“”””” অপেক্ষা””””

মোহাম্মদ মামুন ২৪ এপ্রিল ২০১৯, বুধবার, ০৫:৩৪:০০পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য

আজও আমি বসে থাকি
তোমারি অপেক্ষায়,
সেই বকুল তলায়।

জানি তুমি আসবে না,
তবুও এ মায়া ছাড়তে চায় না।

কতদিন হল দেখেনি
তোমায় নীল শাড়িতে,
তাই তোমারি অপেক্ষায় আজ ও রয়েছি বকুলতলায় দাঁড়িয়ে।

আজ ও যেন তোমার নীল চুড়ির টুংটুং শব্দ আমার কানে বাজে ,
খোলা চুলের গন্ধ যেন
আমায় মাতাল করে।

একগুচ্ছ সাদা গোলাপ নিয়ে থাকি আমি দাঁড় করে,
তোমার দেখা মিলে না বলে
ফুলগুলো যায় ঝরে।

তুবও আজো আমি
তোমার জন্য
অপেক্ষার প্রহর গুনি।

১৩১১জন ১১৮১জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ