
নুটের গাঁয়ে কষ্ট লিখা
লিখা মানবতার চোখে,
একটা পাউরুটি আর এক গ্লাস জল
ক্ষুধা বারণের করে সঞ্চয়!
টকশোতে এসে হলো কি
আজকের দিনটাই তো মাটি,
সুস্হাত্ব তা নেই শরীরে
কে মেঠাবে ঔইষদের বিল!
রেলস্টেন,বাস্টপ যেতে হবে আরো বহু দূর
ওটা তো আমার রোজকার দিন,
চোক টাও গেলো মরে,
ছেলেটাও গেলো সরে,
আমার রুটিন টা’ই থাকলো স্বাধীন।
একটা কথা বলতে গিয়ে বিধস্ত মন,
এই যে আমি রোজ ঘুরি আলি গলি,
কিসের প্রয়োজন!
১৫টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
জীবন জিবনই এভাবেই পাড়ী দিতে হবে। এভাবেই প্রিথীবি একদিন বিদায় দেবে।
সব জান মাল আত্বার আত্বীয় ফেলে, চলে যাব দুনিয়া ছেড়ে।
নশ্বর এই ধরণীর কিছুই আমার না, সবই পড়ে রবে এপারেই তাইনা।
সঞ্জয় মালাকার
হে ভাইয়া…
সবি পড়ে রবে এপারে,
ধন্যবাদ ভাইয়া।
মনির হোসেন মমি
বেলা শেষে আমি কেউ না,কেউ আমার না।চমৎকার লেখা।
সঞ্জয় মালাকার
একদম সত্যিকথা মনির ভাই,
ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সব সময় শুভ কামনা রইলো।
ছাইরাছ হেলাল
কঠিন বাস্তবতা উঠে এসেছে লেখায়।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ হেলাল ভাই.. আপনার জন্য ভালোলাগা রইল ।
জিসান শা ইকরাম
বাস্তব চিত্র লেখায় ফুটে উঠেছে।
সঞ্জয় মালাকার
আমি আনন্দিত হলাম ভাইয়া..আপনাদে ভালোবাসা পেয়ে।
তৌহিদ
সত্য আর বাস্তব কিছু কথা লেখায় এনেছেন। পড়ে ভালো লাগলো ভাই।
সঞ্জয় মালাকার
আমি মহা আনন্দিত – আপনাদের সকলে মমতা..
ধন্যবাদ আপনাকে, আর আপনার জন্য আরো ভালোলাগা রইল।
তৌহিদ
শুভকামনা জানবেন দাদা।
সঞ্জয় মালাকার
অনেক অনেক শুভ কামনা রইলো
সাবিনা ইয়াসমিন
কঠিন উউপলব্ধি গুলো এমনই হয়। ক্ষুধা আর প্রয়োজনের কাছে নতি স্বীকার না করে উপায় থাকে না। ভালো লিখেছেন। বানানগুলো একটু চেক করে নিন। কয়েক স্থানে টাইপ মিস হয়েছে।
ভালো থাকবেন সঞ্জয় দাদা। শুভ কামনা 🌹🌹
সাবিনা ইয়াসমিন
উপলব্ধি।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ আপু, আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা।
হে আপু আমি ঠিক করে নেবো।