আরো কিছু সময় চলুক, সময়ের ঘুর্নিপাকে
চলুক কিছু হলদে হওয়া উড়ন্ত পাতার মায়াকান্না
পাতলা আচ্ছাদনে ঢাকা পড়ুক জিঘাংসার হরবোলা
ধোঁয়াশা পেয়েলায় ঢেঁকুর তুলে ঘুমিয়ে থাকুক সজারারুর কাঁটা
আহত সায়ক দিনান্তের রক্তবর্ন মেঘের তলে নিশ্বাসের ছাড়পত্র খুঁজে নিক
খুঁজে পাক একচ্ছত্র আধিপত্যের স্বপ্নীল বিভোর একরাত ঘুম।
বিন্দু বিন্দু ঘামকপালে নামুক উত্তুরে ঠান্ডা পারিজাত পালকের আদর।
আরো কিছু সময় আসুক,
সময়ের চাকাপিষ্টে ভর করে আরো কিছু মহাকাব্য লেখা হবে।
আরো কিছুটা সময় নীলাক্ত আকাশের নিচে ছায়া ফেলা জলের বুকে,
আসুক আরো কিছুটা সময়।
সবুজের কাছে ঋৃনী হতে বাকি পরে আছে আরো কতো অহোরাত্রি……..//
১১টি মন্তব্য
জিসান শা ইকরাম
শব্দের বিন্যাশ ভালো হয়েছে।
শুভ কামনা -{@
বন্যা লিপি
অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা, শ্রদ্ধা।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
বাহ্ চমৎকার।তবুও সময় থেমে থাকে না,অনন্তকাল চলে না এ জীবন। -{@
বন্যা লিপি
আটকে থাকা কিছু সময় ছুটি পাক সংক্ষিপ্ত জীবনের চৌকাঠে। অনন্ত সোপানে হয়ে উঠবে অনন্ত সুখের চাবিকাঠি একটুখানি যাপিত জীবনে।
অজস্র ধন্যবাদ। কৃতজ্ঞতা -{@
মাহমুদ আল মেহেদী
দারুন লেগেছে আমার অস্বাধারন হইছে আপু।
বন্যা লিপি
সামান্যতেই মুঠো ভরে ওঠে……
সামান্য পাওয়াতেই তৃপ্তির ঢেঁকুর ওঠে।
একটুকু শব্দেই হাজার শব্দের ব্যাপ্তি।
আপনার অনুপ্রেরনা টুকু ভীষন ভালো লাগলো। শুভ কামনা,শুভেচ্ছা রইলো -{@
ছাইরাছ হেলাল
পাতলা আচ্ছাদনে সব- ই আটকানো যেত
তা হলে মন্দ হতো না!!
বন্যা লিপি
যদি শব্দটাই পাড় হীন অগাধ নদীর মতো। একটা অবিচ্ছেদ্য আবরন যতই হালকা, পলকা, পাতলা হোক……. মজবুতি কিরন ধুরছাই হয়ে সরে যেতে সময় লাগেনা। সময় যখন সময়ের মতো করেই আসে!!!
আসুক কিছু তেমনই সময়! শুভ কামনা, শুভেচ্ছা অবিরতঃ -{@
সাবিনা ইয়াসমিন
ভাবছি কবিতা লেখা ছেড়ে দিবো,,,এমন সব লেখা লিখলে আমার কবিতা / অ- কবিতা পড়বে কে ;?
বন্যা লিপি
মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো ওওো…………..? আপনার ভাবনা গুলো বাক্সবন্দী করে ফেলুন তারাতারি। গভীর সমুদ্রের তলদেশে নিক্ষেপিত করে ফেলুন।আমরা আছি কি জন্য? পড়া’র জন্যই তো?
সাথে পাচ্ছি, প্রেরনা পাচ্ছি এই তো অনেক কিছু। এমন ভাবনার ভয় পেলে যে লেখা বন্ধ করে শুধুই পড়া শুরু করবো!!শুভ কামনা নিরন্তর।
সাবিনা ইয়াসমিন
না,না,না,না,না,,,লেখা বন্ধ করার কথা একদম শুনতে চাই না।
আপনি লেখা বন্ধ করে দিলে আমি শিখবো কিভাবে সে খবর রাখেন ?”
আপনার জমানো কথার বাক্সটা ধার নিতে হবে,,কথা রাখার জায়গা খুজে পাচ্ছি না 😂