…♥.#ভালবাসা.♥…
ভালবাসা,
সিক্ত হও শুভ্রতায়
উর্বর হও সততায়
উদাহরণ হও মৃত্তিকার
উজ্জ্বল হও প্রেমে
বিবাগী হও চাওয়ায়
উল্লাসি হও পাওয়ায়।
ভালবাসা
উজ্জীবিত হও,
বিস্তৃত হও কানায় কানায়
ভালবাসা,
দূর করে দাও হিংসা,
লোভ, ছলনা, বিকৃতি মনা।
ভালবাসা
দূর করে দাও অভাব
হীন্য মন্য যত স্বভাব
সবার মাঝে জেগে উঠুক প্রেম
জাগিয়ে দাও মানুষ
জেগে উঠুক মানবতা।
৯টি মন্তব্য
রিতু জাহান
জেগে উঠুক মানবতা।
একমাত্র ভালবাসা ও প্রেম দিয়েই তা জাগ্রত হতে পারে। জগতে সবার কল্যাণ হোক, জগত হোক ভালবাসাময়।
শুভকামনা।
সিকদার সাদ রহমান
আপনার শুভকামনা জগতের প্রতিটি প্রানের উদ্দ্যেশে উৎসর্গ করলাম। ভালবাসা জানবেন!
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
জয় হোক মানবতায়।শুভ ভালবাসা।
দারুণ কবিতা।
সিকদার সাদ রহমান
ধন্যবাদ জনাব মনির হোসেন। ভালবাসা ও শুভকামনা।
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম আপনাকে।
লেখুন নিয়মিত।
ভালোবাসা দিয়েই এসব করা সম্ভব।
মোঃ মজিবর রহমান
ভালবাসা
দূর করে দাও অভাব
হীন্য মন্য যত স্বভাব
সবার মাঝে জেগে উঠুক প্রেম
জাগিয়ে দাও মানুষ
জেগে উঠুক মানবতা।
আপনার এই চাওয়ার সঙ্গে একমত পোষণ করিতেছি।
আপনার আরো লেখা চাই পড়তে ।
বন্যা লিপি
সোনেলার উঠোনে স্বাগতম আপনাকে।নিয়মিত লেখা দিন।ভালোবাসায় জয় হোক সকল শুদ্ধতা।নিরন্তর শুভ কামনা।
সিকদার সাদ রহমান
সকল বন্ধুদের শুভেচ্ছা ও ভাল্লবাসা!
সাবিনা ইয়াসমিন
সোনেলায় স্বাগতম ভাই। বসন্ত লেখা ভালো হয়েছে।
নিয়মিত লিখুন আর অন্যদেরটাও পড়ে মতামত দেবার চেষ্টা করুন। একসময় সবাই আপন হয়ে যাবে।
ভালো থাকুন, শুভ কামনা।