
বিশ্বাস,
তুমি এসো আরেকবার নিখিল সঙ্গোপনে
মন করে আনচান, কাঁদে যে সে প্রান;
খুঁজিতে না পাই তারে মোর নীপবনে।
বিশ্বাস,
তুমি এসো নীলাম্বরীর ঝিনুক কনা হয়ে
হাতে রেখে হাত, আবারো সে প্রভাত;
সদ্য বকুলের মালাখানি তারে দিও তুমি পরায়ে।
বিশ্বাস,
তুমি এসো হংসযুথীকার স্নিগ্ধ জোসনা হয়ে
ছুঁয়ে কপলের তিলকখানি, করে হাসি মুখ;
দিও চুম্বনখানি তারে সে ললাটে জড়ায়ে।
বিশ্বাস,
তুমি নিয়ে এসো সাথে সেই মধুচন্দ্রিমা রাত
কিছু আদরে, সোহাগ মাখানো ঘর্মসিক্ত দেহে;
নিস্তেজতায় কম্পনতায়, হাতখানিকে রেখো বুকে জড়ায়ে।
বিশ্বাস,
সেদিন জ্বেলোনা প্রদীপ লজ্জাবতীর লাজে
আমি নিজেও কি কম? বড় অদ্ভুত চাওয়া !
সাজাবো তারে রাঙা সাজে।
বিশ্বাস,
আমি কড়া নেড়েছি আজ প্রিয়ার লৌহ দ্বারে
দুরুদুরু বুকে, ভয়ে হাঁটু কাঁপে;
আশার মশালে দিওনাগো আর অশ্রুজলটুকু ঢেলে।
বিশ্বাস,
আজ আসবে কি আবার মানবীর ছায়া হয়ে?
পাওয়া যেন সে দূর, ব্যবধানে বিধুর;
লক্ষ যোজন ঝরা পাতারা আজ আশাহত হয়ে ঝরে।
বিশ্বাস,
যে চলে যায় সে বারে বারে কি আসে ফিরে?
পথ বেঁকে যায়, মন ডুবে যায়;
তবু এসো সব মান ভেঙে তার হিয়ার সঙ্গী হয়ে।
২৩টি মন্তব্য
বন্যা লিপি
বিশ্বাস, চোখ বন্ধ করলেই দেখতে পাই
অনিন্দ সুন্দরের প্রজাপতি রঙে মেলে ডানা!
বিশ্বাস,
জানি রঙবদলের কারনে অকারনে পুড়ে যায়
অযথা কিছু সময়ের হিসেব।।
বিশ্বাস,
থাকুক তবে পবিত্রতার অয়োময়ের প্রতীয়মান হয়ে।
বিশ্বাসটুকু থাকুক নিজের অবস্থানে। যত্নে থাকুক তবু হাজারো দিনের অলৌকিক রঙিন প্রজাপতি দিন।
খুব ভালো লেগেছে লেখাখানি।
তৌহিদ
এইনা হলে কবি! আহ যদি আপনার উত্তরের প্রতিউত্তরে দু লাইন কবিতা লিখতে পারতাম!!
বিশ্বাস বেঁচে থাকুক সবার অন্তরে। শুভকামনা জানবেন আপু।
রোবায়দা নাসরীন
বিশ্বাস কি সত্যি ফিরে আসে!
তার সবটুকু মাধুর্য নিয়ে।
তৌহিদ
তবুও বিশ্বাস করতে হয় মানুষকে। তা না হলে যে বেঁচে থাকা বড্ড দায়!!
মোঃ মজিবর রহমান
বিশ্বাস বেচে থাক সব মানুষের অন্তরে।
তৌহিদ
জ্বী ভাই, বিশ্বাস আছে বলেই আমরা একে অন্যকে ভালোবাসি।
ধন্যবাদ মজিবর ভাই।
সঞ্জয় মালাকার
বিশ্বাস বেচে থাকুক চিরন্তর।
তৌহিদ
সে আশা নিয়েই আমরা থাকি সবসময় দাদা।
ধন্যবাদ জানবেন।
মনির হোসেন মমি
বিশ্বাস,
তুমি এসো নীলাম্বরীর ঝিনুক কনা হয়ে
হাতে রেখে হাত, আবারো সে প্রভাত;
সদ্য বকুলের মালাখানি তারে দিও তুমি পরায়ে।
দারুণ বাক্য ও শব্দ চয়ণ।চমৎকার লিখেন আপনি।
তৌহিদ
ধন্যবাদ জানবেন ভাই,,আপনার লেখায় অনুপ্রেরণা পাই।
ছাইরাছ হেলাল
আপনি তো পুরোদস্তুর কবি হয়েই গেলেন!! আমাদের ফেলে!!
আসলে বিশ্বাস আছে বলে আমারা আছি, আমরা বাঁচি,
সাময়িক ভ্রমে বিশ্বাসের রঙ বদল দেখা গেলেও শেষে বিশ্বাস বিশ্বাসের জায়গায়-ই অটুট থাকে।
তৌহিদ
ভাই কবি হওয়ার বহুত জ্বালা, তারচেয়ে সবার হৃদয়ে কিঞ্চিত জায়গা করে নিয়ে থাকতে চাই সবসময়। আসলে সত্যিকারের বিশ্বাস সাময়িক নষ্ট হলেও তা ফিরে আসে বৈকি! সত্য চাপা থাকেনা, মিথ্যেরা উড়ে যায় শুন্যে।
নিতাই বাবু
সত্যি আমি আশাহ, আমি বঞ্চিত।
নিতাই বাবু
“আশাহত”
তৌহিদ
বুঝতে পেরেছি দাদা।
তৌহিদ
দুঃখ পাবেননা দাদাভাই, আশা ব্যহত হয় সাময়িকভাবে তবে একসময় আবার ফিরে আসে আমাদের মাঝে। তা না হলেতো বেঁচে থাকাই দায় হয়ে যেত।
ধন্যবাদ দাদা।
ফজলে রাব্বী সোয়েব
বিশ্বাস বেঁচে থাকুক প্রতিটা নিঃশ্বাসে। খুব আবেগময় অনুভূতি। শুভ কামনা।
তৌহিদ
শুভেচ্ছা জানবেন ভাই।
সাবিনা ইয়াসমিন
বিশ্বাস আসবে বারবার, তাকে ধরে রাখতে হবে। বিশ্বাসকে ধরে রাখতে হবে যত্ন–মমতায়। জোর করলে ফিরে যায়, সব কিছু ফেরত নিয়ে।
কবিতায় বিশ্বাস সুন্দর ভাবেই প্রকাশ পেয়েছে। বিশ্বাস বসত করুক কবি কবিতার মতো করে। শুভ কামনা তৌহিদ ভাই। 🌹🌹
তৌহিদ
বিশ্বাসকে জোর করে রাখা যায়না আসলেই আপু। পরম যত্নে রাখার পরেও যদি সে চলে যাবে যাক না, ক্ষতি কি?
শুভকামনা জানবেন আপু।
তৌহিদ
সোনেলায় একবছর! লেখার এই শব্দগুলি আমার পরম প্রাপ্তি।
নাজমুল হুদা
বিশ্বাস আসুক শব্দ অলংকারে সেজেগুজে ।
বিশ্বাসের কবি বসে আছে বিশ্বাসের অপেক্ষায়
তৌহিদ
আসুক বিশ্বাস মনেপ্রাণে, সে আশাতেই আছি বসে।
শুভকামনা জানবেন।