বোকা কবি

তৌহিদুল ইসলাম ১ এপ্রিল ২০১৯, সোমবার, ১১:২৮:২৬অপরাহ্ন কবিতা ২৯ মন্তব্য

আজ আমাকে কবিতায় পেয়ে বসেছে!
কালো আকাশে ঊর্মিমালারা শিব নৃত্যে উন্মাতাল।
বিজলীর কড় কড় শব্দে তার আগমনী বার্তা;
তারা বৃশ্চিক জাতিকা নাকি?
শব্দেরা পিয়ানো রিডের তালে তালে একবার উঠে আরেকবার নামে।
কোথায় আবার? আমার মস্তিষ্কে!

ডায়েরির পাতায় কলমের ঘর্ষণ, খস খস খস….
তারপর দাঁড়ি।
আচ্ছা কমা নেই কেন? কিংবা সেমিকোলন?
আমার ভাবনারা ব্যাহত হয়,
ট্রাফিক জ্যামে আটক পরলো অক্ষরগুলো?
জ্বলে উঠেছে সবুজ বাতি!
সারিবদ্ধ শব্দরা এগিয়ে চলে ধীরলয়ে।

চার অক্ষর আর চার শব্দে একটি বাক্য,
সজ্জিত হয় চারলাইনের কবিতাংশে;
পিয়ানো থেকে বদলে যায় হারমোনিয়ামে ।
সা রে গা মা তুলছে!
দু’লাইন করে গুনে গুনে পাক্কা চৌদ্দ লাইন!
আজ যে সনেট আমার নিউরনের অনুরণনে।

গা ঝাড়া দিয়ে উঠলাম, শিহরণে জাগ্রত লোপকূপ!
এবার আর পায় কে?
চশমার কাঁচে মুখের গরম ভাপ;
পরিস্কারের তাগিদে হাতে নিয়েছি টি শার্টের কোণাখানি।
মাথায় অক্ষরগুলি লয়ের তালে কুতকুত খেলছে।

হাপী, আজ এ কবিতা তোমায় উৎসর্গিত,
হাতে ধরিয়ে দেবো টগর কিংবা জুঁই।
বিনিময়ে পেয়ালাপূর্ণ আবে কাওসার পানে;
আমায় দেবে কি কবির অমরত্ব?

হাসিখুশি বদনে তাকালাম ডায়েরির পাতায়।
হে ইশ্বর! পুরো পাতাই যে ফাঁকা,
কালো কালিতে শব্দগুলি যেন সাদাটে ধুসর!
শব্দেরা আমায় আজ এপ্রিলফুল বানানোয় ব্যস্ত!!

(১লা এপ্রিলের অ-কবিতা)

৮৯৬জন ৬৯১জন
0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ