জমা আছে………..কিছু আগুনের ভাটিতে পোড়া ইট,ঢিবিকৃত বালু রাশি, আছে কিছু ঘোলা পানি। সহজ কথার ভীড় জমতেই…….. সিমেন্ট মাটি দাঁড় করিয়ে দ্যায়, দুর্ভেদ্য দেয়ালের সীমানা প্রাচীর।
থাকেনা কোনো ঘুলঘুলি। থাকেনা আলো প্রবেশের…….গোপন রাস্তা। ইটের পরে ইট রেখে পৌঁছে যাওয়া………………………………উঁকি দিতে মুক্ত আকাশের নিলাভ আবেগ চুরি করতে, কুয়াসার ধোঁয়াসা আচ্ছাদন সরিয়ে দৌঁড়ে ছুটতে চাইতেই,……………………………………….প্রাচীর গাত্রে কুষ্মান্ড কপালে আলতার রঙ।
জমা আছে কিছু……………. আগুনের ভাটিতে পোড়ানো ইট,ঢিবিকৃত বালু,মিহি সফেদ সিমেন্ট মাটি আর……… জমাকৃত যত ঘোলা পানি //
২৪টি মন্তব্য
নীলাঞ্জনা নীলা
—-একেই বলে কবিতা। বোঝা-না-বোঝার দোলায় দুলতে থাকে কবি এবং পাঠক মন। পাঠক তাই বলে ফেলে,
সময়ের কাছে জমা দিয়েছি
সারল্যময় শৈশব, লাজুক কৈশোর এবং দুরন্ত তারুণ্য
জমতে জমতে ভরে গেছে ভগ্ন পোড়া ঐতিহাসিক ঘর,
তবুও ক্ষুধা মেটে না তার।
সময় গিলে খায় সময়কেই, কী ভয়ঙ্কর!
আপনার কবিতায় মুগ্ধতা।
বন্যা লিপি
এমন পাঠক পেলে…. কার না ইচ্ছে করে এমন আরো লিখতে? যে পড়বে এবং টেনে বের করে আনবে সবটুকু ভাব লেখকের ভাবনার!! সাথে পাচ্ছি উৎসাহ আর অনুপ্রেরনায়, এই প্রচেষ্টা অব্যাহত থাকবে আপ্রান….. কৃতজ্ঞতা, ভালোবাসা অফুরান। (3
নীলাঞ্জনা নীলা
ভালো লেখা পেলে পাঠকেরা মৌমাছির মতো ভীড় করবেই।
বন্যা লিপি
ভালো লেখার প্রতি আমার নিজের আকর্ষনটা যেমন প্রবল,ভাবি… আমার মতোই পাঠক নিশ্চই আরো ভালো কিছু আশাকরে। কতটুকু দিতে পারবো কি পারবোনা সবটাই আপনাদের বিচার্য। পাশে চাই সর্বক্ষন।ধন্যবাদান্তে কৃতজ্ঞ।
ছাইরাছ হেলাল
কপালের আলতা রঙ সিঁদুর হয়ে জলুক আগুন ঢিবিতে;
বন্যা লিপি
যত কুষ্মান্ড কপালের আলতা যদি সিঁদুর হয়,…… আকাশ দেখা অলিক স্বপের মতোই হয়ে রয়। শুভ কামনা। -{@ -{@ -{@
ইঞ্জা
দারুণ লিখলেন আপু, আপনার লেখা এই প্রথম পড়লাম, বেশ লিখেন আপনি, সোনেলার উঠোনে স্বাগতম আপনাকে।
বন্যা লিপি
আপনার ভালো লাগলো জেনে… আমারো ভালো লাগলো, উৎসাহ, অনুপ্রেরনায় কৃতজ্ঞ।শুভ কামনা।
ইঞ্জা
আগমনী নতুন বছরের জন্য রইলো অফুরান শুভেচ্ছা ও শুভকামনা।
বন্যা লিপি
আপনাকেও আগমনী নতুন বছরের প্রতিটি দিনের জন্য শুভ কামনা শুভেচ্ছা -{@
সাবিনা ইয়াসমিন
কয়েকবার পড়লাম,,,যতবার পড়েছি ততবারই নতুন নতুন করে বুঝেছি না বোঝা কথার অর্থগুলি।বিস্মিত হয়েছি কেমন করে লিখেছেন !! অসাধারন হয়েছে বন্যা,,,শুভেচ্ছা ও ভালোবাসা।ভালো থাকুন। ❤❤
বন্যা লিপি
বদনাম আছে, দুর্বোধ্য লেখনী’র।সহজ কথায় জঞ্জাল ভারী….. শব্দের আড়ালে শব্দকে দাঁড় করিয়ে নিশ্চিন্তে বলে যাওয়া অথবা ছুঁড়ে দেয়া সময়ের ইট পাথর সময়কে।আপনার বিস্ময়ে আমি আপ্লুত! নিরন্তর ভালোবাসা (3 (3 -{@
মায়াবতী
কবিতা বুঝি কম কিন্ত এ যেন কবিতা নয় অন্য কিছু! এতো অল্প কথায় অনেক গভীর কিছু !
বন্যা লিপি
এইতো!!!! পেয়েছি একজন। যে শুধু কাব্য না খুঁজে দেখতে পায় আরো কিছু। সার্থক তবে আমার শব্দের অতলান্ত জমাকৃত বালুরাশি। অসংখ্য ধন্যবাদ। (3
রিতু জাহান
বেশ সুন্দর কিছু শব্দমালা। বেশি বেশি করে লিখুন। শুভকামনা রইলো।
বন্যা লিপি
আপনার চোখের নিচে আমার লেখারা প্রতিক্ষায় থাকবে কাটাকুটি হবার। অসংখ্য ধন্যবাদ।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ভাল লাগল লেখাগুলো। -{@ জমা রাখা।
বন্যা লিপি
আপনার ভালোলাগাটুকু আমারো ভালো লাগলো, শুভ কামনা নিরন্তর। -{@
তৌহিদ
ঘোলা পানি মেশানো এ দেয়াল একদিন ভেঙে যাবে। সেদিন নীলাভ আবেগ চুরি করতে আর ছুটতে হবেনা।
শুভকামনা আপু।
বন্যা লিপি
বাহ্…. আবেগের স্বযত্ন চুরি’র কি চমৎকার প্রশ্রয় প্রদান কারী!! ধন্য….।শুভ কামনা। -{@
মাহমুদ আল মেহেদী
শুভ কামনা । অনেক ভাল লিখেন আপনি । সত্যিই সুন্দর।
বন্যা লিপি
প্রেরণা দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।
জিসান শা ইকরাম
অনেক ভালো হয়েছে, শুভ কামনা -{@
বন্যা লিপি
প্রেরণা দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।