচড়ে ওঠে
একটা শিহরন বজ্রপাত ঘটায় শরীরে
কেমন অসহায় বোকা বোকা লাগে
প্রকৃতি ,রবি ঠাকুর,
প্রেমিকা হতে পারি?
ছেড়ে যাবে না কিছুমাস পর ?
সারাক্ষন আমার কাছে থেকো!
ইচ্ছে করে—
—– অরুণিমা মন্ডল দাস
কলকাতা, ভারত।
১৭টি মন্তব্য
শামীম চৌধুরী
সুরের মদ্যপান করে
কোন বাগানে বসে থাকি
গাছের তলায় দখিনা হাওয়া
আমাকে জড়িয়ে ধরুক
আপু খুব সাবধানে কিন্তু। আবার যেন কোন অশুভ শক্তি না আসে।
খূব ভালো লাগলো।
অরুণিমা মন্ডল দাস
Thanks ….
অরুণিমা মন্ডল দাস
সোনেলায় আসতে পেরে ভালো লাগল সবাইকে ভালোবাসা। ভালো থাকবেন। খুব কম আসি সবার এতো ভালোবাসা পেয়ে মন ভরে গেল।
তৌহিদ
রবিঠাকুর নামটাই এত ভারী যে মন্তব্য করতেও ভয় পাই দিদিভাই। তবে আপনি যে রবীন্দ্রনাথের কঠিন ভক্ত তা আপনার এই লেখায় স্পষ্ট।
কবিরা বুঝি এমনই হয়, শব্দের বুননে ভাবুক মন থাকে উদাসী। ঠিক যেমন প্রেমিকা বসে ভাবে তার প্রেমিকের কথা!!
সুন্দর লেখা দিদিভাই। তবে অন্যদের লেখায়ও নিজের মুল্যবান মন্তব্য দেবেন কিন্তু। এতে সবাই অনুপ্রাণিত হয়।
অরুণিমা মন্ডল দাস
সোনেলায় আসতে পেরে ভালো লাগল সবাইকে ভালোবাসা। ভালো থাকবেন। খুব কম আসি সবার এতো ভালোবাসা পেয়ে মন ভরে গেল।
তৌহিদ
অবশ্যই পাশে পাবেন আপু। অন্যদের লেখাতেও মন্তব্য করবেন। লেখকদের নিজেদের মধ্যে পারস্পারিক বোঝাপড়া খুব জরুরী কিন্তু।
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
ছেড়ে যাবে না কিছুমাস পরে?
সারাক্ষণ আমার কছে থাকে
ইচ্ছে করে।
দারুণ লেখা দিদিভাই পড়ে অনেক ভালোলাগ।
শুভ কামনা,
অরুণিমা মন্ডল দাস
সোনেলায় আসতে পেরে ভালো লাগল সবাইকে ভালোবাসা। ভালো থাকবেন। খুব কম আসি সবার এতো ভালোবাসা পেয়ে মন ভরে গেল।
সঞ্জয় মালাকার
আপনাকেও ধন্যবাদ ও শুভ কামনা দিদি ভাই।
রাফি আরাফাত
ভালো লাগা গুলো মন থেকে আসে এমন লেখা দেখলে। ভালো লেগেছে আপু।
অরুণিমা মন্ডল দাস
সোনেলায় আসতে পেরে ভালো লাগল সবাইকে ভালোবাসা। ভালো থাকবেন। খুব কম আসি সবার এতো ভালোবাসা পেয়ে মন ভরে গেল।
মনির হোসেন মমি
আপনার লেখাগুলো বরাবর একটু অন্য রকম।
কেমন অসহায় বোকা বোকা লাগে
প্রকৃতি ,রবি ঠাকুর,
প্রেমিকা হতে পারি?
ছেড়ে যাবে না কিছুমাস পর ?
সারাক্ষন আমার কাছে থেকো!
ইচ্ছে করে—
চমৎকার।
অরুণিমা মন্ডল দাস
সোনেলায় আসতে পেরে ভালো লাগল সবাইকে ভালোবাসা। ভালো থাকবেন। খুব কম আসি সবার এতো ভালোবাসা পেয়ে মন ভরে গেল।
মনির হোসেন মমি
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যখন সোনেলায় আসেন তখন মনে হয় আমাদের অরুনাদি এদেশেই আছেন এ দেশের মাটিতেই তার বসবাস।ভাল থাকবেন যেখানেই থাকেন।
আরজু মুক্তা
নির্মল আকুতি!! ছেড়ে যাবেনা!
অরুণিমা মন্ডল দাস
সোনেলায় আসতে পেরে ভালো লাগল সবাইকে ভালোবাসা। ভালো থাকবেন। খুব কম আসি সবার এতো ভালোবাসা পেয়ে মন ভরে গেল।
নাজমুল হুদা
ভালোলাগা রইল ! তবুও কবিতায় মদ্যপান চলুক