জমা//

বন্যা লিপি ২৮ ডিসেম্বর ২০১৮, শুক্রবার, ০৯:৪০:৫৫অপরাহ্ন কবিতা ২৪ মন্তব্য

জমা আছে………..কিছু আগুনের ভাটিতে পোড়া ইট,ঢিবিকৃত বালু রাশি, আছে কিছু  ঘোলা পানি। সহজ কথার ভীড় জমতেই…….. সিমেন্ট মাটি দাঁড় করিয়ে দ্যায়, দুর্ভেদ্য দেয়ালের সীমানা প্রাচীর।

থাকেনা কোনো ঘুলঘুলি। থাকেনা আলো প্রবেশের…….গোপন রাস্তা। ইটের পরে ইট রেখে পৌঁছে যাওয়া………………………………উঁকি দিতে মুক্ত আকাশের নিলাভ আবেগ চুরি করতে, কুয়াসার ধোঁয়াসা আচ্ছাদন সরিয়ে দৌঁড়ে ছুটতে চাইতেই,……………………………………….প্রাচীর গাত্রে কুষ্মান্ড কপালে আলতার রঙ।

জমা আছে কিছু……………. আগুনের ভাটিতে পোড়ানো ইট,ঢিবিকৃত বালু,মিহি সফেদ সিমেন্ট মাটি আর……… জমাকৃত যত ঘোলা পানি //

৭০১জন ৭০০জন
0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ