এক –
বললে তুমি,
ভালোবাসতে পারোনা।
আর আমি,
ভালোবাসা ছাড়া আর কিছুই পারিনা
বেঁচে থাকার জন্য এই দুটো পথ;
যে পথে তুমি যেতে চাওনা,
আর আমি ফিরতে জানিনা।
দুই –
একদিন হঠাৎ আড়াল থেকে উঁকি দিয়ে এসে বললাম, টুক্কি!
তুমি বললে, বাচ্চামো আর গেলোনা!
আসলে কি জানো তোমার সাথে লুকোচুরি খেলায় জিততে চাই বলেই তো আজও বড়ো হয়ে উঠিনি শৈশব
আজন্মকাল দুরন্তপনার মাইলফলক হিসেবেই থেকে যাবো।
তিন –
কর্পূরের মতো উবে যায় সময় কেমন করে!
বিকেলের রোদকে সন্ধ্যার অন্ধকার গ্রাস করে নেয় পলকেই;
দিন-রাত ক্রমশ ছোট হয়ে যাচ্ছে,
A journey through time, হা হতোস্মি!
হাসি পাচ্ছে!
মধ্যবিত্ত বয়সের পালকীতে মাথা নুয়ে বসে আছে দুরন্ত তারুণ্য—
ঠিক এই সময়ের জন্য একটা কবিতা খুঁজে বেড়াচ্ছে চোখ।
চার –
নীলকুরিঞ্জি ফুলের মতো যদি জীবন হতো, বেশ হতো!
ছিন্নভিন্ন সময়ের সাথে দিব্যি লুকোচুরি খেলা চালিয়ে যাওয়া যেতো আজন্ম।
আমাকে তুমি খুঁজতে, সে খুঁজতো,
কতো কতোজন, কতো কতোকিছু অপেক্ষায় থাকতো শুধু আমার জন্য।
“বৃত্ত”কে বুড়ো আঙ্গুল দেখিয়ে ফিরে ফিরে আসতাম বারো বছর পর পর;
কী দারুণ হতো, তাই না?
এসবই ভাবছে এই সপ্তদশী মন, চোখে দুষ্টু হাসি মাখিয়ে।
🙋এই লেখাগুলো কোনোটাই এখনকার নয়। প্রথমটি ছাড়া অন্য তিনটিই গত বছরের। তাই তারিখ উল্লেখ করলাম না।❄
২০টি মন্তব্য
মায়াবতী
আহা …. আহা!!!!! কি চমৎকার সব আকাঙ্ক্ষা! ইশ নীলকুরিঞ্জি যদি হওয়া যেতো!!!
নীলাঞ্জনা নীলা
আকাঙ্ক্ষা ছাড়া জীবন চলতে জানেনা যে কখনো।
ভালো লেগেছে আপনার, অশেষ ধন্যবাদ।
জিসান শা ইকরাম
চির তরুন এই লেখা, সময়কে অতিক্রম করে যায় কিছু লেখা।
ভেবে ভেবে কিভাবে লেখো এসব?
নীলাঞ্জনা নীলা
ভেবে ভেবে লেখা না তো! আমি যা লিখি হঠাৎ-ই আসে নানা। ভুলে গেলে নানা?
জিসান শা ইকরাম
নারে ভুলিনি।
নীলাঞ্জনা নীলা
বদলে যেওনা। বদলে গেলে নিজেই নিজেকে হারিয়ে ফেলা হয় একসময়।
অনেক ভালো থেকো নানা।
মাহমুদ আল মেহেদী
চিরসবুজ সবসময় এমন লেখা । তারিখ দরকার কি?
নীলাঞ্জনা নীলা
আসলেই তারিখের কি দরকার! মনে রাখলাম কথাটা।
ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
সাধু সাধু,
হৃদয়ে দেখছি প্রেমের লাউয়া বাজে!!
প্রথমটিই ভাল ছিল, থাকবেও।
নীলাঞ্জনা নীলা
প্রথমটি চুরি করে এনেছি। 😀
প্রেমের নামে ছাগল পালন করি।
ছাইরাছ হেলাল
চুন্নির বেশে আরও চুরি করুন,
ছাগ-পালন বাদ দিন!!
নীলাঞ্জনা নীলা
চুরি করাটাও কঠিন। আজকাল গৃহস্থরা খুবই সতর্কতা অবলম্বন করে।
ছাগ-পালন করে লাভবান হচ্ছি। 😀
আর্বনীল
যে পথে তুমি যেতে চাওনা
আর আমি ফিরতে জানিনা….
অপুর্ব…
নীলাঞ্জনা নীলা
ভালো লেগেছে জেনে খুশী হোলাম।
অশেষ ধন্যবাদ আপনাকে।
রিমি রুম্মান
ছোট্ট লেখা … কী সুন্দর করে লিখলে! মুগ্ধ। (3
নীলাঞ্জনা নীলা
রিমি আপু ভালোবাসা জেনো।
ভালো থেকো তুমি।
সাবিনা ইয়াসমিন
ছোট ছোট করে এলোমেলো আঁকিবুকিতে কত সুন্দর করে গোছানো মনের পরিচয় দেয়া যায় তাই দেখলাম।অসাধারন আপনার ভাবনার প্রকাশ। (3 -{@
নীলাঞ্জনা নীলা
আপনার ভালো লেগেছে, এতে আমি যথেষ্ট আনন্দবোধ করছি।
অশেষ ধন্যবাদ আপনাকে।
সাবিনা ইয়াসমিন
(3 -{@ :D)
নীলাঞ্জনা নীলা
😀😀