একালের খনার বচন – ১

নীলকন্ঠ জয় ২৮ সেপ্টেম্বর ২০১৩, শনিবার, ১১:১৬:০৩অপরাহ্ন কবিতা, বিবিধ, রম্য, সমসাময়িক ১২ মন্তব্য
*** একালের খনার বচণঃ

শোনরে বাপু শিল্পপতির বেটা
মার্কেটের মধ্যে নতুন যেটা
তাতে যদি করিস ইনভেস্টমেন্ট
লাভ পাবি হান্ড্রেড পারসেন্ট।

খনা বলে শুনে যাও
ব্যাংক থেকে ঋণ  নাও
মুনাফা পাবে তাড়াতাড়ি
চড়বে সুখে পাজেরো গাড়ি।

*** আদি খনার বচণঃ

শো্নরে বাপু চাষার বেটা
মাটির মধ্যে বেলে যেটা
তাতে যদি বুনিস পটল
হবে তো্র আশা সফল

খনা বলে শুনে যাও
নারকেল মূলে চিটা দাও
গাছ হবে তাজা মোটা
তাড়াতাড়ি ধরবে গোটা।

 

খনার বচন মানেই সত্য বচন। খনার বচন তাই কালে কালে হয়েছে সমাদৃত।কাল পাত্র এবং ক্ষেত্র বিশেষে যুগে যুগে অর্থবহই থেকে গেছে।

খনার বচন মূলত কৃষিতত্ত্বভিত্তিক ছড়া। আনুমানিক ৮ম থেকে ১২শ শতাব্দীর মধ্যে রচিত। অনেকের মতে খনা নাম্নী জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদুষী বাঙালি নারীর রচনা এই  ছড়া গুলো। তবে এ নিয়ে মতভেদ আছে। অজস্র খনার বচন যুগ যুগান্তর ধরে গ্রাম বাংলার জন জীবনের সাথে মিশে আছে।

উপরের খনার বচনটি ব্যাঙ্গার্থে নয় বরং আধুনিক অর্থেই অবতরণ। তাই কেউ ভিন্ন ভাবে নিবেন না।

৬০৩জন ৬০৩জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ