
ভালোবাসা দিবি কিনা বল?
রেসকোর্স ময়দানের কোন সমাবেশে নয়
লক্ষ জনতার মুখের তীব্র দাবি নয়
এ স্লোগান আমাদের উঠোন থেকে –
ভালোবাসা দিতেই হবে!
সবুজ ঘাসে বসা আড্ডার মধ্যমণি
সুনীল আর সলীলকে সাথে নিয়ে,
তর্জনী তুলে আকাশপানে;
সব বিবাহিতরা আজ করছে চিৎকার।
দাবি ঐ একটাই –
ভালোবাসা দিবি কিনা বল?
বিবাহিত ব্যাচেলরের যাপিত জীবন,
রসকষহীন! ভাল্লাগেনা।
পরিত্রাণ চাই। মুক্তি দাও, দিতে হবে।
ভালোবাসা কিন্তু দিতেই হবে-
দিবি কিনা বল?
রেজিস্ট্রি বিয়ে! কাগজে কলমে সরকারি বইয়ে,
নিজ হস্তাক্ষরে সাক্ষী তোমার ফটকা মামা –
সে আজ কই?
পিছন থেকে বাগড়া দিয়ে;
লক্ষী গণেশ হাতিয়ে নিয়ে,
তোমার বড় ভাই কেন লাপাত্তা আজ! কেন কেন?
জবাব চাই দিতে হবে, আমাদের কথা মানতে হবে;
দাবি উঠেছে একটাই –
ভালোবাসা দিবি কিনা বল?
চায়ের কাপে ফুড়ুৎ ফুড়ুৎ, এসব কি?
দাঁত ভাঙ্গা বাঁশের লাঠির মতন! তেতো বাসি টোস্ট।
এমন অপমান!
কতদিন পরে আড্ডা জমেছে, কি ভাববে তারা?
সেখানেও হীনমন্যতা!
ফন্দি কি তবে দাবিগুলি সব শিকেয়তোলার?
লাভের পাল্লা যে সব তোমাদের দিকে,
উঠেছে এক দফা দাবিতে-
ভালবাসা দিবি কিনা বল?
ঠনঠনে উঠোনে বাজখাঁই ধ্বনিতে,
মুখরিত হয়েছে আসমান জমিনে।
সইবেনা ইশ্বর!
প্রতিবাদী কন্ঠের প্রতিধ্বনিতে শব্দমুখর,
শুনতে কি পাও দেয়ালে দেয়ালে?
দাবী আজ একটাই-
ভালোবাসা দিবি কিনা বল?
পার্লারে যাও, শপিং এ যাও কিংবা চাইনিজ;
বলেছি কখনো আমাকেও সাথে নাও?
মানিব্যাগ ফাঁকা করেছ অবলীলায়, সবসময়।
তবুও এত অবহেলা?
তর্জনী উঠিয়েছি, মানতে হবে মানতে হবে;
ভালোবাসা দিতে হবে-
দিবি কিনা বল?
সারাদিন অফিস করি, ক্লান্ত হয়ে বাজার করি;
রান্নাটাতো কর সেই ই!
ঝোলের মধ্যে বেগুন ভাসে, কড়াইয়ে জ্যান্ত পুঁটি হাসে।
তেতো স্বাদে গলা ভেজাই তীব্র দাবদাহে।
কই বলেছি কিছু?
নীরবতাকে মৌনতা ভেবে এ অত্যাচার সইবোনা আর।
দাবী কিন্তু একটাই-
ভালোবাসা দিবি কিনা বল?
ডেইলি সোপের অত্যাচারে দেখি না খবর কতদিন!
জলসা স্টার প্লাস আর সনির সাথে-
হার মেনেছি টকশোতে।
পত্রিকা নেই, তবে আছে কি?
সানন্দা আর ফ্যাশন খবর।
চলবেনা আর মানবো না আর।
তুলেছি দাবী একটাই-
ভালোবাসা দিবি কিনা বল?
বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো, সলিলরা সব চলে গেলো।
অপূর্ণতায় তালাবন্দি দাবিগুলো সব বল?
পৌছুলোনা সে কর্ণ কুহরে, অন্ধকারে আচ্ছন্নে।
কচ্ছপমুখো গুটি পায়ে;
আমিও হাঁটি ঘরের কোণে,
শুনেছো কি দাবী আমার-
ভালোবাসা দিবি কিনা বল?
২২টি মন্তব্য
নীরা সাদীয়া
এ যেন বাস্তব জীবন থেকে তুলে নেয়া প্রতিচ্ছবি।
প্রতিটা ঘটনাই সত্য মনে হলো।
এ জগৎ সংসারে ভালোবাসার কাঙাল সবাই,
কিন্তু এই ভালোবাসারই বড্ড অভাব।
তৌহিদ
ভালোবাসা এখন দাবী আদায়ের পর্যায়ে চলে গিয়েছে। কি একটা অবস্থা!
তবে বিষয়টি কিন্তু বাস্তবে এমনই হয় আপু।
ধন্যবাদ জানবেন।
আরজু মুক্তা
রাজপথেও নামতে হবে,দেখছি!!কি অবস্থা আমাদের মানসিকতার।
জিসান শা ইকরাম
দারুন মজা পেলাম,
চলুক এমন রম্য।
তৌহিদ
পাঠক মজা পেয়ে একটু হাসলেই লেখাটি স্বার্থক। চেষ্টা করবো ভাই লেখার। ধন্যবাদ জানবেন।
সকাল স্বপ্ন
লিখা- ভাল লাগার,
তবে আমি বলি ভালবাসা দিতে না চাইলে
ঝামেলা নাই নিয়ে চলে যাক,
অন্তত তার বিপদের সময় এ।
তৌহিদ
চলে গেলেও সমস্যা আছে ভাই। ধরে বেধে ভালোবাসা আদায় করতে না পারলে অন্য বিকল্প ব্যাবস্থাও আছে।
লেখাটি ভালো লেগেছে জেনে খুশি হলাম।
শামীম চৌধুরী
জোর করে ভালোবাসা? ভালইতো লাগলো।
তৌহিদ
ভালোবাসা আদায় করতে হয় বৈকি! না দিয়ে যাবে কই?
ধন্যবাদ জানবেন ভাই।
মাহমুদ আল মেহেদী
বাস্তব জীবন চিত্র।
তৌহিদ
হ্যা ভাই, ভালোবাসা না পেলে এরকমই হয় বোধহয়।
সাবিনা ইয়াসমিন
হাহাহাহা, তাই বলে এমন চাপে রেখে ভালোবাসা আদায় করতে হবে !! ভালোবাসা দেখছি অভিযোগের বন্যায় ভাসিয়ে দিয়েছেন। এই ভালোবাসা ফেরত পেতে হলে আবার জন্ম নিয়ে আসতে হবে। এতো এতো বকা দিলে ভালোবাসা দিতে ভালোবাসার বয়েই গেছে 😜😜
লেখাটি বেশ মজা করেই লিখেছেন তৌহিদ ভাই। ভালো থাকবেন, শুভ কামনা 🌹🌹
তৌহিদ
চাপে না রাখলে ভালোবাসারা আজকাল জানালা দিয়ে পালায়। আমার এ অভিযোগ সকল ভালোবাসা বঞ্চিত মানুষের জন্য। তারা সবাই ভালোবাসায় সিক্ত হোক।
ধন্যবাদ আপু।
সাবিনা ইয়াসমিন
স্বাগতম ভাই। এখন থেকে ভালোবাসলে চাপ দিতে হবে, আর হ্যা, ভালোবাসার ঘরে জানালা রাখা যাবেনা। 😂😂
তৌহিদ
না না, সব জানালা বন্ধ! ভালোবাসা পালাবে কোথায়? আর না দিয়ে যাবে কই??☺☺
ছাইরাছ হেলাল
দাবী আদায়ের সংগ্রাম দেখতে পাচ্ছি, কিন্তু রম্য তো খুঁজে পাচ্ছি না!
তৌহিদ
ভালোবাসার মানুষের কাছেতো আর জোর করে ভালোবাসা আদায় করতে পারবেননা, তাহলে ক্যাচাল লেগে যাবে। ঘর সংসার করা আর লাগবেনা। তাই ইনিয়েবিনিয়ে একটু জোর গলায় বলা আরকি!
ইঞ্জা
ভালোবাসা দিবি কিনা বল?
হায় আল্লাহ্ কোন দুনিয়াতে এলাম, এখানেও জবরদস্তি?
তৌহিদ
জবরদস্তি ছাড়া আজকাল কিচ্ছু হয়না দাদা। এভাবেই আদায় করতে হবে ভালোবাসা😃😃😃
ইঞ্জা
😂😂😂😄😄😆
মনির হোসেন মমি
হা হা হা
সখি ভালবাসা কারে কয়!
আমাদের সময়ের একটি গান মনে পড়ে গেল
প্রেম দাও নইলে বিষ দাও”
যেন যখন তখন প্রেম জন্মানো যায়।
ভাল লিখেছেন ভাইটি।কত কিছুই না তুলে ধরলেন।
তৌহিদ
হ্যা ভাই, ভালোবাসা আদায় করতেই হবে। সে ভালোবেসে হোক কিংবা আন্দোলন করে!!
ভালো থাকবেন ভাই।