কিছু সময় //

বন্যা লিপি ২৩ জানুয়ারি ২০১৯, বুধবার, ০৭:০১:২২অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য

আরো কিছু সময় চলুক, সময়ের ঘুর্নিপাকে
চলুক কিছু হলদে হওয়া উড়ন্ত পাতার মায়াকান্না
পাতলা আচ্ছাদনে ঢাকা পড়ুক জিঘাংসার হরবোলা
ধোঁয়াশা পেয়েলায় ঢেঁকুর  তুলে ঘুমিয়ে থাকুক সজারারুর কাঁটা
আহত সায়ক দিনান্তের রক্তবর্ন মেঘের তলে নিশ্বাসের ছাড়পত্র খুঁজে নিক
খুঁজে পাক একচ্ছত্র আধিপত্যের স্বপ্নীল বিভোর একরাত ঘুম।

বিন্দু বিন্দু ঘামকপালে নামুক উত্তুরে ঠান্ডা পারিজাত পালকের আদর।
আরো কিছু সময় আসুক,
সময়ের চাকাপিষ্টে ভর করে আরো কিছু মহাকাব্য লেখা হবে।
আরো কিছুটা সময় নীলাক্ত আকাশের নিচে ছায়া ফেলা জলের বুকে,
আসুক আরো কিছুটা সময়।

সবুজের কাছে ঋৃনী হতে বাকি পরে আছে আরো কতো অহোরাত্রি……..//

৭৫৬জন ৭৫৬জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ