খুব বুঝি বদলে গ্যাছো আজ?স্বভাবটা বুঝি খুব বুড়িয়ে গ্যাছে? ঢিল ছুঁড়ে আম কুড়ানো দিন গুলো বুঝি ভুল পথে দুভাগ হয়ে গ্যাছে আজ? ঝড়ো বৈশাখী দিনে, হঠাৎ আলুথালু, বড় বড় চোখ নিয়ে হ্যাচকা টানে ঘর পালানো দিনগুলো একটুও পড়েনা বুঝি মনে? কোনো ব্যাস্ততার অলস অবসরে? জানালার ধারে টেবিলে, দুরন্ত বাতাস যখন প্রিয় বইয়ের পাতা উল্টে দ্যায়?? কপাল কুঁচকে জানতে ইচ্ছে করেনা বইটা এলো কি করে ওখানে? অজান্তেই এক পা দু পা করে হেঁটে টেবিলের ধারে আনমনে হাতে তুলে নিতে সময় পাওনা বুঝি একবারো?
কতটা বছর হেঁটে হেঁটে চলে এলাম বলোতো? না…….. বোধ হয় ভুল হলো। আমিতো ঠাঁয় দাঁড়িয়ে আছি আজো?? কখন যে হাতটা ছেড়ে দিয়ে এগিয়ে গেলে……….টেরই পাওনি!! পেছনে একবারো কি তাকিয়েছিলে? একবারো কি ভেবেছো? তোমার হাতের তালু কখন খালি হয়ে গেলো? স্পর্শের বাইরে চলে গ্যাছো সামনে আরো সামনে!!! পাশ বালিশে কখনো দেখোনি, কখনো বোঝোনাই কতগুলি হা হুতাশ হেসে খেলে ঘুমিয়ে থাকে জড়াজড়ি করে!!! এখনো কি যখন তখন তোমার চা’য়ের নেশা ধরে? হুটহাট করে কলেজ ক্যান্টিনে টেবিল চাপড়ে গলা ছেড়ে গান গাইতে গাইতে ভুলে যাওয়া…….. কেউ একজন তোমার অপেক্ষায় ভুলে গ্যাছে সময়ের হিসেব।ভার্সিটি’র প্রথম দিনের কথা তোমার মনে পরে? সবুজ লন পেরিয়ে করিডোর। করিডোর পেরিয়ে ক্লাশরুমের বারান্দায় জটলা? ভালো আছোতো আজ? সবকিছু ফেরেনা বুমেরাং হয়ে।ফেরেনা সময়।ফেরেনা বয়স।আমার যে কোথাও যাওয়া হলোনা আজো!!!!! খুব বুঝি বদলে গ্যাছো আজ? একবার, শুধু একবার তোমার কাছে চাইবো জানতে। তোমার ফোন নাম্বারটা দেবে? একটুও পাওনা সময়? একটুও বুঝি মনে পড়েনা? একজন এখনো সময় ভুলে সময়ের অপেক্ষায় ঘড়ি পড়তেই ভুলে গ্যাছে?
২২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
বর্তমানে দাঁড়িয়ে অতীতাশ্রায়ন ভাবনার প্রকাশ সুন্দর হয়েছে।
অতীত একমাত্র সত্য যেটি আমাদের ভাবনাশ্রয়ে থেকে যায়, আমরা তা ধারণ করি সযত্নে।
সুন্দর লেখাটির জন্য ধন্যবাদ।
বন্যা লিপি
অনুভবের স্থানটি চাপা থাকে প্রায় মেয়েদের মনেই। কেউ পারে প্রকাশে ছড়িয়ে দিতে! কেউ কেউ শুধুই বয়ে বেড়ায় অন্তরীনে। ইচ্ছে হলো সাহসিকতা দেখাবার, একটা আবৃত্তি’র ছায়া অবলম্বনে নেমে পড়লাম চেষ্টাটুকু পরখ করে দেখতে। আপনার মন্তব্যে হাঁফ ছাড়লাম কিছুটা।
অনেক অনেক ধন্যবাদ, শুভ কামনা
-{@
ইঞ্জা
অসাধারণ লিখলেন আপু, বিমোহিত হলাম।
বন্যা লিপি
অসাধারন সাহসিকতায় ভর করে লিখেফেলেছিলাম মাথায় যেমন যেমন এসেছে, তেমন করে। এটা প্রথম উদ্যোগ, দ্বিতীয়টাও জমা রেখেছি। পরবর্তী লেখায়ও চাইবো অনুভূতি জানতে।
অনেক অনেক ধন্যবাদ
শুভ কামনা
-{@
মাহমুদ আল মেহেদী
মুগ্ধ করলেন । সত্যিই অস্বাধারন লিখছেন
বন্যা লিপি
অনেক ধন্যবাদ আপনাকে, আপনার প্রতি শুভকানা, শুভেচ্ছা -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
অতীত রোমন্থন ভাল লাগল -{@ অতীত বড় নিষ্ঠুর শুধুই ভাবায়।
বন্যা লিপি
ধন্যবাদ, শুভ কামনা -{@
তৌহিদ
কি সুন্দর স্মৃতি রোমন্থন করলেন আপু। ভালো লাগলো।
বন্যা লিপি
আমারো ভালো লাগলো জেনে, আপনার ভালোলেগেছে। শুভেচ্ছা শুভ কামনা -{@
সিকদার
অতীত চিরকালই মধুর বেদনাময় । সময়ের পরতে হয়ত চাপা পরে কিন্তু ভোলা যায় না ।
বন্যা লিপি
চেষ্টা করলাম।কখনো সুযোগ পেলে এটাকে আবৃত্তি করার চেষ্টা করবো। কোনো আবৃত্তির ছায়া অবলম্বনে। প্রথম চেষ্টা। মনে হলো একেবারে ফেল করিনি।
শুভ কামনা, শুভেচ্ছা -{@
রিতু জাহান
কিছুই আসলে ফেরে না আর আগের মতো। তবু ভালবাসি। ভালোই তো বাসি। আমার মতো করেই ভালবাসি।
শুধু জানি সময় পাল্টেছে, বয়স পাল্টেছে কিন্তু মন কি পাল্টেছে?
দারুন প্রকাশ।
বন্যা লিপি
স্মৃতী রোমন্থন ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আবারো চেষ্টা করার অনুপ্রেরনার জন্য অসংখ্য ধন্যবাদ।শুভ কামনা। -{@
সাবিনা ইয়াসমিন
একটি চিঠি,,,দুই অক্ষরের নাম দিয়ে হয়। কিন্তু তার ভিতরে রাখা প্রতিটি অক্ষর একেকটি পর্বত সম বিশালতা নিয়ে অপেক্ষা করে কাংখীত মানুষের জন্যে।
অতীত আছে বলেইতো বর্তমানকে পাওয়া হয়,,বর্তমান নিয়ে যায় ভবিতব্যে,,,
চিঠি ভালো লেগেছে বন্যা,,,,❤❤
বন্যা লিপি
জেনে ভালো লাগলো, চিঠি ভালো লেগেছে। ধন্যবাদের বালাই নাই, কৃতজ্ঞতা রেখে যাই। প্রিয় বন্ধু -{@ (3
মোঃ মজিবর রহমান
অতীত অতীতও। ভুলেছে কি, মনে রাখেনি, তাও বুঝে উঠতে পারেনি, জানিওনা। অতীত কি ধুলাবালিতে জমাট পড়ে গ্যাছে না মনের আবরনে চাপা পোরেছে। চিঠি লিখিনা কনেক দিন আপনার লেখায় লিখলাম অজান্তে কিছু। অবশ্য ভাল লিখিওনি কোন্দিন।
ঐ করিডর, ঐ মন আজও কি পাগল গানে,
মন কি ঊকি মারে আজোও ক্যাম্পাশে পানে,
মনে কি ধুক ধুক করে উঠে সেই যৈবন টানে,
মন আমার বসে গোনে, অবস বা অবসর সময়ে,
ফিরে যায় বার বার পিছুপানে?
বন্যা লিপি
চিঠি লেখেননা অনেক দিন। আবার চেষ্টা করে দেখুন, দেখবেন লিখতে গেলেই আপনা আপনি শব্দগুলো সেজে উঠবে নিজের মতো করেই।
শুভ কামনা আপনার জন্য। -{@
জিসান শা ইকরাম
চিঠিতে আন্তরিকতার প্রকাশ সুন্দর হয়েছে।
শুভকামনা -{@
বন্যা লিপি
অনেক অনেক অনুপ্রানিত, কৃতজ্ঞতা ধন্যবাদ।শুভ কামনা, শ্রদ্ধা -{@
সুরাইয়া পারভিন
স্মৃতি মুছে ফেলা যায় না। কিছু সুখের,ভালোলাগার ভালোবাসার স্মৃতি কখনোই ভোলা যায় না।এই চিঠিটি তার জলজন্ত উদাহরণ।সত্যিই কি মনে পড়ে না।এখন কি ভীষণ ব্যস্ত
বন্যা লিপি
এমা!!! আপনি কবে এখানে এসে মন্তব্য রেখে গেলেন আপু? মাত্র চোখে পড়লো দুঃখিত অদেখা মন্তব্য আসলে আমার খুব একটা খেয়াল করে দেখা হয়না।অশেষ ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
শুভ কামনা জানবেন সবসময়।