মতিন মিয়া (০৫)

রাফি আরাফাত ৫ মে ২০১৯, রবিবার, ১২:৩৫:৪৯অপরাহ্ন গল্প ১৭ মন্তব্য

আরে সাজু ভাই যে। আজ এতো সকালে? কি মনে করে? মতিন মিয়া, বিয়া সাদি তো করিনি,কি আর করবো বলেন? ভালো লাগছিলো না বাসায় একা একা। আর এমনিও আজ ছুটির দিন মতিন মিয়া। তাই সকাল সকাল চলে আসলাম। আপনার সাথে আজ অনেক্ক্ষণ আড্ডা দিবো তাই। আচ্ছা বসেন। সাজু ভাই আমারও একটা পরিবার আছে। আমারও বাবা মা আছে। আমারও আপনাদের মতোই সবাই আছে। আমি ছিলাম সেই পরিবারের বড় ছেলে। সবার নয়নের মনি। কিন্তু আজ আমি এখানে কেন জানেন? আমি নাকি সবসময় ভাবি,আমি নাকি অদ্ভুত ধরনের, আমি নাকি মানুষটা পাগল পাগল,আমি নাকি একটা গল্পের চরিত্র, আমার মাঝে নাকি স্বাভাবিক মানুষের মতো স্বাভাবিকতা নাই। তাই তারা সবাই আজ আমাকে দূরে পাঠিয়ে দিছে।


সাজু ভাই জানেন আমারও একটা ভালোবাসার মানুষ ছিলো। আমার নিরবতা নাকি তার মন ছুয়ে যেতো। আমার ভাবনা গুলো নাকি তার অসম্ভব ভালো লাগতো। আমার ভাবনা গুলো নাকি সে নিজের করে নিয়েছিলো। আমার ভাবুক চেহারা নাকি তাকে সপ্নেও তাড়া করে। আমিও তাকে আমার ভাবনার মতোই ভালবাসতাম। তাকে নিয়ে অনেক ভাবতাম। কিন্তু কিছুদিন পর আমাকেই বলে, তুমি এতো চুপচাপ কেন? হাসতে পারো না? তোমার কি রোগ আছে নাকি? তোমার মাঝে কি কোন আনন্দ নাই? তুমি এতো নিরস কেন? অথচ কিছুদিন আগেই আমার ভাবনা গুলো তার ভালো লাগা ছিলো। আমার ভাবনাগুলো আরও অসহায় হয়ে পরলো।

এরপর সব ছাড়ে বিয়ে করলাম। আমার বউটা অনেক সুন্দর ছিলো সাজু ভাই। অমায়িক তার চেহারা, চোখ ফেরানো যায় না। আমি তাকে বলছিলাম আমি একটু ভাবুক,তুমি আমাকে ছেড়ে যাবে না তো? সে বলেছিলো তুমি আর যাই হও না কেন তুমি মানুষ হিসেবে অনেক ভালো। তাই আমি তোমাকে ছেড়ে কখনো যাবো না। আমার ভাবনা আর আমার সংসার ভালোই চলছিলো। কিন্তু কিছুদিন পর সে কি বলে আমাকে জানেন? সে বলে,একটা স্বাভাবিক মানুষ এতো ভাববে কেন? একজন ভালো মানুষের তো ভাবনা থাকার কথা না। নিশ্চয়ই আপনি খারাপ ভালো সব ভাবেন। আপনাকে আমি ভালো মনে করছিলাম কিন্তু আপনার মনটা আপনার ভাবনা গুলোর মতোই কালো। সেও আমাকে ছেড়ে চলে যায়।

জানেন সাজু ভাই আমার দুইটা বাচ্চাও ছিলো। অনেককিছুর পর ঠিক হয় একটা বাচ্চা আমার কাছে থাকবে আরেকটা আমার বউ এর কাছে। সব ঠিক ঠাক চলছিলো। হঠাৎ একদিন আমার ছেলে আমাকে বললো, বাবা আমি আম্মুর কাছে যাবো। আমি বললাম কেন? ও বললো তোমার কাছে ভালো লাগেনা। তুমি আমাকে ভালো রাখতে পারোনা। আমার খেলার সাথী নেই। আমি তাই আমার মায়ের কাছে যাবো। তুমি আমাকে মায়ের কাছে রেখে আসো। আমি কিছু বলতে চেয়েও পারিনা। তারপর দিন তাকে তার মায়ের কাছে রেখে আসি আমি।

আসলে সাজু ভাই আমার ভাবনার জন্য আমাকে সবাই ছেড়ে গেলো। কিন্তু কেউ একবারও বুজলো না আমি কি ভাবি। আমি তো তাদেরকে নিয়েই ভাবি। আমার ভাবনা গুলো তো তাদেরকে ঘিরেই ছিলো। তাহলে কাছের মানুষদের নিয়ে ভাবা কি ভুল সাজু ভাই?

আপনি বলেন না আমি সবসময় চুপচাপ থাকে কি করি। আগে আমি তাদের নিয়ে ভাবতাম। আর এখন আমার ভাবনা গুলো অপেক্ষায় পরিনত হয়েছে। তাই এখন আমি সবসময় অপেক্ষা করি। হয়তো একদিন তারা আসে বলবে মতিন মিয়া তোমার ভাবনা গুলোতে আমাদের একটু জায়গা দিবা কি?

*ভাবনা গুলোই আমার ভাবনাকে কেড়ে নিয়েছে*


চোখের এক কোনা কেন জানি ভেজা ভেজা লাগছে আমার। মতিন মিয়া আজ উঠি আরেকদিন আসবো।

চলবে—-

৭১৩জন ৫৭৯জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ