………….#নারী…………….
নারী,
তুমি ঘর, তুমিই আমার বাড়ি,
তুমিই সুখ, তুমিই শান্তি
তুমি বিনে কষ্টের আহাজারি!
নারী,
তুমি গর্ভ, তুমিই গর্ব
তুমিই কূলে শ্রেষ্ঠ,
তুমিই জয়ী সর্ব!
নারী,
তুমি মমতায় হও মৃন্ময়ী
কষ্টে হও পাথর,
শত্রুর কাছে অগ্নিবীণা
স্নেহ মায়ায় কাতর!
নারী,
তুমিই মাতা, তুমিই কন্যা,
তুমিই রক্তের বান,
নারী,
তুমিই সৃষ্টির শ্রেষ্ঠ সন্তান!!
#সিকদার_সাদ_রহমান
০৮-০৩/১৮
৫টি মন্তব্য
শুন্য শুন্যালয়
নারী শুধু কবিতাই। 🙁
সাবিনা ইয়াসমিন
নারী দিবসে নারীদের সম্মানার্থে খুব সুন্দর করে লিখেছেন, এই জন্যে একজন নারীর পক্ষ থেকে অবশ্যই ধন্যবাদ জানাই। সব পুরুষ নারীর অবমাননা করে এটা সত্যি নয়, যদি তাই হতো তাহলে পৃথিবীতে নারী জাতি বিলুপ্তির শীর্ষে স্থান পেতো।
নিজের লেখার পাশাপাশি অন্যদের লেখাগুলো পড়ার চেষ্টা করুন সাদ ভাই। নিজের মতামত ব্যক্ত করুন,এতে অন্যদের সাথে নিজের সু-সম্পর্ক গড়ে উঠবে। আর ব্লগে এতো কম কম এলে কি হয়? সময় করে একটু বেশিক্ষন থাকার চেষ্টা করুন। এখানে সবাই সবার আপনজন।
ভালো থাকুন, শুভ কামনা অবিরত রইলো।
সিকদার সাদ রহমান
পরামর্শের জন্য ধন্যবাদ আপু! আসলে সময় খুব কম পাই, তবে চেষ্টা করবো!
মনির হোসেন মমি
সুন্দর কবিতা।শুভ কামনা ভাইয়া।
মোঃ মজিবর রহমান
নারী ছাড়া পুরুষ অচল,
নারী ছাড়া মন ছন্নছাড়া,
নারী ছাড়া জন্মবৃত্তান্ত
ধমকে থাকে জীবন বহমান।
নারী নিয়ে লেখা আপনার কবিতা ভাল লাগল ।